জুম করপোরেশন

জুম করপোরেশন, জুম, একটি পেপ্যাল সেবা ডিজিটাল পদ্ধতিতে অর্থ আদান-প্রদান অথবা বিদেশ থেকে অর্থ আনার একটি পদ্ধতি। এর মাধ্যমে যুক্তরাষ্ট্র থেকে ৫২টি দেশে অর্থ পাঠানো এবং মোবাইলের মাধ্যমে বিভিন্ন ধরনের বিল পরিশোধের সুযোগ রয়েছে। যেসব দেশে এ সেবাটি চালু আছে তারমধ্যে উল্লেখযোগ্য দেশ হচ্ছে বাংলাদেশ, চীন, ভারত, জার্মানি, পাকিস্তান, ইতালি, অস্ট্রলিয়া, মেক্সিকো এবং ফিলিপাইন। এ প্রতিষ্ঠানটি ২০০১ সালে প্রতিষ্ঠিত। যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকো ভিত্তিক প্রতিষ্ঠানটি আরেকটি অফিস রয়েছে গুয়েতেমালা শহরে। ২০১৫ সালের ১ জুলাই প্রতিষ্ঠানটিকে ১.০৯ ডলারে অধিগ্রহণ করে নেয় পেপ্যাল[1][2] ২০১৫ সালের নভেম্বর এ অধিগ্রহণ সম্পন্ন হয়।[3]

জুম করপোরেশন
ধরনপেপালের একটি সেবা
শিল্পঅর্থ লেনদেন
প্রতিষ্ঠাকাল২০০১
প্রতিষ্ঠাতাকেভিন হার্টজ, অ্যালান ব্র্যাভারম্যান
সদরদপ্তর,
প্রধান ব্যক্তি
রোয়েলব বোথা, চেয়ারম্যান
জন কুঞ্জ, (প্রধান নির্বাহী কর্মকর্তা)
পণ্যসমূহআর্থিক সেবা
কর্মীসংখ্যা
৩০০+ (২০১৫)
মাতৃ-প্রতিষ্ঠানপেপ্যাল (২০১৫–বর্তমান)
ওয়েবসাইটwww.xoom.com

অর্থ পাঠানো সেবা

জুম বিশ্বের বিভিন্ন দেশে এক ব্যক্তি থেকে অন্য ব্যক্তির কাছে অর্থ আদান-প্রদানের সুবিধা দিচ্ছে। ডেস্কটপ/ল্যাপটপ কিংবা মোবাইল সাইট এবং মোবাইল অ্যাপের মাধ্যমে এ অর্থ আদান-প্রদান করা যায়।

পেপ্যালের অধিগ্রহণ

২০১৫ সালের ১ জুলাই প্রতিষ্ঠানটিকে ১.০৯ ডলারে অধিগ্রহণ করে নেয় পেপ্যাল। ২০১৫ সালের নভেম্বর এ অধিগ্রহণ সম্পন্ন হয়।[3]

তথ্যসূত্র

  1. "Investor Relations"। সংগ্রহের তারিখ ১৬ জুন ২০১৫
  2. "PayPal Acquires Xoom for Stake in Digital Money Transfers"। nytimes। সংগ্রহের তারিখ ১ জুলাই ২০১৫
  3. "PayPal-Xoom Deal Now Official"। pymnts.com। ২০১৫-১১-১৩। সংগ্রহের তারিখ ২০১৬-০৬-০৭

বহিঃসংযোই

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.