জোসিপ ব্রজ টিটো
মার্শাল জোসিপ ব্রজ টিটো (সার্বীয়-ক্রোয়েশীয় উচ্চারণ: [jɔ̌sip brɔ̂ːz tîtɔ]; সিরিলিক: Јосип Броз Тито; জন্ম: ৭ মে, ১৮৯২[nb 1] - মৃত্যু: ৪ মে, ১৯৮০) সাবেক যুগোস্লাভিয়ার অবিসংবাদিত নেতা হিসেবে পরিচিত ব্যক্তিত্ব। একাধারে তিনি যুগোস্লাভিয়ার প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতি ছিলেন। ১৯৪৫ থেকে মৃত্যু-পূর্ব পর্যন্ত দুর্দণ্ড প্রতাপে দেশ পরিচালনা করেন। কমিউনিস্ট নামীয় রাজনৈতিক দলের তিনি সদস্য ছিলেন।
মার্শাল জোসিপ ব্রজ টিটো | |
---|---|
১ম যুগোস্লাভিয়ার রাষ্ট্রপতি | |
কাজের মেয়াদ ১৪ জানুয়ারি, ১৯৫৩ – ৪ মে, ১৯৮০ | |
প্রধানমন্ত্রী | স্বয়ং (১৯৫৩-৬৩) পিটার স্ট্যামবোলিচ (১৯৬৩-৬৭) মিকা স্পিলজাক (১৯৬৭-৬৯) মিজা রিবিসিচ (১৯৬৯-৭১) জেমাল বিজেডিচ (১৯৭১-৭৭) ভেসেলিন ডুরানোভিচ (১৯৭৭-৮০) |
পূর্বসূরী | ইভান রিবার (as President of the Presidency of the People's Assembly) |
উত্তরসূরী | লাজার কোলিসেভস্কি (as President of the Presidency of SFR Yugoslavia) |
২২তম যুগোস্লাভিয়ার প্রধানমন্ত্রী | |
কাজের মেয়াদ ২ নভেম্বর, ১৯৪৪ – ২৯ জুন, ১৯৬৩ | |
সার্বভৌম শাসক | দ্বিতীয় পিটার (১৯৪৩-৪৫) |
রাষ্ট্রপতি | ইভান রিবার (১৯৪৫-৫৩) স্বয়ং (১৯৫৩-৬৩) |
পূর্বসূরী | ইভান সুবাসিচ |
উত্তরসূরী | পিটার স্ট্যামবোলিচ |
১ম জোট নিরপেক্ষ আন্দোলনের মহাসচিব | |
কাজের মেয়াদ ১ সেপ্টেম্বর, ১৯৬১ – ৫ অক্টোবর, ১৯৬৪ | |
পূর্বসূরী | সৃষ্ট পদ |
উত্তরসূরী | গামাল আবদেল নাসের |
১ম Federal Secretary of National Defense | |
কাজের মেয়াদ ৭ মার্চ, ১৯৪৫ – ১৪ জানুয়ারি, ১৯৫৩ | |
প্রধানমন্ত্রী | স্বয়ং |
পূর্বসূরী | সৃষ্ট পদ |
উত্তরসূরী | ইভান গোসনাক |
৪র্থ President of the League of Communists of Yugoslavia | |
কাজের মেয়াদ মার্চ, ১৯৩৯ – ৪ মে, ১৯৮০ | |
পূর্বসূরী | মিলান গোরকিচ |
উত্তরসূরী | ব্রাঙ্কো মিকুলিচ |
ব্যক্তিগত বিবরণ | |
জন্ম | [nb 1] কুমরোভেচ, ক্রোয়েশিয়া-স্লাভোনিয়া, অস্ট্রিয়া-হাঙ্গেরি (আধুনিক ক্রোয়েশিয়া) | ৭ মে ১৮৯২
মৃত্যু | ৪ মে ১৯৮০ ৮৭) জুবলানা, এসআর স্লোভেনিয়া, এফএফআর যুগোস্লাভিয়া | (বয়স
সমাধিস্থল | বেলগ্রেড, সার্বিয়া প্রজাতন্ত্র, হাউজ অব ফ্লাওয়ার্স ৪৪°৪৭′১২″ উত্তর ২০°২৭′০৬″ পূর্ব |
জাতীয়তা | Yugoslav[1] |
রাজনৈতিক দল | League of Communists of Yugoslavia (SKJ) |
দাম্পত্য সঙ্গী | পেলাগিজা ব্রোজ (১৯১৯-১৯৩৯), বিবাহ-বিচ্ছেদ হার্তা হাস (১৯৪০-১৯৪৩) জোভানকা ব্রোজ (১৯৫২-১৯৮০) |
ঘরোয়া সঙ্গী | ডাভোরজানকা পাউনোভিচ |
সন্তান | লাতিকা ব্রোজ হিঙ্কো ব্রোজ জারকো লিওন ব্রোজ আলেকজান্ডার ব্রোজ |
পেশা | Machinist, revolutionary, resistance commander, statesman |
ধর্ম | নেই (নাস্তিক)[2][3] (formerly Roman Catholic)[4] |
পুরস্কার | 98 international and 21 Yugoslav decorations, including Order of the Yugoslav Star Legion of Honour Order of the Bath Order of Lenin Order of Merit of Italy (short list below, full list in the article) |
Ethnicity | ক্রোট[5][6][7] |
স্বাক্ষর | |
সামরিক পরিষেবা | |
আনুগত্য | অস্ট্রিয়া-হাঙ্গেরি যুগোস্লাভিয়া |
শাখা | যুগোস্লাভ পিপল’স আর্মি অল (সুপ্রিম কমান্ডার) |
কাজের মেয়াদ | ১৯১৩-১৯১৫ ১৯৪১-১৯৮০ |
পদ | মার্শাল |
কমান্ড | পার্টিসান্স যুগোস্লাভ পিপল’স আর্মি |
যুদ্ধ | প্রথম বিশ্বযুদ্ধ রুশ গৃহযুদ্ধ স্পেনীয় গৃহযুদ্ধ দ্বিতীয় বিশ্বযুদ্ধ |
তার অন্যতম কৃতিত্ব হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সাবেক সোভিয়েত ইউনিয়নের বলয়ে অবস্থান করে যুগোস্লাভিয়া সমাজতান্ত্রিক প্রজাতন্ত্র গঠন করা। পরবর্তীতে জোট নিরপেক্ষ আন্দোলনে নেতার ভূমিকায় অবতীর্ণ হওয়া। যুগোস্লাভিয়ার বিবাদমান বিভিন্ন জাতি-গোষ্ঠীকে একত্রিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। কিন্তু তার মৃত্যুর এক দশকের মধ্যে তা গৃহযুদ্ধের রূপান্তরিত হয়ে দেশটি ভেঙ্গে যায়।
প্রারম্ভিক জীবন
তিনি তৎকালীন অস্ট্রিয়া-হাঙ্গেরির অংশ হিসেবে বর্তমান ক্রোয়েশিয়ার কুমরোভেচ এলাকায় জন্মগ্রহণ করেন। মা ছিলেন স্লোভাক ও বাবা ছিলেন ক্রোয়েশিয় গ্রামীণ কৃষক। জীবনের শুরুতে তালাকর্মী হিসেবে টিটো প্রশিক্ষণ গ্রহণ করেছিলেন। ১৯১৪-১৯১৮ মেয়াদে সংঘটিত প্রথম বিশ্বযুদ্ধে অস্ট্রীয় সেনাবাহিনীতে নন-কমিশন্ড অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন। এ সময়ের যুদ্ধে আহত হলে তিনি প্রতিপক্ষের হাতে আটক হন ও যুদ্ধবন্দী হিসেবে রাশিয়ায় প্রেরিত হন।[8] সেখানেই তিনি সমাজতান্ত্রিক ধ্যান-ধারণার প্রতি আকৃষ্ট হন। প্রথম বিশ্বযুদ্ধে অসামান্য ভূমিকা নেয়ায় যুদ্ধশেষে তিনি সম্মানিত হন। ১৯১৭ সালে অনুষ্ঠিত রুশ বিপ্লবে বলশেভিকদের পক্ষাবলম্বন করেন টিটো।
যুদ্ধের পর তিনি ক্রোয়েশিয়ায় ফিরে আসেন ও অবৈধভাবে কমিউনিস্ট পার্টির সংগঠক হিসেবে কাজ করেন। এসময়ে তিনি ধাতবমিস্ত্রী হিসেবে কর্মরত অবস্থায় শ্রমিক সংক্রান্ত বিষয়ে দল থেকে বহিষ্কৃত হন। অবৈধভাবে কমিউনিস্ট পার্টির সংগঠক হিসেবে কর্মকালীন সময়ে তিনি ছদ্মনাম হিসেবে টিটো নাম গ্রহণ করেন। এরফলে তিনি ১৯২৮ থেকে ১৯৩৪ সাল পর্যন্ত কারাভোগ করেন।[9] টিটো নাম ধারণ করে পুনরায় মস্কো ফিরে যান ও ইন্টারন্যাশনাল (কোমিনটার্ন, পরবর্তীতে কোমিনফর্ম) নামীয় সাম্যবাদী দলের হয়ে কাজ করেন।[10]
১৯৩৬ সালে কোমিনটার্ন টিটোকে যুগোস্লাভিয়ায় প্রেরণ করে সমাজতান্ত্রিক দল গঠন করার জন্যে। পরের বছর যুগোস্লাভ কমিউনিস্ট পার্টির মহাসচিব হিসেবে নিযুক্ত হন। কোমিনটার্ন নীতির সাথে একাত্মতা পোষণ ও পূর্ণাঙ্গ বিশ্বাস রাখেন তিন। অন্যান্য যুগোস্লাভ জাতীয়তাবাদের উপর সার্বিয় আধিপত্যবাদের সমালোচনা করেন। যুগোস্লাভিয়া ও সোভিয়েত ইউনিয়নে নাজি জার্মানির আক্রমণের পরিপ্রেক্ষিতে টিটো সর্ব-দলীয় যুগোস্লাভ সামরিক বাহিনী প্রতিষ্ঠা করেন। আগ্রাসী জার্মান, ক্রোয়েশিয় ফ্যাসিবাদী ও সার্বিয় জাতীয়তাবাদীদের হাত থেকে দেশকে রক্ষা করেন। প্রাথমিকভাবে রক্ষণাত্মক ভঙ্গীমায় জার্মানির বিপক্ষে যুদ্ধ করে তার বাহিনী। ১৯৪২ সালে তিনি সমাজতান্ত্রিকশাসিত আঞ্চলিক সরকার গঠন করেন। এরফলে তাকে সার্বিয় বিচ্ছিন্নতাবাদী সেন্টিক দলের সাথে সংঘর্ষে অবতীর্ণ হতে হয়। বিদ্রোহী দলগুলোর সাথে একত্রিত করার সফলতাবিহীন প্রারম্ভিক প্রচেষ্টা পরবর্তীতে ১৯৪৪ সালে পূর্ণাঙ্গ সমর্থন ব্যক্ত করে মিত্রতার বন্ধনে আবদ্ধ হয়।
রাজনৈতিক জীবন
প্রথমদিকে টিটো জোসেফ স্ট্যালিনের একনিষ্ঠ সমর্থক হিসেবে বিবেচিত ছিলেন। কিন্তু সোভিয়েত নেতা স্ট্যালিন তার কিছু কর্মকাণ্ডে সমালোচনা করলে তিনি স্ট্যালিনের সমালোচনাকে প্রত্যাখ্যান করেন। এরফলে ১৯৪৮ সালে যুগোস্লাভ দল কোমিনফর্ম থেকে বহিষ্কৃত হয় ও সোভিয়েত প্রাধান্য অথবা যুগোস্লাভিয়ার স্বাধীনতা - এ দুটি পছন্দের যে-কোন একটিকে বেছে নিতে বলা হয়। তিনি স্বাধীনতাকেই বেছে নেন যা যুক্তরাষ্ট্র কর্তৃক সমাদৃত হয়। এ সময় ঠাণ্ডা যুদ্ধ চলছিল। টিটো মার্কসবাদের মানবতা দিক বিবেচনায় এনে শ্রমিকদের স্ব-ব্যবস্থাপনা ও উদার অর্থনৈতিক পুণঃগঠনের প্রস্তাব আনেন। দলীয় কার্যকলাপকে বিকেন্দ্রীয়করণ ও সরকারের ক্ষমতাও এর আওতাধীন ছিল। ফলশ্রুতিতে প্রজাতন্ত্রে জাতীয়তাবাদী প্রবণতা নবরূপে বৃদ্ধি পায়।
মার্চ, ১৯৪৫ সালে টিটো স্বীকৃত প্রধানমন্ত্রী হন। এ বছরের শেষদিকে জার্মানরা যুদ্ধে পরাভূত হলে যুদ্ধবিধ্বস্ত দেশটি একীভূত হয় ও টিটোর সরকার দেশের পূর্ণ কর্তৃত্বভার গ্রহণ করে। রাজতন্ত্র অথবা প্রজাতন্ত্রের বিষয়ে কোনরূপ সংবিধান প্রণয়ন ব্যতিরেকেই টিটো একদলীয় স্বৈরতান্ত্রিক ব্যবস্থা প্রবর্তন করেন। ১৯৪৫-১৯৬৩ মেয়াদকালে যুগোস্লাভিয়ার প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন।
১৯৬০-এর দশকে এশীয় ও আফ্রিকার দেশগুলোর নেতৃবর্গসহ ভারত ও মিশরের রাজনীতিবিদদের সাথে নিয়ে জোট নিরপেক্ষ আন্দোলনের ধারণা তুলে ধরেন ও সংগঠনের প্রতিষ্ঠার উদ্যোগী ভূমিকা নেন। এদেশগুলো যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়নের কাছ থেকে মুক্ত ছিল। প্রত্যেক দেশই নিজস্ব ধ্যান-ধারণা ও সিদ্ধান্ত নিতে পারতো এবং যথাসাধ্য ঠাণ্ডা যুদ্ধ থেকে নিজেদের মুক্ত রাখার চেষ্টা চালাচ্ছিল।
তথ্যসূত্র
- Notes
- Although Tito was born on 7 May after he became president of Yugoslavia he celebrated his birthday on 25 May to mark the unsuccessful 1944 Nazi attempt on his life. The Germans found forged documents that stated 25 May was Tito's birthday and attacked him on that day. (Vinterhalter 1972, p. 43.)
- Footnotes
- (Rowman & Littlefield, 2002) in Yugoslavia's ruin: the bloody lessons of nationalism, a patriot's warning (p. 58) "Without denying his Croatian and Slovenian roots, he always identified himself as a Yugoslav".
- Nikolaos A. Stavrou (ed.), Mediterranean Security at the Crossroads: a Reader, p.193, Duke University Press, 1999 আইএসবিএন ০-৮২২৩-২৪৫৯-৮
- Vjekoslav Perica, Balkan Idols: Religion and Nationalism in Yugoslav States, p.103, Oxford University Press US, 2004 আইএসবিএন ০-১৯-৫১৭৪২৯-১
- Richard West, Tito and the Rise and Fall of Yugoslavia, p.211, Carroll & Graff, 1996 আইএসবিএন ০-৭৮৬৭-০৩৩২-৬
"In one of his talks with Church officials, Tito went so far as to speak of himself 'as a Croat and a Catholic', but this comment was cut out of the press reports on the orders of Kardelj." - Minahan, James (১৯৯৮)। Miniature Empires: A Historical Dictionary of the Newly Independent States। Greenwood Publishing Group। পৃষ্ঠা 50। আইএসবিএন 0313306109।
- Lee, Khoon Choy (১৯৯৩)। Diplomacy of a Tiny State। World Scientific। পৃষ্ঠা 9। আইএসবিএন 9810212194।
- Laqueur, Walter (১৯৭৬)। Guerrilla Warfare: A Historical & Critical Study। Transaction Publishers। পৃষ্ঠা 218। আইএসবিএন 0765804069।
- Frankel, Benjamin (১৯৯২)। The Cold War, 1945–1991: Leaders and Other Important Figures in the United States and Western Europe। Gale Research। পৃষ্ঠা 331। আইএসবিএন 0-8103-8927-4।
- Barnett 2006, pp. 36–39.
- Dedijer 1952, p. 107.
- Bibliography
- Antonić, Zdravko; Kocon, Ivan; Jeličić, Matej; Škunca, Ivan (১৯৮৮)। Stvaranje Titove Jugoslavije। Otokar Keršovani।
- Auty, Phyllis (১৯৭০)। Tito: A Biography। McGraw-Hill।
- Banac, Ivo (১৯৮৮)। With Stalin against Tito: Cominformist splits in Yugoslav Communism। Cornell University Press। আইএসবিএন 0-8014-2186-1।
- Barnett, Neil (২০০৬)। Tito। Haus। আইএসবিএন 1-904950-31-0।
- Borneman, John (২০০৪)। Death of the Father: An Anthropology of End in Political Authority। Berghahn Books। আইএসবিএন 1-57181-111-7।
- Dedijer, Vladimir (১৯৫২)। Tito। Simon and Schuster।
- Dedijer, Vladimir (১৯৫৩)। Tito Speaks: His Self Portrait and Struggle with Stalin। Weidenfeld and Nicolson।
- Lees, Lorraine M. (২০০৬)। Keeping Tito Afloat: The United States, Yugoslavia, and the Cold War। Pennsylvania State University Press। আইএসবিএন 0-253-34656-8।
- Pavlowitch, Stevan K. Tito, Yugoslavia's Great Dictator; A Reassessment, London, Hurst, 1992.
- Ramet, Sabrina P. (২০০৬)। The Three Yugoslavias: State-Building and Legitimation, 1918–2004। Indiana University Press। আইএসবিএন 0-271-01629-9।
- Ridley, Jasper (১৯৯৬)। Tito: A Biography। Constable। আইএসবিএন 0-09-475610-4।
- Roberts, Walter R. (১৯৮৭)। Tito, Mihailovic and the Allies, 1941–1945। Duke University Press। আইএসবিএন 0-8223-0773-1।
- Swain, Geoffrey. Tito: A Biography. London, I.B. Tauris, 2010.
- Tomasevich, Jozo; Vucinich, Wayne S. (১৯৬৯)। Contemporary Yugoslavia: Twenty Years of Socialist Experiment। University of California Press।
- Tomasevich, Jozo (১৯৭৫)। War and Revolution in Yugoslavia, 1941–1945: The Chetniks। Stanford University Press। আইএসবিএন 0-8047-0857-6।
- Tomasevich, Jozo (২০০১)। War and Revolution in Yugoslavia, 1941–1945: Occupation and Collaboration। Stanford University Press। আইএসবিএন 0-8047-0857-6।
- Vinterhalter, Vilko (১৯৭২)। In the Path of Tito। Abacus Press।
বহিঃসংযোগ
টেমপ্লেট:SKJ Chairman টেমপ্লেট:Yugoslav Head of State টেমপ্লেট:Yugoslav Prime Minister
টেমপ্লেট:Resistance in Yugoslavia during Second World War টেমপ্লেট:Leaders of the Ruling Parties of the Eastern Bloc
টেমপ্লেট:Communism