জি স্টুডিওস
২০১২ সালে প্রতিষ্ঠিত, জি স্টুডিওস, এসেল গ্রুপের একটি সহযোগী প্রতিষ্ঠান, এটি একটি ভারতীয় চলচ্চিত্র স্টুডিও। এটি স্বল্প এবং দীর্ঘ বিন্যাসের ডিজিটাল বিষয়বস্তুসহ বিভিন্ন ধারা, বাজেট এবং ভাষা জুড়ে চলচ্চিত্র উৎপাদন, অর্জন এবং বিতরণ করে।
ধরন | স্টুডিও |
---|---|
শিল্প | বিনোদন |
প্রতিষ্ঠাকাল | ২০১২ |
প্রতিষ্ঠাতা | শরিক প্যাটেল (সিও) |
সদরদপ্তর | এসেল ভিশন প্রোডাকশনস লি., ৫ম তলা, ফান রিপাবলিক বিল্ডিং, সামনের দিকে। লক্ষ্মী ইন্ডাস্ট্রিয়াল এস্টেট, নিউ লিঙ্ক রোড অফ, অন্ধেরি ওয়েস্ট, মুম্বাই ৪০০০৫৩। |
পণ্যসমূহ | ফিল্ম এবং ডিজিটাল সামগ্রীর উৎপাদন, বিতরণ এবং বিপণন |
স্টুডিও বিভিন্ন ভারতীয় ভাষায় চলচ্চিত্র তৈরি করে এবং আন্তর্জাতিক প্রযোজনায়ও জড়িত। [1] বেশিরভাগ চলচ্চিত্র ওটিটি প্ল্যাটফর্ম জি৫, নেটফ্লিক্স এবং অ্যামাজন প্রাইম ভিডিওতে স্ট্রিমিং পাওয়া যায়।
চলচ্চিত্রের প্রযোজনা এবং বিতরণ
বছর | চলচ্চিত্র | পরিচালক | প্রযোজক | ভাষা | মন্তব্য | অভিনয়ে | সূত্র |
---|---|---|---|---|---|---|---|
২০০১ | গদার: এক প্রেমের কথা | অনিল শর্মা | রবি কুমারসীতামারী | হিন্দি | জি টেলিফিল্ম-এর অধীনে নির্মিত | সানি দেওল অমীশা প্যাটেল অমরিশ পুরি লিলেট দুবে |
[2] |
২০০৫ | ভাগমতী | অশোক কৈল | জি টেলিফিল্ম-এর অধীনে নির্মিত | তবু মিলিন্দ সোমান জে ভি সোময়াজুলু |
[3] | ||
২০০৯ | গুলাল | অনুরাগ কাশ্যপ | জি লাইমলাইট-এর অধীনে নির্মিত | রাজ সিং চৌধুরী কে কে মেনন দীপক ডব্রিয়াল মাহি গিল আয়েশা মোহন জেসি রন্ধাওয়া আদিত্য শ্রীবাস্তব পীযূষ মিশ্র অভিমন্যু সিং সাবি সিদ্ধু |
[4] | ||
ফক্স | দীপক তিজোরি | রোহিত কুমার প্রোডাকশনস | জি মোশন পিকচারস-এর অধীনে নির্মিত | সানি দেওল অর্জুন রামপাল উদিতা গোস্বামী সাগরিকা ঘাটগে |
[5] | ||
২০১০ | আক্রোশ | প্রিয়দর্শন | কুমার মাঙ্গাত ম্যাট জেমলিন |
জি মোশন পিকচারস-এর অধীনে নির্মিত | অজয় দেবগন অক্ষয় খান্না বিপাশা বসু পরেশ রাওয়াল রেমা সেন |
[6] | |
২০১৫ | জাজবা | সঞ্জয় গুপ্ত | সঞ্জয় গুপ্ত | জি স্টুডিওজ-এর অধীনে নির্মিত | ঐশ্বর্যা রাই ইরফান খান শাবানা আজমি |
[7] | |
২০১৬ | সাইরাত | নাগরাজ মঞ্জুলে | নিতিন কেনি নিখিল সানে নাগরাজ মঞ্জুলে |
জি স্টুডিওজ-এর অধীনে নির্মিত | রিঙ্কু রাজগুরু আকাশ থোসার |
[8] | |
রুস্তম | তিনু সুরেশ দেসাই | অরুণা ভাটিয়া নিত্তিন কেনি আকাশ চাওলা |
জি স্টুডিওজ-এর অধীনে নির্মিত | অক্ষয় কুমার ইলিয়ানা ডি ক্রুজ এশা গুপ্ত আরজান বাজওয়া পবন মালহোত্র কুমুদ মিশ্র ঊষা নাদকার্নি |
|||
২০১৭ | তি সদ্ধ্যা কে কারতে | সতীশ রাজওয়াদে | নিখিল সানে অরবিন্দ জগ পল্লবী রাজওয়াদে |
জি স্টুডিওজ-এর অধীনে নির্মিত | অঙ্কুশ চৌধুরী তেজশ্রী প্রধান কেটকার অভিনেয় বার্দে আরিয়া আম্বেকার হৃদ্দীপ রাজবাদে নির্মোহী অগ্নিহোত্রি |
[9] | |
চি ভাই চি সৌ কা | পরেশ মোকশী | নিখিল সানে | জি স্টুডিওজ-এর অধীনে নির্মিত | ললিত প্রভাকর মৃন্ময়ী গডবোলে |
|||
দ্রুততর ফেনী | আদিত্য সরপোটদার | রীতেশ দেশমুখ জেনেলিয়া দেশমুখ মঙ্গেশ কুলকার্নী |
জি স্টুডিওজ-এর অধীনে নির্মিত | আমে ওঘ পার্না পেথে গিরিশ কুলকার্নি সিদ্ধার্থ যাদব দিলীপ প্রভভালকর |
|||
মা | রবি উদয়ওয়ার | সুনীল মনছন্দ নরেশ আগরওয়াল মুকেশ তালরেজা গৌতম জৈন বনি কাপুর |
জি স্টুডিওজ-এর অধীনে নির্মিত | শ্রীদেবী নওয়াজউদ্দিন সিদ্দিকী অক্ষয় খান্না সজল আলী আদনান সিদ্দিকী |
|||
গোপন সুপারস্টার | অদ্বৈত চন্দন | আমির খান কিরণ রাও |
জি স্টুডিওজ-এর অধীনে নির্মিত | জাইরা ওয়াসিম মেহের বিজ রাজ অর্জুন আমির খান |
|||
ক্বারীব কারিব সিঙ্গল | তনুজা চন্দ্র | জি স্টুডিওস সুতপা শিকদার শৈলজা কেজরিওয়াল অজয় জি রাই |
জি স্টুডিওজ-এর অধীনে নির্মিত | ইরফান খান পার্বতী তিরুবোত |
|||
রইস | রাহুল ধোলাকিয়া | রীতেশ সিদ্ধওয়ানি ফারহান আখতার গৌরী খান |
জি স্টুডিওজ ইন্টারন্যাশনাল দ্বারা প্রকাশ ও বিতরণ | শাহরুখ খান নওয়াজউদ্দিন সিদ্দিকী মাহিরা খান |
|||
হাফ গার্লফ্রেন্ড | মোহিত সুরি | শোভা কাপুর একতা কাপুর মোহিত সুরি চেতন ভগত |
জি স্টুডিওজ ইন্টারন্যাশনাল দ্বারা প্রকাশ ও বিতরণ | অর্জুন কাপুর শ্রদ্ধা কাপুর |
|||
বরেলি কি বারফি | অশ্বিনী আইয়ার তিওয়ারি | বিনিত জৈন রেনু রবি চোপড়া |
জি স্টুডিওজ ইন্টারন্যাশনাল দ্বারা প্রকাশ ও বিতরণ | আয়ুষ্মান খুরানা রাজকুমার রাও কৃতি স্যানন |
|||
ফুক্রে রিটার্নস | মৃগদীপ সিং লাম্বা | ফারহান আখতার রীতেশ সিদ্ধওয়ানি |
জি স্টুডিওজ ইন্টারন্যাশনাল দ্বারা প্রকাশ ও বিতরণ | পুলকিট সম্রাট মনজোট সিং |
|||
হিন্দি মিডিয়াম | সাকেত চৌধুরী | দীনেশ বিজান ভূষণ কুমার |
জি স্টুডিওজ ইন্টারন্যাশনাল দ্বারা প্রকাশ ও বিতরণ | ইরফান খান সাবা কামার |
|||
২০১৮ | গুলাবজাম | শচীন কুণ্ডলকার | বিনোদ মালজেওয়ার বিশাল চৌদিয়া |
জি স্টুডিওজ ইন্টারন্যাশনাল দ্বারা প্রকাশ ও বিতরণ | সিদ্ধার্থ চান্দেকার সোনালী কুলকারনী |
||
মেঘের বাইরে | মাজিদ মাজিদি | শরিন মন্ত্রী কেদিয়া কিশোর অরোরা |
জি স্টুডিওজ-এর অধীনে নির্মিত | ইশান খট্টর মালাভিকা মোহনান |
|||
পারমানু: পোখরানের গল্প | অভিষেক শর্মা | জে এন্টারটেইনমেন্ট জি স্টুডিওগুলি কেওয়াইটিএ প্রোডাকশন |
জি৫ এর আওতায় নির্মিত | জন আব্রাহাম ডায়ানা পিন্টি বোমান ইরানি |
|||
ধাদক | শশাঙ্ক খাইতান | করণ জোহর হিরু যশ জোহর অপূর্ব মেহতা |
জি স্টুডিওজ-এর অধীনে নির্মিত | ইশান খট্টর জানহভি কাপুর |
|||
পল্টন | জে.পি. দত্ত | জি স্টুডিওগুলি জে পি পি ফিল্মস |
জি স্টুডিওস' এর আওতায় নির্মিত | জ্যাকি শ্রফ অর্জুন রামপাল |
|||
সোনিয়াকে ভালবাসুন | তাবরেজ নূরানী | ডেভিড ওউমার্ক তাবরেজ নূরানী |
জি স্টুডিওজ ইন্টারন্যাশনাল দ্বারা প্রকাশ ও বিতরণ | মৃণাল ঠাকুর ফ্রেডা পিন্টো |
|||
রাজি | মেঘনা গুলজার | বিনিত জৈন করণ জোহর হিরু যশ জোহর অপূর্ব মেহতা |
জি স্টুডিওজ ইন্টারন্যাশনাল দ্বারা প্রকাশ ও বিতরণ | আলিয়া ভাট ভিকি কৌশল |
|||
ভীরের বিবাহে' | শশাঙ্ক ঘোষ | অনিল কাপুর রিয়া কাপুর নিখিল দ্বিবেদী একতা কাপুর শোভা কাপুর |
জি স্টুডিওজ ইন্টারন্যাশনাল দ্বারা প্রকাশ ও বিতরণ | কারিনা কাপুর খান সোনম কাপুর আহু স্বরা ভাস্কর শিখা তালসানিয়া |
|||
মুলক | অনুভব সিনহা | দীপক মুকুট অনুভব সিনহা |
জি স্টুডিওজ ইন্টারন্যাশনাল দ্বারা প্রকাশ ও বিতরণ | ঋষি কাপুর তাপসী পান্নু মনোজ পাহাওয়া প্রেতিক বাব্বার রজত কাপুর আশুতোষ রানা |
|||
সোনার | রীমা কাগতি | রীতেশ সিদ্ধওয়ানি ফারহান আখতার |
জি স্টুডিওজ ইন্টারন্যাশনাল দ্বারা প্রকাশ ও বিতরণ | অক্ষয় কুমার মৌনি রায় কুনাল কাপুর অমিত সাধ বিনীত কুমার সিংহ সানি কৌশল |
|||
জিরো | আনন্দ এল রাই | জীবনানন্দ এল রাই গৌরী খান |
জি স্টুডিওজ ইন্টারন্যাশনাল দ্বারা প্রকাশ ও বিতরণ | শাহরুখ খান আনুশকা শর্মা ক্যাটরিনা কাইফ |
|||
২০১৯ | মানিকরণিকা: ঝাঁসির রানী | কঙ্গনা রানাওয়াত রাধা কৃষ্ণ জাগারালামুদি |
জি স্টুডিওস কমল জৈন নিশান্ত পিট্টি |
জি স্টুডিওজ-এর অধীনে নির্মিত | কঙ্গনা রানাউত অতুল কুলকার্নি জিশু সেনগুপ্ত বৈভব তত্ত্বওয়াদী মোহাম্মদ জিশান আইয়ুব অঙ্কিতা লোখানে |
||
কালা শাহ কালা | অমরজিৎ সিং | হারসিমরন illিলন গুরসিমরন illিলন আচল কাউশাল নবনিয়াত সিং বিনু ঝিলন করণ সোনি |
জি স্টুডিওজ-এর অধীনে নির্মিত | বিন্নু ঝিলন সরগুন মেহতা |
|||
মিলান টকিজ | তিগমংশু ধুলিয়া | পুনশ্চ. ছাতওয়াল | জি স্টুডিওজ ইন্টারন্যাশনাল দ্বারা প্রকাশ ও বিতরণ | আলী ফজল শ্রদ্ধা শ্রনাথ আশুতোষ রানা রেচা সিনহা সঞ্জয় মিশ্র সিকান্দার খের |
|||
কেসারি | অনুরাগ সিং | করণ জোহর অরুণা ভাটিয়া হিরু যশ জোহর অপূর্ব মেহতা সুনির ক্ষেতরপাল |
জি স্টুডিওজ-এর অধীনে নির্মিত | অক্ষয় কুমার | |||
মার্ড কো দরদ নাহি হোতা | ভাসান বালা | রনি স্ক্রুওয়ালা | জি স্টুডিওজ ইন্টারন্যাশনাল দ্বারা প্রকাশ ও বিতরণ | ||||
দ্য তাশকেন্ট ফাইলস' | বিবেক অগ্নিহোত্রি | প্রণয় চোকসি অনুয় চৌহান কুদেছে বিবেক অগ্নিহোত্রি রীতেশ কুড়েছে শারদ প্যাটেল |
জি স্টুডিওজ-এর অধীনে নির্মিত | ||||
রামপাত | রবি যাদব | মেঘনা যাদব জি স্টুডিওগুলি |
জি স্টুডিওসএবংআটানশ যোগাযোগ-এর অধীনে নির্মিত | অবিনে বার্দে কাশ্মীরা পরদেশী |
|||
আর্টিকেল ১৫ | অনুভব সিনহা | অনুভব সিনহা জি স্টুডিওগুলি |
জি স্টুডিওজ-এর অধীনে নির্মিত | আয়ুষ্মান খুরানা নাসার মনোজ পাহওয়া কুমুদ মিশ্র ইশা তালওয়ার সায়ানী গুপ্ত মোহাম্মদ জিশান আইয়ুব |
|||
পাইলওয়ান(হিন্দি ডাবিড) | এস. কৃষ্ণ | স্বপন কৃষ্ণ | কন্নড় | জি স্টুডিওজ ইন্টারন্যাশনাল দ্বারা প্রকাশ ও বিতরণ | সুদীপ সুনীল শেঠি আকানকাশ সিং কবির দুহান সিং সুশান্ত সিং অবিনাশ শরথ লোহিতাশ্ব |
||
গুড নিউজ | রাজ মেহতা | হিরু যশ জোহর অরুণা ভাটিয়া করণ জোহর অপূর্ব মেহতা শশাঙ্ক খৈতান |
হিন্দি | জি স্টুডিওজ-এর অধীনে নির্মিত | অক্ষয় কুমার কারিনা কাপুর খান দিলজিৎ দোসন্ধ কিয়ারা আদবানী |
||
উরি: সার্জিক্যাল স্ট্রাইক | আদিত্য ধর | রনি স্ক্রুওয়ালা | জি স্টুডিওজ ইন্টারন্যাশনাল দ্বারা প্রকাশ ও বিতরণ | ভিকি কৌশল পরেশ রাওয়াল |
|||
বোম্বাইয়ারিয়া | পিয়া সুকন্যা | মাইকেল ই ওয়ার্ড | জি স্টুডিওজ ইন্টারন্যাশনাল দ্বারা প্রকাশ ও বিতরণ | রাধিকা আপ্তে সিদ্ধন্ত কাপুর অক্ষয় ওবেরয় আদিল হুসেন রবি কিশন |
|||
কুম্বলনগি নাইটস | মধু সি। নারায়ণন | ফাহাদ ফাসিল নাজরিয়া নাজিম দিলীশ পোথান সিয়াম পুষ্কারন |
জি স্টুডিওজ ইন্টারন্যাশনাল দ্বারা প্রকাশ ও বিতরণ | সৌবিন শাহির শান নিগম ফাহাদ ফাসিল শ্রীনথ ভাসি ম্যাথিউ থমাস আনা বেন |
|||
গ্লি বয় | জোয়া আক্তার | ফারহান আখতার জোয়া আক্তার রীতেশ সিদ্ধওয়ানি |
জি স্টুডিওজ ইন্টারন্যাশনাল দ্বারা প্রকাশ ও বিতরণ | রণভীর সিং আলিয়া ভট্ট সিদ্ধন্ত চতুর্বেদী |
|||
ওরু আদার প্রেম | ওমর লুলু | উসেপাচান ভালকুঝি | মালায়ালাম | জি স্টুডিওজ ইন্টারন্যাশনাল দ্বারা প্রকাশ ও বিতরণ | মোহাম্মদ রোশন নূরিন শরীফ প্রিয়া প্রকাশ ভারিয়ার |
||
বদলা | সুজয় ঘোষ | গৌরী খান সুনীর ক্ষেত্রপাল অক্ষয় পুরী |
হিন্দি | জি স্টুডিওজ ইন্টারন্যাশনাল দ্বারা প্রকাশ ও বিতরণ | অমিতাভ বচ্চন তাপসী পান্নু অমৃতা সিং |
||
লুসিফার | পৃথ্বীরাজ সুকুমারান | অ্যান্টনি পেরুম্বাবুর | মালায়ালাম | জি স্টুডিওজ ইন্টারন্যাশনাল দ্বারা প্রকাশ ও বিতরণ | মোহনলাল | ||
মধুরা রাজা | বৈশাখ | নেলসন ইপে | জি স্টুডিওজ ইন্টারন্যাশনাল দ্বারা প্রকাশ ও বিতরণ | ম্যামুট্টি আনুশ্রী জয় জগপাঠি বাবু |
|||
ফাঁকা | বেহজাদ খামবাটা | শ্রীকান্ত ভাসি নিশান্ত পিট্টি ও ছবি টনি ডিসুজা বিশাল রানা |
হিন্দি | জি স্টুডিওজ ইন্টারন্যাশনাল দ্বারা প্রকাশ ও বিতরণ | সানি দেওল করণ কাপাদিয়া করণভীর শর্মা ইশিতা দত্ত |
||
জজমেন্টাল হাই কি | প্রকাশ কোভেলমুডি | একতা কাপুর শোভা কাপুর শৈলেশ আর সিং |
জি স্টুডিওজ ইন্টারন্যাশনাল দ্বারা প্রকাশ ও বিতরণ | রাজকুমার রাও কঙ্গনা রানাউত |
|||
নেরকোন্ডা পারভাই | এইচ। বিনোথ | বনি কাপুর | তামিল | জি স্টুডিওজ-এর অধীনে নির্মিত | অজিথ কুমার শ্রদ্ধা শ্রনাথ অভিরামী ভেঙ্কটচালাম আন্দ্রেয়া তারিয়েন |
||
জবাড়িয়া জোদী | প্রশান্ত সিংহ | একতা কাপুর শোভা কাপুর শৈলেশ আর সিং |
হিন্দি | জি স্টুডিওজ ইন্টারন্যাশনাল দ্বারা প্রকাশ ও বিতরণ | সিদ্ধার্থ মালহোত্রা পরিণীতি চোপড়া |
||
স্বপ্নের মেয়ে | রাজ শান্দিল্যা | একতা কাপুর শোভা কাপুর |
জি স্টুডিওজ ইন্টারন্যাশনাল দ্বারা প্রকাশ ও বিতরণ | আয়ুষ্মান খুরানা নূশরাত ভুরুচা অন্নু কাপুর |
|||
প্রশস্তনাম | দেবা কত্ত | মানায়তা দত্ত | জি স্টুডিওজ ইন্টারন্যাশনাল দ্বারা প্রকাশ ও বিতরণ | সঞ্জয় দত্ত জ্যাকি শ্রফ মনীষা কৈরালা চুনকি পান্ডে আলী ফজল সত্যজিৎ দুবে |
|||
পানিপাত | আশুতোষ গোয়ারিকার | সুনিতা গোয়ারিকার রোহিত শেলাতক |
জি স্টুডিওজ ইন্টারন্যাশনাল দ্বারা প্রকাশ ও বিতরণ | অর্জুন কাপুর সঞ্জয় দত্ত কৃতি সানন |
|||
২০২০ | হ্যাক | বিক্রম ভট্ট | কৃষ্ণ ভট্ট আমার ঠাক্কর যতীন শেঠি |
জি স্টুডিওজ-এর অধীনে নির্মিত | হিনা খান রোহান শাহ মোহিত মালহোত্রা সিড মক্কার |
||
ভূত - প্রথম ভাগ: ভুতুড়ে জাহাজ | ভানু প্রতাপ সিংহ | হিরু যশ জোহর করণ জোহর অপূর্ব মেহতা শশাঙ্ক খৈতান |
জি স্টুডিওজ-এর অধীনে নির্মিত | ভিকি কৌশল ভূমি পেডনেকার আশুতোষ রানা |
|||
ডলি কিটি আর ওহ চমকতে সিতারে | অলঙ্কৃত শ্রীবাস্তব | শোভা কাপুর | জি স্টুডিওজ ইন্টারন্যাশনাল দ্বারা প্রকাশ ও বিতরণ | কনকনা সেন শর্মা ভূমি পেডনেকার |
|||
খালি পিলি | মকবুল খান | আলী আব্বাস জাফর হিমাংশু মেহরা |
জি স্টুডিওজ-এর অধীনে নির্মিত | ||||
একক ব্র্যাথুক এত উন্নত | সাববু | বি। ভি। এস। এন। প্রসাদ | তেলুগু | জি স্টুডিওজ ইন্টারন্যাশনাল দ্বারা প্রকাশ ও বিতরণ | সাঁই ধর্ম তেজ
নাভা নাটেশ |
||
তুফান | হিন্দি | জি স্টুডিওজ ইন্টারন্যাশনাল দ্বারা প্রকাশ ও বিতরণ | |||||
মাইদান | জি স্টুডিওজ-এর অধীনে নির্মিত | ||||||
ভালিমাই | এইচ। বিনোথ | বনি কাপুর | তামিল | জি স্টুডিওজ-এর অধীনে নির্মিত | আজিত কুমার | ||
২০২১ | কিসমত ২ | জগদীপ সিধু | অঙ্কিত বিজান নবনিতে নারুলা |
হিন্দি | জি স্টুডিওসযৌথভাবে প্রযোজনা করেছেন | অ্যামি ভার্ক সরগুন মেহতা তানিয়া |
|
রাধে | প্রভু দেবা | সালমান খান অতুল অগ্নিহোত্রি সোহেল খান |
হিন্দি | জি স্টুডিওজ আন্তর্জাতিকদ্বারা প্রকাশিত এবং বিতরণ করা হয়েছে | সালমান খান দিশা পাটানি রণদীপ হুদা মেঘা আকাশ | ||
আরো দেখুন
- এসেল ভিশন প্রোডাকশনস
তথ্যসূত্র
- Naman Ramachandran (৩০ মার্চ ২০১৭)। "India's Zee Flies 'Beyond the Clouds' With Iran's Majid Majidi (EXCLUSIVE)"। Variety।
- "Gadar – Ek Prem Katha"। bollywoodhungama। ১৫ জুন ২০০১।
- "Tabu's Grand Re-Entry in Tollywood"। telugu360। ২৫ জুলাই ২০১৬।
- "Gulaal"। Bollywoodhungama। ১৩ মার্চ ২০০৯।
- "Review: Arjun Rampal overshadows Sunny Deol in gripping 'Fox'"। zeenews.india। ৭ সেপ্টেম্বর ২০০৯।
- "आक्रोश"। hindi.filmibeat। ১৫ অক্টোবর ২০১০।
- "Jazbaa review - Aishwarya Rai Bachchan is back with a slo-mo Bollywood charge through murky legal soup"। Indian Television। ১০ অক্টোবর ২০১৫।
- "Film review: In Nagraj Manjule's spellbinding 'Sairat', hearts race but caste divides"। Indian Television। ২৯ এপ্রিল ২০১৬।
- "Ti Saddhya Kay Karte ( ती सध्या काय करते .. )"। marathimovieworld। ১৩ ডিসেম্বর ২০১৬।
বহিঃসংযোগ