জীবন মৃত্যু
জীবন মৃত্যু হল একটি জনপ্রিয় বাংলা চলচ্চিত্র যা পরিচালনা করেন হীরেন নাগ ও বিশ্বনাথ রায়।[1] এই চলচ্চিত্রটি ১৪ এপ্রিল ১৯৬৭ সালে বি.এম.ডি. মুভিজ প্রাইভেট লিমিটেড ব্যানারে মুক্তি পেয়েছিল এবং এই চলচ্চিত্রটি সংগীত পরিচালনা করেছিলেন গোপেন মল্লিক। এই চলচ্চিত্রটির মুখ্য চরিত্রে অভিনয় করেন উত্তম কুমার,[2] সুপ্রিয়া দেবী, তরুণ কুমার, কমল মিত্র।[3] ১৯৭০ সালে একই নামে হিন্দি রিমেক তৈরি হয় যার মুখ্য চরিত্রে অভিনয় করেন ধর্মেন্দ্র এবং রাখী।[4]
জীবন মৃত্যু | |
---|---|
পরিচালক | হীরেন নাগ বিশ্বনাথ রায় |
প্রযোজক | বি.এম.ডি. মুভিজ প্রাইভেট লিমিটেড |
চিত্রনাট্যকার | হীরেন নাগ বিশ্বনাথ রায় |
শ্রেষ্ঠাংশে | উত্তম কুমার সুপ্রিয়া দেবী তরুণ কুমার কমল মিত্র |
সুরকার | গোপেন মল্লিক |
মুক্তি | ১৪ এপ্রিল ১৯৬৭ |
দৈর্ঘ্য | ১৩০ মিনিট |
দেশ | ভারত |
ভাষা | বাংলা |
শ্রেষ্ঠাংশে
- উত্তম কুমার
- সুপ্রিয়া দেবী
- তরুণ কুমার
- কমল মিত্র
- বিমলেন্দু বন্দ্যোপাধ্যায়
- মন্টু বন্দ্যোপাধ্যায়
- সত্য বন্দ্যোপাধ্যায়
- শিশির বটব্যাল
- মিহির ভট্টাচার্য
- সমিতা বিশ্বাস
- সৌরিন চ্যাটার্জী
- সুব্রত চ্যাটার্জী
- সুনির্মল চ্যাটার্জী
- অরুণ চৌধুরী
- পরিতোষ চৌধুরী
- ধীরাজ দাস
- মিন্টু দাশগুপ্ত
সাউন্ডট্রাক
সবগুলি গানের সুরকার গোপেন মল্লিক।
গান | |||
---|---|---|---|
নং. | শিরোনাম | শিল্পী | দৈর্ঘ্য |
১. | "কোন কথা না বলে" | মান্না দে, সন্ধ্যা মুখোপাধ্যায় | ৩:৩৯ |
২. | "প্রভাত সূর্য তোমার মহিমা" | সন্ধ্যা চ্যাট্টার্জি | ৩:৩৯ |
তথ্যসূত্র
- "Jiban Mrityu (1967)"। Indiancine.ma। সংগ্রহের তারিখ ২০২১-০৫-১৯।
- "Uttam Kumar and intimations of immortality"। The Hindu (ইংরেজি ভাষায়)। ২০২০-০৭-২৪। আইএসএসএন 0971-751X। সংগ্রহের তারিখ ২০২১-০৫-১৯।
- "Jiban Mrityu (1967) - Review, Star Cast, News, Photos"। Cinestaan। সংগ্রহের তারিখ ২০২১-০৫-১৯।
- "Jeevan Mrityu (1970) - IMDb"।
- "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ২২ মে ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২২ মে ২০২১।
বহিঃসংযোগ
- ইন্টারনেট মুভি ডেটাবেজে জীবন মৃত্যু (ইংরেজি)
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.