জুনিয়াস রিচার্ড জয়েবর্ধনে
জুনিয়াস রিচার্ড জয়াবর্ধেনে (সিংহলি: ජුනියස් රිචඩ් ජයවර්ධන, তামিল: ஜூனியஸ் ரிச்சட் ஜயவர்தனா; জন্ম: ১৭ সেপ্টেম্বর, ১৯০৬-মৃত্যু: ১ নভেম্বর, ১৯৯৬) সিলনের (বর্তমানে শ্রীলঙ্কা) কলম্বো এলাকায় জন্মগ্রহণকারী বিশিষ্ট আইনজীবী ও সরকারি কর্মকর্তা ছিলেন। শ্রীলঙ্কায় সংক্ষেপে তিনি জেআর নামে পরিচিত ছিলেন। ১৯৭৭ থেকে ১৯৮৯ সাল পর্যন্ত শ্রীলঙ্কার শীর্ষস্থানীয় নেতা ছিলেন। তন্মধ্যে, ১৯৭৭ থেকে ১৯৭৮ সাল পর্যন্ত শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী ছিলেন। এছাড়াও, ১৯৭৮ থেকে ১৯৮৯ মেয়াদকালে তিনি শ্রীলঙ্কার দ্বিতীয় রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করেন। তৎকালীন সিলনের জাতীয়তাবাদী আন্দোলনে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। স্বাধীনতার পর তিনি কয়েক দশক মন্ত্রণালয়ের বিভিন্ন দায়িত্বে আসীন ছিলেন। ইউনাইটেড ন্যাশনাল পার্টির দীর্ঘদিনের সদস্য জয়াবর্ধনে ১৯৭৭ সালের নির্বাচনে জয়লাভে নেতৃত্ব দেন ও প্রধানমন্ত্রী হন। একবছর পর সংবিধান পরিবর্তনপূর্বক তিনি দেশের প্রথম নির্বাহী রাষ্ট্রপতি হিসেবে শপথবাক্য পাঠ করেন।[1]
মহামান্য জুনিয়াস রিচার্ড জয়েবর্ধনে | |
---|---|
২য় শ্রীলঙ্কার রাষ্ট্রপতি | |
কাজের মেয়াদ ৪ ফেব্রুয়ারি ১৯৭৮ – ২ জানুয়ারি ১৯৮৯ | |
পূর্বসূরী | উইলিয়াম গোপালাওয়া |
উত্তরসূরী | রানাসিংহে প্রেমাদাসা |
শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী | |
কাজের মেয়াদ ২৩ জুলাই ১৯৭৭ – ৪ ফেব্রুয়ারি ১৯৭৮ | |
রাষ্ট্রপতি | উইলিয়াম গোপালাওয়া |
পূর্বসূরী | সিরিমাভো রতোয়াত্তে ডায়াস বন্দরানায়েকে |
উত্তরসূরী | রানাসিংহে প্রেমাদাসা |
জোট-নিরপেক্ষ আন্দোলনের মহাসচিব | |
কাজের মেয়াদ ৪ ফেব্রুয়ারি ১৯৭৮ – ৯ সেপ্টেম্বর ১৯৭৯ | |
পূর্বসূরী | উইলিয়াম গোপালাওয়া |
উত্তরসূরী | ফিদেল ক্যাস্ট্রো |
ব্যক্তিগত বিবরণ | |
জন্ম | কলম্বো, ব্রিটিশ সিলন (বর্তমানে শ্রীলঙ্কা) | ১৭ সেপ্টেম্বর ১৯০৬
মৃত্যু | ১ নভেম্বর ১৯৯৬ ৯০) কলম্বো, শ্রীলঙ্কা | (বয়স
জাতীয়তা | শ্রীলঙ্কান |
রাজনৈতিক দল | ইউনাইটেড ন্যাশনাল পার্টি |
দাম্পত্য সঙ্গী | এলিনা জয়েবর্ধনে (বিবাহ-পূর্ব রূপাসিংহে) |
সন্তান | রবি জয়েবর্ধনে |
প্রাক্তন শিক্ষার্থী | কলম্বো ল কলেজ, ইউনিভার্সিটি কলেজ, কলম্বো, রয়্যাল কলেজ, কলম্বো, বিশপ’স কলজে কলম্বো |
জীবিকা | বক্তা, অ্যাডভোকেট |
ধর্ম | থেরবাদ |
রাজনৈতিক জীবন
তার পিতা মাননীয় বিচারক ইউগিন উইলফ্রেড জয়েবর্ধনের একাদশ সন্তান ছিলেন জুনিয়াস রিচার্ড জয়েবর্ধনে। বাবা সুপ্রিম কোর্টের বিচারক ছিলেন। সিলনের প্রথিতযশা পরিবারে জন্ম নেয়ায় বৈধ পেশার সাথে সম্পৃক্ত ছিলেন জয়েবর্ধনে। মা অ্যাগনেস হেলেন ডন ফিলিপ বিজেবর্ধেনা ছিলেন অভিজাত বণিক পরিবারের মেয়ে। ১৯৩২ সালে কলম্বোর সিলন ল কলেজ থেকে স্নাতক ডিগ্রী অর্জন করেন। ১৯৪৩ সালের পূর্ব-পর্যন্ত ব্যারিস্টার হিসেবে আইন-চর্চা করেন। এরপর তিনি সিলন ন্যাশনাল কংগ্রেস পার্টিতে যোগ দেন ও ১৯৪৩ সালে স্টেট কাউন্সিলের নির্বাচনে বিজয়ী হন। ১৯৪৮ সালে সিলন ব্রিটিশ শাসন থেকে স্বাধীনতা লাভ করে ও স্বাধীনতা পরবর্তী সংস্কারবাদী ইউনাইটেড ন্যাশনাল পার্টির সরকারে অর্থমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। দলে তিনি ডি. এস. সেনানায়েক ও পরে তার পুত্র ডাডলি সেনানায়েকের পর দ্বিতীয় পদমর্যাদাধারী ব্যক্তিত্ব ছিলেন। এছাড়াও, ১৪৮-৫৩ এবং ১৯৬০ সালে অর্থমন্ত্রী হিসেবে নিযুক্ত হন। ১৯৫৩-৫৬ মেয়াদে খাদ্য ও কৃষি মন্ত্রী, ১৯৬৫-৭০ মেয়াদে স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন। ১৯৭৩ সালে ডাডলি সেনানায়েকের মৃত্যুজনিত কারণে তিনি ইউএনপি’র নেতৃত্বের ভার গ্রহণ করেন এবং ১৯৭৭ সালের নির্বাচনে তার দল গুরুত্বপূর্ণ জয় পায়।
তথ্যসূত্র
- "J.R. Jayawardene"। BRITANNICA-Online।
আরও দেখুন
বহিঃসংযোগ
- The JAYEWARDENE Ancestry
- The WIJEWARDENA Ancestry
- Website of the Parliament of Sri Lanka
- Official Website of United National Party (UNP)
- J.R. Jayewardene Centre
- 95th Birth Anniversary
- Remembering the most dominant Lankan political figure. by Padma Edirisinghe
- J.R. Jayewardene by Ananda Kannangara
- President JRJ and the Export Processing Zone By K. Godage ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ৩ মার্চ ২০১৬ তারিখে
- Methek Kathawa Divaina
- Methek Kathawa Divaina
সরকারি দফতর | ||
---|---|---|
পূর্বসূরী উইলিয়াম গোপালয়া |
শ্রীলঙ্কার রাষ্ট্রপতি ১৯৭৮–১৯৮৯ |
উত্তরসূরী রানাসিংহে প্রেমাদাসা |
পূর্বসূরী সিরিমাভো রতোয়াত্তে ডায়াস বন্দরানায়েকে |
শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী ১৯৭৭–১৯৭৮ |
উত্তরসূরী রানাসিংহে প্রেমাদাসা |
রাজনৈতিক দপ্তর | ||
পূর্বসূরী উইলিয়াম গোপালয়া |
জোট-নিরপেক্ষ আন্দোলনের মহাসচিব ১৯৭৮–১৯৭৯ |
উত্তরসূরী ফিদেল কাস্ত্রো |