জেমকন সাহিত্য পুরস্কার

জেমকন গ্রুপ ও এর সহযোগী প্রতিষ্ঠান আজকের কাগজ ও কাগজ প্রকাশনী ২০০০ সাল থেকে এই পুরস্কারটি প্রদান করে থাকে। শুরুতে এটির নাম ছিলো কাগজ সাহিত্য পুরস্কার। ২০০০ খ্রিষ্টাব্দ থেকে ২০০২ পর্যন্ত শুধু তরুণ লেখকদেরকেই তাদের পাণ্ডুলিপির জন্য এই পুরস্কার দেয়া হতো। পরবর্তীতে কাগজ প্রকাশনী থেকে সেটি বই আকারে বেরোতো। ২০০৩ সাল থেকে বছরের শ্রেষ্ঠ গ্রন্থকেও পুরস্কৃত করবার নিয়ম চালু করা হয়। ২০০৭ সাল থেকে এই পুরস্কারটির নাম পরিবর্তন করে রাখা হয় জেমকন সাহিত্য পুরস্কার। বর্তমানে দুইটি বিভাগে এই পুরস্কারটি দেয়া হচ্ছে।

  • জেমকন সাহিত্য পুরস্কার - প্রতিষ্ঠিত বা পরিচিত লেখকদের জন্য
  • তরুণ কথাসাহিত্য পুরস্কার - তরুণ লেখকদের অপ্রকাশিত পাণ্ডুলিপির জন্য
  • তরুণ কবিতা পুরস্কার - তরুণ কবিদের অপ্রকাশিত কবিতার জন্য
জেমকন সাহিত্য পুরস্কার
বিবরণপ্রতিষ্ঠিত সাহিত্যিকদের বইয়ের জন্য এবং তরুণ লেখকদের পাণ্ডুলিপির জন্য এই পুরস্কার দেয়া হয়।
অবস্থানঢাকা, বাংলাদেশ
দেশবাংলাদেশ বাংলাদেশ
পুরস্কারদাতাজেমকন গ্রুপ
উপস্থাপকআজকের কাগজ এবং কাগজ প্রকাশনী

পুরস্কারপ্রাপ্ত বই


বছরপুরস্কারনামকাজক্ষেত্রসূত্র
২০০৩ সাহিত্য মামুন হুসাইন [1]
২০০৪ সাহিত্য শহীদুল জহির ডলু নদীর হাওয়া ও অন্যান্য গল্প উপন্যাস
২০০৬ সাহিত্য সৈয়দ মনজুরুল ইসলাম [1]
২০০৭ সাহিত্য সৈয়দ শামসুল হক [1]
তরুণ হামীম কামরুল হক
২০০৮ সাহিত্য সেলিম আল দীন স্বর্ণবোয়াল নাটক [1]
তরুণ তপন বাগচী
২০০৯ সাহিত্য নির্মলেন্দু গুণ [1]
তরুণ শাজান শীলন
২০১০ সাহিত্য ওয়াসি আহমেদ ত্রিসীমানা গল্পগ্রন্থ [1]
তরুণ এমরান কবির নিদ্রাগ্রহণ মহাশুন্যে
২০১১ সাহিত্য পারভেজ হোসেন যে জীবন ফড়িঙের, দোয়েলের [1]
তরুণ মুম রহমান অন্ধকারের গল্পগুচ্ছ
২০১২ সাহিত্য জাকির তালুকদার পিতৃগণ [1]
তরুণ আনিফ রুবেদ মন ও শরীরের গন্ধ গল্প
২০১৩ সাহিত্য আহমাদ মোস্তফা কামাল কান্নাপর্ব উপন্যাস [1]
তরুণ মেহেদী উল্লাহ পোস্টমাস্টার ও অন্যান্য গল্প
২০১৪ সাহিত্য হাসান আজিজুল হক সাবিত্রী উপাখ্যান উপন্যাস [1]
তরুণ আফসানা বেগম
২০১৫ সাহিত্য সালমা বাণী ইমিগ্রেশন উপন্যাস [1]
তরুণ রুবাইয়াৎ আহমেদ একজন সাব এডিটরের কতিপয় ছেঁড়াখোঁড়া
২০১৬ সাহিত্য মঈনুল আহসান সাবের আব্দুল জলিল যে কারণে মারা গেল উপন্যাস [1]
তরুণ মোস্তাফিজ কারিগর বস্তুবর্গ উপন্যাস
২০১৭ সাহিত্য মোহাম্মদ রফিক দু’টি গাথাকাব্য কাব্যগ্রন্থ [2]
তরুণ আশরাফ জুয়েল [2]
মামুন অর রশিদ [2]
তরুণ কবিতা নুসরাত নুসিন দীর্ঘ স্বরের অনুপ্রাস কাব্যগ্রন্থ [2]
২০১৮ সাহিত্য প্রশান্ত মৃধা ডুগডুগির আসর কাব্যগ্রন্থ [3]
তরুণ হামিম কামাল সোনাইলের বনে ছোটগল্প [3]
তরুণ কবিতা হাসান নাঈম দিল নিলামের হাট কাব্যগ্রন্থ [3]
২০১৯ সাহিত্য শাহীন আখতার অসুখী দিন উপন্যাস [4]
তরুণ অভিষেক সরকার নিষিদ্ধ ছোটগল্প [5]
তরুণ কবিতা রফিকুজ্জামান রণি ধোঁয়াশার তামাটে রঙ কাব্যগ্রন্থ [5]
২০২০ সাহিত্য মাসরুর আরেফিন আগস্ট আবছায়া উপন্যাস [1]
তরুণ জব্বার আল নাঈম জীবনের ছুটি নেই [1]
ধ্রুপদি রিপন সম্পর্ক আপন-পর [1]
তরুণ কবিতা হাসনাইন হীরা বাঁক বাচনের বৈঠা কাব্যগ্রন্থ [1]
২০২১ সাহিত্য আফসানা বেগম কোলাহল থামার পরে উপন্যাস [6]
তরুণ সঞ্জয় পাল দ্বীপরাজ উপন্যাস [6]
তরুণ কবিতা মারুফা মিতা ধোঁয়াশার তামাটে রঙ কাব্যগ্রন্থ [6]
দিপন দেবনাথ আদি ফসিলের গান কাব্যগ্রন্থ [6]
২০২২ সাহিত্য কামাল চৌধুরী স্তব্ধতা যারা শিখে গেছে কাব্যগ্রন্থ [7]
তরুণ কথাসাহিত্য সাজেদুল ইসলাম সোনার নাও পবনের বৈঠা উপন্যাস [7]
তরুণ কবিতা সাকিব মাহমুদ ঘুমিয়ে থাকা বাড়ি পাণ্ডুলিপি [7]

তথ্যসূত্র

  1. "জেমকন সাহিত্য পুরস্কার ২০২০ ঘোষিত"বাংলা ট্রিবিউন । ২৬ ডিসেম্বর ২০২০। সংগ্রহের তারিখ ২০ জানুয়ারি ২০২১
  2. "জেমকন সাহিত্য পুরস্কার পেলেন মোহাম্মদ রফিকসহ চার লেখক"বাংলা ট্রিবিউন । ১৬ নভেম্বর ২০১৭। সংগ্রহের তারিখ ২০ জানুয়ারি ২০২১
  3. "জেমকন সাহিত্য পুরস্কার পেলেন প্রশান্ত মৃধাসহ তিন লেখক"বাংলা ট্রিবিউন । ৯ নভেম্বর ২০১৮। সংগ্রহের তারিখ ২০ জানুয়ারি ২০২১
  4. "বর্তমান আর অতীত মিশিয়েই আমি লিখি : শাহীন আখতার"বাংলা ট্রিবিউন । ৭ নভেম্বর ২০১৯। সংগ্রহের তারিখ ২০ জানুয়ারি ২০২১
  5. "জেমকন সাহিত্য পুরস্কার পেলেন প্রশান্ত মৃধাসহ তিন লেখক"বাংলা ট্রিবিউন । ৭ নভেম্বর ২০১৯। সংগ্রহের তারিখ ২০ জানুয়ারি ২০২১
  6. "জেমকন সাহিত্য পুরস্কার পেলেন ৪ কবি–সাহিত্যিক"প্রথম আলো। ৫ জুলাই ২০২২। সংগ্রহের তারিখ ২১ জুলাই ২০২২
  7. "জেমকন সাহিত্য পুরস্কার পেলেন তিন সাহিত্যিক"বাংলা ট্রিবিউন। ৫ জানুয়ারি ২০২৩। সংগ্রহের তারিখ ১৭ জানুয়ারি ২০২৩
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.