জেন্টুক্স
জেন্টুক্স (ইংরেজি: Gentoox) বিশেষভাবে এক্সবক্সের জন্যে নির্মিত জেন্টু-ভিত্তিক লিনাক্স ডিস্ট্রিবিউশন। এ অপারেটিং সিস্টেমটি থমাস প্যাডলি নামের এক ব্যক্তি নির্মান করেন। জেন্টুক্স চলার জন্যে একটি মোডচিপ বা সফটওয়্যার মোড প্রয়োজন হয়, যেহেতু এটি মাইক্রোসফট-কর্তৃক অনুমোদিত সফটওয়্যার না।
ডেভলপার | থমাস পেডেলি[1] |
---|---|
ওএস পরিবার | ইউনিক্স-সদৃশ |
সোর্স মডেল | ওপেন সোর্স |
সর্বশেষ মুক্তি | নির্ভরশীল |
ভাষাসমূহ | ইংরেজি |
প্যাকেজ ম্যানেজার | ম্যাজিক, পোর্টেজ |
প্ল্যাটফর্ম | এক্সবক্স (এক্স৮৬) |
কার্নেলের ধরন | মনোলিথিক (লিনাক্স) |
লাইসেন্স | বিভিন্ন |
ওয়েবসাইট | gentoox |
তথ্যসূত্র
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.