জুলিও নাত্তা

জুলিও নাত্তা (ইতালীয়: Giulio Natta; ২৫ ফেব্রুয়ারি ১৯০৩ – ২ মে ১৯৭৯) একজন ইতালীয় রসায়নবিজ্ঞানী ছিলেন। তিনি ১৯৬৩ সালে রসায়নে নোবেল পুরস্কার লাভ করেছিলেন।

জুলিও নাত্তা
জুলিও নাত্তা
জন্ম(১৯০৩-০২-২৬)২৬ ফেব্রুয়ারি ১৯০৩
ইম্পেরিয়া, ইতালীয় রাজ্য
মৃত্যু২ মে ১৯৭৯(1979-05-02) (বয়স ৭৬)
জাতীয়তাইতালীয়
মাতৃশিক্ষায়তনমিলান পলিটেকনিক
পরিচিতির কারণজিগলার-নাটা প্রভাবক
পুরস্কাররসায়নে নোবেল পুরস্কার (১৯৬৩)
লোমোনোসোভ গোল্ড মেডেল (১৯৬৯)
বৈজ্ঞানিক কর্মজীবন
কর্মক্ষেত্রজৈব রসায়ন
প্রতিষ্ঠানসমূহপাভিয়া বিশ্ববিদ্যালয়
রোমা লা স্পেরাঞ্চা বিশ্ববিদ্যালয়
পলিটেকনিকো দি তরিনো
১৯৬০ এর দশকে স্ত্রীর সাথে জুলিও নাত্তা

জীবনী

নাত্তা ১৯০৩ সালের ২৬ ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেন। তিনি পলিটেকনিকো ডি মিলানো থেকে ১৯২৪ সালে রাসায়নিক প্রকৌশলে ডিগ্রি লাভ করেন। তিনি ১৯৩৩ সালে পাভিয়া বিশ্ববিদ্যালয়-এর ইন্সটিটিউট অব জেনারেল কেমিস্ট্রির পরিচালক এবং পূর্ণ অধ্যাপক হন। তিনি ১৯৩৫ সালে ইউনিভার্সিটি অব রোমের ভৌত রসায়নের পূর্ণ অধ্যাপক নিযুক্ত হন। ১৯৩৬ থেকে ১৯৩৮ সাল পর্যন্ত তিনি পলিটেকনিক ইন্সটিটিউট অব তুরিনের পূর্ণ অধ্যাপক এবং ইন্সটিটিউট অব ইন্ডাস্ট্রিয়াল কেমিস্ট্রির পরিচালক নিযুক্ত হন। তিনি ১৯৩৮ সালে পলিটেকনিকো ডি মিলানোর রাসায়নিক প্রকৌশলের বিভাগীয় প্রধান নিযুক্ত হন।[1]

তথ্যসূত্র

  1. দাশগুপ্ত, ধীমান (এপ্রিল ১৯৯৭)। বিজ্ঞানী চরিতাভিধান (১ সংস্করণ)। কলকাতা: বাণীশিল্প। পৃষ্ঠা ১৭।

আরও পড়ুন

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.