জেমি ডে

জেমস ডে (ইংরেজি: Jamie Day; জন্ম: ১৩ সেপ্টেম্বর ১৯৭৯; জেমি ডে নামে সুপরিচিত) হলেন একজন ইংরেজ সাবেক পেশাদার ফুটবল খেলোয়াড় এবং ম্যানেজার। তিনি বর্তমানে বাংলাদেশ জাতীয় দলের ম্যানেজারের দায়িত্ব পালন করছেন। ডে তার খেলোয়াড়ি জীবনের অধিকাংশ সময় ওয়েলিং ইউনাইটেডের হয়ে একজন মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেলেছেন। তিনি মূলত একজন কেন্দ্রীয় মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেললেও মাঝেমধ্যে আক্রমণাত্মক মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেলেছেন।

জেমি ডে
২০১৩ সালে ওয়েলিং ইউনাইটেডের হয়ে ডে
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম জেমস ডে
জন্ম (1979-09-13) ১৩ সেপ্টেম্বর ১৯৭৯
জন্ম স্থান বেক্সলি, লন্ডন, ইংল্যান্ড
উচ্চতা ১.৭০ মিটার (৫ ফুট ৭ ইঞ্চি)
মাঠে অবস্থান মধ্যমাঠের খেলোয়াড়
ক্লাবের তথ্য
বর্তমান দল
বাংলাদেশ (ম্যানেজার)
যুব পর্যায়
আর্সেনাল
জ্যেষ্ঠ পর্যায়*
বছর দল ম্যাচ (গোল)
১৯৯৭–১৯৯৯ আর্সেনাল (০)
১৯৯৯–২০০১ বোর্নমাথ ২০ (১)
২০০১–২০০৪ ডোভার অ্যাথলেটিক ২৫ (১)
২০০৪ ক্রোলি টাউন (০)
২০০৪–২০০৭ ওয়েলিং ইউনাইটেড ৮৯ (১২)
২০০৭–২০০৮ গ্রেস অ্যাথলেটিক (১)
২০০৭ইস্টবর্ন বরো (ধার) (০)
২০০৮হ্যাভেন্ট (ধার)
২০০৮–২০০৯ ডার্টফর্ড
২০০৯–২০১৪ ওয়েলিং ইউনাইটেড ১১৪ (১০)
২০১৭–২০১৮ ক্রে ভ্যালি পেপার মিলস (১)
জাতীয় দল
ইংল্যান্ড অনূর্ধ্ব-১৬
ইংল্যান্ড অনূর্ধ্ব-১৭
ইংল্যান্ড অনূর্ধ্ব-১৮
পরিচালিত দল
২০০৯–২০১৪ ওয়েলিং ইউনাইটেড
২০১৪–২০১৫ এবসফ্লিট ইউনাইটেড
২০১৬ রেবনট্রি টাউন
২০১৬–২০১৭ ওয়েলিং ইউনাইটেড
২০১৮– বাংলাদেশ অনূর্ধ্ব-২৩
২০১৮– বাংলাদেশ
* শুধুমাত্র ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে

ইংরেজ ফুটবল ক্লাব আর্সেনালের যুব পর্যায়ের হয়ে খেলার মাধ্যমে ডে ফুটবল জগতে প্রবেশ করেছিলেন এবং এই দলের হয়ে খেলার মাধ্যমেই তিনি ফুটবল খেলায় বিকশিত হয়েছিলেন। ১৯৯৭–৯৮ মৌসুমে, ইংরেজ ক্লাব আর্সেনালের মূল দলের হয়ে খেলার মাধ্যমে তিনি তার জ্যেষ্ঠ পর্যায়ের খেলোয়াড়ি জীবন শুরু করেছিলেন, যেখানে তিনি ২ মৌসুম অতিবাহিত করলেও কোন ম্যাচে অংশগ্রহণ করেননি। অতঃপর ১৯৯৯–২০০০ মৌসুমে তিনি বোর্নমাথে যোগদান করেছিলেন। বোর্নমাথে ২ মৌসুম অতিবাহিত করার পর ডোভার অ্যাথলেটিকের সাথে চুক্তি স্বাক্ষর করেছিলেন, যেখানে তিনি সকল প্রতিযোগিতায় ২৬ ম্যাচে ১টি গোল করেছিলেন। পরবর্তীকালে, তিনি ক্রোলি টাউন, ওয়েলিং ইউনাইটেড, গ্রেস অ্যাথলেটিক, ইস্টবর্ন বরো, হ্যাভেন্ট অ্যান্ড ওয়াটারলুভিল, ডার্টফর্ড এবং ওয়েলিং ইউনাইটেডের হয়ে খেলেছিলেন। সর্বশেষ ২০১৪–১৫ মৌসুমে, তিনি ওয়েলিং ইউনাইটেড হতে এবসফ্লিট ইউনাইটেডে যোগদান করেছিলেন; এবসফ্লিট ইউনাইটেডের হয়ে মাত্র ১ মৌসুম খেলার পর তিনি অবসর গ্রহণ করেছিলেন।

ডে ইংল্যান্ড অনূর্ধ্ব-১৬ দলের হয়ে ইংল্যান্ডের বয়সভিত্তিক পর্যায়ে অভিষেক করেছিলেন।

২০০৯ সালে, ডে ইংরেজ ফুটবল ক্লাব ওয়েলিং ইউনাইটেডের ম্যানেজারের দায়িত্ব পালন করার মাধ্যমে ম্যানেজার হিসেবে ফুটবল জগতে অভিষেক করেন, যেখানে তিনি ম্যানেজার হিসেবে দীর্ঘ সময় (প্রায় ৫ মৌসুম) অতিবাহিত করেছেন। ওয়েলিং ইউনাইটেডের হয়ে ম্যানেজারের দায়িত্ব পালন করার পর তিনি ইংল্যান্ডের আঞ্চলিক ক্লাব এবসফ্লিট ইউনাইটেডে ম্যানেজার হিসেবে পুনরায় যোগদান করেন; এবসফ্লিট ইউনাইটেডের হয়ে তিনি মাত্র ১৫১ দিন ম্যানেজারের দায়িত্ব পালন করেছেন। ২০১৬ সালে, তিনি রেবনট্রি টাউনের ম্যানেজারের দায়িত্ব পালনের পর ওয়েলিং ইউনাইটেডের ম্যানেজারের দায়িত্ব গ্রহণ করেন। ২০১৮ সালের ১৬ই মে তারিখে অ্যান্ড্রু অর্ড বরখাস্ত হওয়ার পর, তিনি বাংলাদেশের ম্যানেজারের পদে নিযুক্ত হয়েছেন।

প্রারম্ভিক জীবন

জেমস ডে ১৯৭৯ সালের ১৩ই সেপ্টেম্বর তারিখে ইংল্যান্ডের লন্ডনের বেক্সলিতে জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছেন।

ক্লাব ফুটবল

আর্সেনালের শিক্ষানবিস হিসেবে তিনি তার খেলোয়াড়ি জীবন শুরু করেন, যেখানে ১৯৯৮ সালে তিনি সর্বপ্রথম চুক্তির আওতায় আসেন। যদিও আর্সেন ওয়েঙ্গারের প্রথম দলীয় খেলায় বিকল্প হিসেবে তার নাম সত্ত্বেও, তিনি প্রথমে দলে জায়গা করে নিতে ব্যর্থ হয়েছিলেন।[1]

১৯৯৯ সালের মার্চে মাসে তিনি ২০,০০০ পাউন্ডের বিনিময়ে তিনি বোর্নমাথে যোগ করেন।[2] ১৯৯৯ সালে নর্দ্যাম্পটন টাউনের বিরুদ্ধে খেলায় অংশগ্রহণ করার মাধ্যমে বোর্নমাথের হয়ে অভিষেক করেন। তিনি ১৯৯৯–২০০০ মৌসুমে ক্লাবটির হয়ে প্রথম গোল করেন, ক্যামব্রিজ ইউনাইটেডের বিরুদ্ধে উক্ত ম্যাচে তার দল ২–০ গোলের ব্যবধানে জয়লাভ করেছিল।

আন্তর্জাতিক ফুটবল

ডে ইংল্যান্ড অনূর্ধ্ব-১৬, ইংল্যান্ড অনূর্ধ্ব-১৭ এবং ইংল্যান্ড অনূর্ধ্ব-১৮ দলের হয়ে খেলার মাধ্যমে ইংল্যান্ডের প্রতিনিধিত্ব করেছিলেন।

ম্যানেজার

২০০৯ সালের নভেম্বর মাসে, ৩০ বছর বয়সে খেলোয়াড়-ম্যানেজার হিসেবে তিনি ওয়েলিং ইউনাইটেডে যোগদান করার মাধ্যমে ম্যানেজার হিসেবে ফুটবল জগতে অভিষেক করেন।[3][4]

২০১৮ সালের ১৬ মে তারিখে বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাংলাদেশ জাতীয় দলের প্রধান কোচ হিসেবে নিযুক্ত হন।[5]

পরিসংখ্যান

ম্যানেজার

১৫ মার্চ ২০২১ পর্যন্ত হালনাগাদকৃত।
দলযোগদানপ্রস্থানতথ্যসূত্র
ম্যাচজয়ড্রহারজয় %
ওয়েলিং ইউনাইটেড৪ নভেম্বর ২০০৯৯ ডিসেম্বর ২০১৪ ২৪৫ ১১৭ ৭১ ৫৭ ৪৭.৭৬ [6]
এবসফ্লিট ইউনাইটেড১৯ ডিসেম্বর ২০১৪১০ মে ২০১৫ ২৫ ১০ ১০ ৪০.০০ [7]
রেবনট্রি টাউন২১ মে ২০১৬২৫ সেপ্টেম্বর ২০১৬ ১২ ১৬.৬৭ [8]
ওয়েলিং ইউনাইটেড২৪ নভেম্বর ২০১৬৪ জানুয়ারি ২০১৭ ১০০.০০ [8]
বাংলাদেশ অনূর্ধ্ব-২৩১৬ মে ২০১৮বর্তমান ১১ ২৭.২৭
বাংলাদেশ১৬ মে ২০১৮বর্তমান ২২ ১০ ৪০.৯১
সর্বমোট ৩২১ ১৪৭ ৮৫ ৮৯ ৪৫.৭৯

তথ্যসূত্র

  1. "Arsenal ex trainees"। arseweb.com।
  2. "Ex-Cherries star Day on Kent battles"। Bournemouth Echo। ২২ নভেম্বর ২০১১।
  3. "Jamie Day appointed new Welling United manager"। Kent Online। ৪ নভেম্বর ২০০৯।
  4. "Day named as new Welling boss"। Kent News। ৪ নভেম্বর ২০০৯। ১ ফেব্রুয়ারি ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৪ জানুয়ারি ২০১৬
  5. "Jamie Day takes helm of national team, press meet on May 19"। Bangladesh Football Federation। ১৮ মে ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৭ মে ২০১৮
  6. "Welling United matches"Soccerway। ৫ জানুয়ারি ২০১৭। সংগ্রহের তারিখ ৫ জানুয়ারি ২০১৭
  7. "Ebbsfleet United matches"Soccerway। ৫ জানুয়ারি ২০১৭। সংগ্রহের তারিখ ৫ জানুয়ারি ২০১৭
  8. "Braintree Town matches"Soccerway। ৫ জানুয়ারি ২০১৭। সংগ্রহের তারিখ ৫ জানুয়ারি ২০১৭

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.