জেমি ক্যারাঘার
জেমি ক্যারাঘার একজন ইংরেজ ফুটবলার যিনি প্রিমিয়ার লিগে লিভারপুল ক্লাবের হয়ে রক্ষণভাগে খেলেছেন।
ব্যক্তিগত তথ্য | |||
---|---|---|---|
পূর্ণ নাম | জেমস লি ডানকান ক্যারাঘার [1] | ||
জন্ম | [2] | ২৮ জানুয়ারি ১৯৭৮||
জন্ম স্থান | বুটল, ইংল্যান্ড | ||
উচ্চতা | ৬ ফুট ১ ইঞ্চি (১.৮৫ মিটার)[3] | ||
মাঠে অবস্থান | রক্ষণভাগ | ||
ক্লাবের তথ্য | |||
বর্তমান দল | লিভারপুল | ||
যুব পর্যায় | |||
১৯৯২-১৯৯৬ | লিভারপুল | ||
জ্যেষ্ঠ পর্যায়* | |||
বছর | দল | ম্যাচ | (গোল) |
১৯৯৬-বর্তমান | লিভারপুল | (৩০৫(২)) | |
জাতীয় দল‡ | |||
১৯৯৬-২০০০ ১৯৯৮-২০০৬ ১৯৯৯-বর্তমান |
ইংল্যান্ড অনূর্ধ্ব ২১ ইংল্যান্ড বি ইংল্যান্ড |
(২৭(১) ৩(০) ৩১(০)) | |
* শুধুমাত্র ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে ‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা নভেম্বর ২,২০০৬ তারিখ অনুযায়ী সঠিক। |
২০১৩ সালে অবসর গ্রহণের পরে ক্যারাগার স্কাই স্পোর্টসে যোগ দিয়েছিলেন, যেখানে তিনি একজন ভাষ্যকার ও পণ্ডিত হিসাবে উপস্থিত হন। ২০২০ সালের জুলাইয়ে সিবিএস স্পোর্টস ঘোষণা করেছিল, ক্যারাগার তাদের চ্যাম্পিয়ন্স লিগের স্টুডিও সম্প্রচার দলে যোগ দেবে। [4]
তথ্যসূত্র
- Hugman, Barry J. (২০০৫)। The PFA Premier & Football League Players' Records 1946–2005। Queen Anne Press। পৃষ্ঠা 109। আইএসবিএন 1-85291-665-6।
- "Jamie Carragher Profile"। Eurosport.com। সংগ্রহের তারিখ ৩০ নভেম্বর ২০১০।
- "Liverpool F.C. Profile"। Liverpool F.C.। ২৩ জুন ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২২ এপ্রিল ২০১১।
- Herrera, Sandra। "CBS Sports unveils studio and match coverage for UEFA Champions League and Europa League"। CBS Sports।
বহিঃসংযোগ
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.