জেমস ফকনার

জেমস পিটার ফকনার (ইংরেজি: James Peter Faulkner; জন্ম: ২৯ এপ্রিল, ১৯৯০)[2] তাসমানিয়া রাজ্যের লনসেস্টনে জন্মগ্রহণকারী অস্ট্রেলিয়ার ক্রিকেটার। নিজ রাজ্য দল তাসমানিয়ার পক্ষে খেলে থাকেন ছয় ফুট এক ইঞ্চি উচ্চতার অধিকারী ও ফিনিশার নামের পরিচিত জেমস ফকনার[3] অল-রাউন্ডার হিসেবে তিনি বামহাতি মিডিয়াম পেসার ও ডানহাতি ব্যাটসম্যানের ভূমিকায় মাঠে অবতীর্ণ হন। মাঝারি সারির ব্যাটসম্যান ও উদ্বোধনী বোলার হিসেবে অস্ট্রেলিয়া দলে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন।

জেমস ফকনার
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নামজেমস পিটার ফকনার
জন্ম (1990-04-29) ২৯ এপ্রিল ১৯৯০
লনসেস্টন, তাসমানিয়া, অস্ট্রেলিয়া
ডাকনামদ্য ফিনিশার[1]
উচ্চতা১.৮৬ মিটার (৬ ফুট ১ ইঞ্চি)
ব্যাটিংয়ের ধরনডানহাতি
বোলিংয়ের ধরনবামহাতি মিডিয়াম
ভূমিকাঅল-রাউন্ডার
সম্পর্কপিআই ফকনার (বাবা)
আন্তর্জাতিক তথ্য
জাতীয় দল
একমাত্র টেস্ট
(ক্যাপ ৪৩৫)
২১ টেস্ট ২০১৩ বনাম ইংল্যান্ড
ওডিআই অভিষেক
(ক্যাপ ২০২)
১ ফেব্রুয়ারি ২০১৩ বনাম ওয়েস্ট ইন্ডিজ
শেষ ওডিআই২৩ জানুয়ারি ২০১৬ বনাম ভারত
ওডিআই শার্ট নং৪৪
টি২০আই অভিষেক
(ক্যাপ ৫৭)
১ ফেব্রুয়ারি ২০১২ বনাম ভারত
শেষ টি২০আই৯ নভেম্বর ২০১৪ বনাম দক্ষিণ আফ্রিকা
টি২০আই শার্ট নং৪৪
ঘরোয়া দলের তথ্য
বছরদল
২০৮৮–তাসমানিয়া
২০১১পুনে ওয়ারিয়র্স
২০১১–মেলবোর্ন স্টার্স
২০১২কিংস ইলাভেন পাঞ্জাব
২০১৩–২০১৫রাজস্থান রয়্যালস
২০১৫—ল্যাঙ্কাশায়ার
২০১৬-বর্তমানগুজরাত লায়ন্স
খেলোয়াড়ী জীবনের পরিসংখ্যান
প্রতিযোগিতা টেস্ট ওডিআই টি২০আই এফসি
ম্যাচ সংখ্যা ৫০ ১৩ ৫৬
রানের সংখ্যা ৪৫ ৮৭৩ ১১৭ ২,২৮৮
ব্যাটিং গড় ২২.৫০ ৩৯.৬৮ ১৯.৫০ ৩১.৩৪
১০০/৫০ ০/০ ১/৪ ০/০ ১/১৪
সর্বোচ্চ রান ২৩ ১১৬ ৪১* ১২১
বল করেছে ১৬৬ ২,৩১৪ ২৭৪ ৮,৯৮১
উইকেট ৬৭ ১৫ ১৮০
বোলিং গড় ১৬.৩৩ ৩২.৪০ ২৪.৮০ ২৪.২৬
ইনিংসে ৫ উইকেট
ম্যাচে ১০ উইকেট - - -
সেরা বোলিং ৪/৫১ ৪/৪৮ ৩/২৫ ৫/৫
ক্যাচ/স্ট্যাম্পিং ০/– ১৪/– ৫/– ২৬/–
উৎস: ক্রিকইনফো, ৬ ফেব্রুয়ারি ২০১৬

প্রারম্ভিক জীবন

তাসমানিয়া দলের পক্ষে তার বাবা পিটার ফকনার প্রথম-শ্রেণীর ক্রিকেটে অংশগ্রহণ করেছিলেন।

২০০৭ সালে অস্ট্রেলিয়ান ক্রিকেট একাডেমির উন্নয়ন দলে খেলেন ও ২০০৮ সালের আইসিসি অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপে অন্তর্ভুক্ত হন। ২০১০-১১ মৌসুমে শেফিল্ড শিল্ডে ৩০ রান গড়ে ৩০০ রান ও ১৭.২২ রান গড়ে ৩৬ উইকেট লাভ করেন ফকনার।[4] ২০১২ মৌসুমে তিনি তাসমানিয়া অনূর্ধ্ব-১৭ দলের অধিনায়কত্ব পালন করেন।

২০১২-১৩ মৌসুমের শেফিল্ড শিল্ডের চূড়ান্ত খেলায় ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন ও দলকে তৃতীয়বারের মতো শিরোপা বিজয়ে সহায়তা করেন।[5]

ক্রীড়া জীবন

১ ফেব্রুয়ারি, ২০১২ তারিখে ভারতীয় দলের বিপক্ষে টুয়েন্টি২০ আন্তর্জাতিকের মাধ্যমে আন্তর্জাতিক ক্রিকেটে অস্ট্রেলিয়ার পক্ষে অভিষেক ঘটে তার।[6] ২০১৩ সালে অস্ট্রেলিয়া ক্রিকেট দলের অন্যতম সদস্যরূপে ইংল্যান্ড সফরে যান। ২১ আগস্ট, ২০১৩ তারিখে ওভালে অনুষ্ঠিত ৫ম টেস্টে ইংল্যান্ড দলের বিপক্ষে তার অভিষেক ঘটে। অস্ট্রেলীয় নির্বাচক জন ইনভারেরিটি ফকনারকে কোন কিছু করে দেখাতে পারে বলে আখ্যায়িত করেন।[7] অন্যদিকে অস্ট্রেলীয় অধিনায়ক মাইকেল ক্লার্ক ফকনারের কিছু দুর্বলতা তুলে ধরেন যার ফলে তিনি পূর্বের টেস্টগুলোয় অন্তর্ভুক্ত হতে পারেননি।[8]

তথ্যসূত্র

  1. Wu, Andrew (৯ মার্চ ২০১৫)। "ICC Cricket World Cup 2015: Wily James Faulkner proving a game changer with bat or ball"Sydney Morning Herald। সংগ্রহের তারিখ ১৫ মার্চ ২০১৫
  2. "James Faulkner"। Espncricinfo.com। সংগ্রহের তারিখ ২০১৩-০৮-০৯
  3. "James Faulkner"cricket.com.auCricket Australia। ১৬ জানুয়ারি ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৫ জানুয়ারি ২০১৪
  4. Most Wickets. Retrieved 21 March 2011.
  5. Malcolm, Alex। "Tasmania hold on to draw for third Title win"। সংগ্রহের তারিখ ২৬ মার্চ ২০১৩
  6. "Australia v India scorecard"ESPNcricinfo। সংগ্রহের তারিখ ১ ফেব্রুয়ারি ২০১২
  7. "The Ashes 2013 : Chris Rogers and James Faulkner in Ashes squad"। ESPN Cricinfo। সংগ্রহের তারিখ ২০১৩-০৮-০৯
  8. Barrett, Chris (২১ আগস্ট ২০১৩)। "Tasmania all-rounder James Faulkner to make Test debut"The Age। সংগ্রহের তারিখ ২১ আগস্ট ২০১৩

আরও দেখুন

টেমপ্লেট:গুজরাত লায়ন্স স্কোয়াড

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.