জেমস এডওয়ার্ড রথম্যান

জেমস ই রথম্যান ইয়েল বিশ্ববিদ্যালয়ের বায়োমেডিকেল সায়েন্সেস এর অধ্যাপক এবং ইয়েল বিশ্ববিদ্যালয় মেডিকেল স্কুলের সেল বায়োলজি বিভাগের চেয়ারম্যান। তিনি ২০১৩ সালে চিকিৎসাবিজ্ঞানে নোবেল পুরস্কার লাভ করেন।

জেমস এডওয়ার্ড রথম্যান
জন্ম1947
মাতৃশিক্ষায়তনইয়েল বিশ্ববিদ্যালয়, হার্ভার্ড বিশ্ববিদ্যালয়
পুরস্কারLouisa Gross Horwitz Prize (2002)
Albert Lasker Award for Basic Medical Research (2002)
চিকিৎসাবিজ্ঞানে নোবেল পুরস্কার (২০১৩)
বৈজ্ঞানিক কর্মজীবন
কর্মক্ষেত্রCell Biology
প্রতিষ্ঠানসমূহস্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়
প্রিন্সটন বিশ্ববিদ্যালয়
কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়
ইয়েল বিশ্ববিদ্যালয়[1]

জীবনী

রথম্যান ১৯৫০ সালের ৩ নভেম্বর ম্যাসাচুসেটসে জন্মগ্রহণ করেন। ইয়েল বিশ্ববিদ্যালয় থেকে ১৯৭১ সালে বিএ ডিগ্রি লাভ করেন এবং হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে ১৯৭৬ সালে পিএইচডি ডিগ্রি লাভ করেন। তিনি ম্যাসাচুসেট্‌স ইনস্টিটিউট অফ টেকনোলজিতে ডক্টরেটোত্তর গবেষণা সম্পন্ন করেন। তিনি ১৯৭৮ সালে স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় এ সহকারী অধ্যাপক প্রাণরসায়ন বিভাগে যোগদান করেন। তিনি ১৯৮১ সালে সহযোগী অধ্যাপক এবং ১৯৮৪ সালে পূর্ণ অধ্যাপক পদে যোগদান করেন। ১৯৮৮ সালে প্রিন্সটন বিশ্ববিদ্যালয় এর মলিকুলার বায়োলজি বিভাগের অধ্যাপক পদে যোগদান করেন। [2][3]

তথ্যসূত্র

  1. "James E. Rothman, Faculty: Yale Department of Chemistry"। ১১ ডিসেম্বর ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৭ অক্টোবর ২০১৩
  2. http://www.physiology.columbia.edu/Rothman/Pages/JERcv.htm
  3. "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ১৩ অক্টোবর ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৭ অক্টোবর ২০১৩
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.