জুয়েল রানা
মোহাম্মদ জুয়েল রানা (জন্ম: ২৫ ডিসেম্বর ১৯৯৫; জুয়েল রানা নামে সুপরিচিত) হলেন একজন বাংলাদেশী পেশাদার ফুটবল খেলোয়াড়। তিনি বর্তমানে বাংলাদেশের পেশাদার ফুটবল লিগের শীর্ষ স্তর বাংলাদেশ প্রিমিয়ার লিগের ক্লাব ঢাকা আবাহনী এবং বাংলাদেশ জাতীয় দলের হয়ে একজন আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন। তিনি মূলত একজন ডান পার্শ্বীয় আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে খেলে থাকেন।
ব্যক্তিগত তথ্য | |||
---|---|---|---|
পূর্ণ নাম | মোহাম্মদ জুয়েল রানা | ||
জন্ম | ২৫ ডিসেম্বর ১৯৯৫ | ||
জন্ম স্থান | ঝিনাইদহ, বাংলাদেশ | ||
উচ্চতা | ১.৭০ মিটার (৫ ফুট ৭ ইঞ্চি) | ||
মাঠে অবস্থান | আক্রমণভাগের খেলোয়াড় | ||
ক্লাবের তথ্য | |||
বর্তমান দল | ঢাকা আবাহনী | ||
জার্সি নম্বর | ৭ | ||
জ্যেষ্ঠ পর্যায়* | |||
বছর | দল | ম্যাচ | (গোল) |
২০১৩–২০১৪ | শেখ রাসেল | ||
২০১৫ | ঢাকা মোহামেডান | ২০ | (৭) |
২০১৬ | শেখ জামাল | ||
২০১৭–২০১৮ | সাইফ | ২১ | (৫) |
২০১৯– | ঢাকা আবাহনী | ৬০ | (২০) |
জাতীয় দল‡ | |||
২০১৪ | বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ | ৪ | (০) |
২০১৫– | বাংলাদেশ | ২৫ | (১) |
* শুধুমাত্র ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে এবং ০৪:৩৪, ৯ আগস্ট ২০২২ (ইউটিসি) তারিখ অনুযায়ী সকল তথ্য সঠিক। ‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ০৮:১৬, ৮ এপ্রিল ২০২২ (ইউটিসি) তারিখ অনুযায়ী সঠিক। |
২০১৩–১৪ মৌসুমে, বাংলাদেশী ক্লাব শেখ রাসেলের হয়ে খেলার মাধ্যমে তিনি তার জ্যেষ্ঠ পর্যায়ের খেলোয়াড়ি জীবন শুরু করেছেন, যেখানে তিনি মাত্র ১ মৌসুম অতিবাহিত করেছেন। অতঃপর ২০১৪–১৫ মৌসুমে তিনি ঢাকা মোহামেডানে যোগদান করেছেন, যেখানে তিনি ২০ ম্যাচে ৭টি গোল করেছেন। ঢাকা মোহামেডানে ১ মৌসুম অতিবাহিত করার পর শেখ জামালের সাথে চুক্তি স্বাক্ষর করেছেন। পরবর্তীকালে, তিনি সাইফের হয়ে খেলেছেন। ২০১৮–১৯ মৌসুমে, তিনি সাইফ হতে বাংলাদেশী ক্লাব ঢাকা আবাহনীতে যোগদান করেছেন।
২০১৪ সালে, জুয়েল বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দলের হয়ে বাংলাদেশের বয়সভিত্তিক পর্যায়ে অভিষেক করেছিলেন। তিনি ২০১৫ সালে বাংলাদেশের হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছেন; বাংলাদেশের জার্সি গায়ে তিনি এপর্যন্ত ২৫ ম্যাচে ১টি গোল অংশগ্রহণ করেছেন।
প্রারম্ভিক জীবন
মোহাম্মদ জুয়েল রানা ১৯৯৫ সালের ২৫শে ডিসেম্বর তারিখে বাংলাদেশের ঝিনাইদহে জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছেন।
আন্তর্জাতিক ফুটবল
জুয়েল বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দলের হয়ে খেলার মাধ্যমে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন। বাংলাদেশের বয়সভিত্তিক দলের হয়ে তিনি ৪ ম্যাচে অংশগ্রহণ করেছেন।
২০১৫ সালের ৩০শে মে তারিখে, মাত্র ১৯ বছর ৫ মাস ৬ দিন বয়সে, জুয়েল সিঙ্গাপুরের বিরুদ্ধে এক প্রীতি ম্যাচে অংশগ্রহণ করার মাধ্যমে আন্তর্জাতিক ফুটবলে বাংলাদেশের হয়ে অভিষেক করেছেন। উক্ত ম্যাচের ৪৫তম মিনিটে মধ্যমাঠের খেলোয়াড় সোহেল রানার বদলি খেলোয়াড় হিসেবে তিনি মাঠে প্রবেশ করেন। ম্যাচটিতে বাংলাদেশ ২–১ গোলের ব্যবধানে পরাজিত হয়েছিল।[1] বাংলাদেশের হয়ে অভিষেকের বছরে জুয়েল সর্বমোট ১১ ম্যাচে অংশগ্রহণ করেছেন। জাতীয় দলের হয়ে অভিষেকের ৬ বছর, ৫ মাস ও ১৭ দিন পর, বাংলাদেশের জার্সি গায়ে প্রথম গোলটি করেছেন; ২০২১ সালের ১৬ই নভেম্বর তারিখে, শ্রীলঙ্কার বিরুদ্ধে ম্যাচের ৭১তম মিনিটে বাংলাদেশের হয়ে গোলটি করার মাধ্যমে তিনি আন্তর্জাতিক ফুটবলে তার প্রথম গোলটি করেছেন।[2][3]
পরিসংখ্যান
আন্তর্জাতিক
- ৮ এপ্রিল ২০২২ পর্যন্ত হালনাগাদকৃত।
দল | সাল | ম্যাচ | গোল |
---|---|---|---|
বাংলাদেশ | ২০১৫ | ১১ | ০ |
২০১৬ | ৮ | ০ | |
২০১৮ | ১ | ০ | |
২০১৯ | ১ | ০ | |
২০২১ | ৩ | ১ | |
২০২২ | ১ | ০ | |
সর্বমোট | ২৫ | ১ |
আন্তর্জাতিক গোল
গোল | তারিখ | মাঠ | প্রতিপক্ষ | স্কোর | ফলাফল | প্রতিযোগিতা | সূত্র |
---|---|---|---|---|---|---|---|
১ | ১৬ নভেম্বর ২০২১ | কলম্বো রেসকোর্স, কলম্বো, শ্রীলঙ্কা | শ্রীলঙ্কা | ১–১ | ১–২ | প্রীতি ম্যাচ | [2][3] |
তথ্যসূত্র
- নাসিম (৩০ মে ২০১৫)। "Friendly football match: Bangladesh 1, Singapore 2" (ইংরেজি ভাষায়)। রাইজিংবিডি। সংগ্রহের তারিখ ২৯ মার্চ ২০২১।
- Strack-Zimmermann, Benjamin (১৬ নভেম্বর ২০২১)। "Sri Lanka vs. Bangladesh"। National Football Teams। সংগ্রহের তারিখ ২৪ মার্চ ২০২২।
- "Sri Lanka - Bangladesh 2:1 (Friendlies 2021, November)"। worldfootball.net। সংগ্রহের তারিখ ২৪ মার্চ ২০২২।
বহিঃসংযোগ
- সকারওয়েতে জুয়েল রানা (ইংরেজি)
- ট্রান্সফারমার্কেটে জুয়েল রানা (ইংরেজি)
- ওয়ার্ল্ডফুটবল.নেটে জুয়েল রানা (ইংরেজি)
- ন্যাশনাল-ফুটবল-টিমস.কমে জুয়েল রানা (ইংরেজি)