জেমস ফ্র্যাঙ্কো

জেমস এডওয়ার্ড ফ্র্যাঙ্কো (ইংরেজি: James Edward Franco; জন্ম: ১৯ এপ্রিল ১৯৭৮) হলেন একজন মার্কিন অভিনেতা ও চলচ্চিত্র নির্মাতা। তিনি ১২৭ আওয়ারস (২০১০) চলচ্চিত্রে অভিনয় করে শ্রেষ্ঠ অভিনেতা বিভাগে অস্কার, বাফটাসেরা নাট্য চলচ্চিত্র অভিনেতা বিভাগে গোল্ডেন গ্লোব পুরস্কারের মনোনয়ন লাভ করেন।[1] ফ্র্যাঙ্কো স্যাম রেইমির স্পাইডার-ম্যান ত্রয়ী (২০০২-২০০৭), মিল্ক (২০০৮), পাইনঅ্যাপল এক্সপ্রেস (২০০৮), ইট, প্রে, লাভ (২০১০), রাইজ অব দ্য প্লেনেট অব দি অ্যাপস (২০১১), স্পিং ব্রেকার্স (২০১২) অজ দ্য গ্রেট অ্যান্ড পাওয়ারফুল (২০১৩), দিস ইজ দি এন্ড (২০১৩) চলচ্চিত্রে অভিনয়ের জন্য পরিচিত। তিনি দ্য ডিজেস্টার আর্টিস্ট (২০১৭) চলচ্চিত্রে অভিনয় করে সেরা সঙ্গীতধর্মী বা হাস্যরসাত্মক চলচ্চিত্র অভিনেতা বিভাগে গোল্ডেন গ্লোব পুরস্কার অর্জন করেন।[2]

জেমস ফ্র্যাঙ্কো
James Franco
২০১৩ সালের মার্চ মাসে ফ্র্যাঙ্কো
জন্ম
জেমস এডওয়ার্ড ফ্র্যাঙ্কো

(1978-04-19) ১৯ এপ্রিল ১৯৭৮
মাতৃশিক্ষায়তনক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়, লস অ্যাঞ্জেলেস
পেশাঅভিনেতা, চলচ্চিত্র নির্মাতা
কর্মজীবন১৯৯৭-বর্তমান
আত্মীয়ডেভ ফ্র্যাঙ্কো (ভাই)
টম ফ্র্যাঙ্কো (ভাই)

ফ্র্যাঙ্কো চলচ্চিত্রের পাশাপাশি টেলিভিশনেও কাজ করেছেন; তিনি হাস্যরসাত্মক নাট্যধর্মী ফ্রিকস অ্যান্ড গিকস (১৯৯৯-২০০০) ধারাবাহিকে ড্যানিয়েল ডেসারিও চরিত্রে অভিনয় করে প্রসিদ্ধি লাভ করেন। তিনি জীবনীমূলক টেলিভিশন চলচ্চিত্র জেমস ডিন (২০০১)-এ অভিনয় করে একটি গোল্ডেন গ্লোব পুরস্কার অর্জন করেন। তিনি ডেটাইমের সোপ অপেরা জেনারেল হসপিটাল (২০০৯-২০১২) ও সীমিত ধারাবাহিক ১১.২২.৬৩ (২০১৬)-এ শ্রেষ্ঠাংশে অভিনয় করেছেন। বর্তমানে তিনি এইচবিওর নাট্যধর্মী ধারাবাহিক দ্য ডেউস (২০১৭-বর্তমান)-এ অভিনয় করছেন।

তথ্যসূত্র

  1. "৬৮তম গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ড"বাংলানিউজটোয়েন্টিফোর.কম। ১৬ জানুয়ারি ২০১১। সংগ্রহের তারিখ ১৯ মার্চ ২০১৯
  2. "৭৫তম গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ড বিজয়ী যারা"দৈনিক যুগান্তর। ৯ জানুয়ারি ২০১৮। সংগ্রহের তারিখ ১৯ মার্চ ২০১৯

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.