জোড্ডা পূর্ব ইউনিয়ন
জোড্ডা পূর্ব বাংলাদেশের কুমিল্লা জেলার অন্তর্গত নাঙ্গলকোট উপজেলার আওতাধীন ১১নং ইউনিয়ন পরিষদ।
জোড্ডা পূর্ব | |
---|---|
ইউনিয়ন | |
![]() | |
![]() ![]() জোড্ডা পূর্ব ![]() ![]() জোড্ডা পূর্ব | |
স্থানাঙ্ক: ২৩°৭′১০″ উত্তর ৯১°১১′৫৪″ পূর্ব | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | চট্টগ্রাম বিভাগ |
জেলা | কুমিল্লা জেলা |
উপজেলা | নাঙ্গলকোট উপজেলা ![]() |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
পোস্ট কোড | ৩৫৮০ |
অবস্থান ও সীমানা
নাঙ্গলকোট উপজেলার মধ্যাংশে জোড্ডা পূর্ব ইউনিয়নের অবস্থান। এ ইউনিয়নের উত্তরে হেসাখাল ইউনিয়ন, পূর্বে মৌকরা ইউনিয়ন ও ঢালুয়া ইউনিয়ন, দক্ষিণে দৌলখাঁড় ইউনিয়ন এবং পশ্চিমে জোড্ডা পশ্চিম ইউনিয়ন অবস্থিত।
প্রশাসনিক কাঠামো
জোড্ডা পূর্ব ইউনিয়ন নাঙ্গলকোট উপজেলার আওতাধীন ১১নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম নাঙ্গলকোট থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ২৫৮নং নির্বাচনী এলাকা কুমিল্লা-১০ এর অংশ।
শিক্ষা ব্যবস্থা
- রফিকুল ইসলাম সরকারি প্রাথমিক
বিদ্যালয়,হানগড়া-পদুয়া।
- নারায়ণকোট সরকারি প্রাথমিক বিদ্যালয়
- বাইয়ারা জয়নাল উচ্চ বিদ্যালয়
- আব্দুল গফুর ভুঁইয়া কলেজ
- জোড্ডা পাবলিক উচ্চ বিদ্যালয়
- জোড্ডা ছিদ্দিকিয়া আলিম মাদ্রাসা
- পানকরা উচ্চ বিদ্যালয়
- মৌলভী শামসুল হক কিন্ডারগার্টেন,জোড্ডা
- তালতলা নিউ হ্যাভেন একাডেমি, শংকরপুর
- কবি নজরুল একাডেমি, বাইয়ারা
- সরকারি রেজিষ্ট্রেশন প্রাপ্ত সবচেয়ে উল্লেখযোগ্য যুব সংগঠনঃ
১)পদুয়া যুব কল্যাণ সংস্থা।
উল্লেখযোগ্য ব্যক্তি
মরহুম বীর মুক্তিযোদ্ধা শামসুল হক,শংকরপুর।
মরহুম আলী আকবর চেয়ারম্যান, বাইয়ারা।
'''মরহুম বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক চৌধুরী, বাইয়ারা'''
<মরহুম সিরাজুল ইসলাম, জো¹ড্ডা।
জনাব আব্দুর রহিম মোল্লা,নারায়নকোট
জনপ্রতিনিধি
- আলহাজ্ব মোঃ নুরুল আফসার -চেয়ারম্যান।
আরও দেখুন
তথ্যসূত্র
বহিঃসংযোগ
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.