জেন্টুক্স

জেন্টুক্স (ইংরেজি: Gentoox) বিশেষভাবে এক্সবক্সের জন্যে নির্মিত জেন্টু-ভিত্তিক লিনাক্স ডিস্ট্রিবিউশন। এ অপারেটিং সিস্টেমটি থমাস প্যাডলি নামের এক ব্যক্তি নির্মান করেন। জেন্টুক্স চলার জন্যে একটি মোডচিপ বা সফটওয়্যার মোড প্রয়োজন হয়, যেহেতু এটি মাইক্রোসফট-কর্তৃক অনুমোদিত সফটওয়্যার না।

জেন্টুক্স
ডেভলপারথমাস পেডেলি[1]
ওএস পরিবারইউনিক্স-সদৃশ
সোর্স মডেলওপেন সোর্স
সর্বশেষ মুক্তিনির্ভরশীল
ভাষাসমূহইংরেজি
প্যাকেজ ম্যানেজারম্যাজিক, পোর্টেজ
প্ল্যাটফর্মএক্সবক্স (এক্স৮৬)
কার্নেলের ধরনমনোলিথিক (লিনাক্স)
লাইসেন্সবিভিন্ন
ওয়েবসাইটgentoox.shallax.com

তথ্যসূত্র

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.