জিৎ গাঙ্গুলী

জিৎ গাঙ্গুলী ভারতের একজন বিখ্যাত সংগীত পরিচালক এবং গায়ক[2] তিনি শুধু বাংলায়ই নয়, হিন্দিতেও সঙ্গীত পরিচালনা করেছেন। মুম্বইয়ের[1] একটি সংষ্কৃতিমনা পরিবারে জন্মগ্রহণ করেন তিনি। মাত্র ৩ বছর বয়সে সংগীতের দুনিয়ায় প্রবেশের ইচ্ছা জাগ্রত হয়েছিল তার মনে। কলকাতার বিখ্যাত সঙ্গীতজ্ঞ ব্যক্তি কলি গাঙ্গুলীর নিকট তিনি উপমহাদেশীয় সংগীত সঙ্গীত শেখেন। কলি গাঙ্গুলীই তার পিতা এবং 'গুরু'। পক্ষান্তরে তিনি কার্লটন কিটোর নিকট পাশ্চাত্য সংগীত শেখেন। সঙ্গীতের এই দুই ধারায় পারদর্শী হয়ে তিনি বলিউড এবং টলিউডে অনবদ্য কিছু সঙ্গীত পরিচালনা করেন।

জিৎ গাঙ্গুলী
জিৎ গাঙ্গুলী
জন্ম
চন্দ্রজিৎ গাঙ্গুলী

(1977-05-23) ২৩ মে ১৯৭৭
জাতীয়তা ভারতীয়
পেশাসংগীত পরিচালক, গায়ক
কর্মজীবন২০০১-বর্তমান
দাম্পত্য সঙ্গীচন্দ্রাণী গাঙ্গুলী [1]

প্রাথমিক জীবন এবং শিক্ষা

গাঙ্গুলী তিন বছর বয়সে সঙ্গীত বিশ্বের শুরু হয়। তিনি বরানগর রামকৃষ্ণ মিশন আশ্রম উচ্চ বিদ্যালয় তার বিদ্যালয় জীবনের সমাপ্তি করেন। পরে তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হন। তার পিতা কালী গাঙ্গুলী এবং তার পিসিমা শিবানী রায়চৌধুরী এর নির্দেশনায় ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীততে তিনি প্রশিক্ষণপ্রাপ্ত। তিনি পাশ্চাত্য শাস্ত্রীয় সঙ্গীত, জ্যাজ এবং জ্যাজ গিটারবাদী কার্লটন কিটো -এর থেকে শিক্ষা গ্রহণ করেন।

পেশা

সঞ্জয় গান্ধী তেরে লিয়ে চলচ্চিত্রের জন্য তাকে এবং প্রিতমকে সঙ্গীত পরিচালনার দায়িত্ব দেন। এরপর যশরাজ ফিল্মস-এর অধীনে মেরে ইয়ার কি শাদি হ্যায় চলচ্চিত্রেও এই জুটি সঙ্গীত পরিচালনার দায়িত্ব পায়। সঞ্জয় গান্ধী এই চলচ্চিত্রের পরিচালক ছিলেন।

এরপর তিনি বহু চলচ্চিত্র, ধারাবাহিক এবং অন্যান্য জায়গায় সঙ্গীত পরিচালনা করেন। বর্তমানে তিনি অন্যতম সেরা সঙ্গীত পরিচালক। হিন্দিতে আশিকি ২ চলচ্চিত্রের গানগুলি অত্যন্ত জনপ্রিয় হয়।[3] এছাড়া বাংলা চলচ্চিত্রে তিনি সেদিন দেখা হয়েছিল, চ্যালেঞ্জ, চ্যালেঞ্জ ২, আওয়ারা, রংবাজ[4] সহ বেশকয়েকটি চলচ্চিত্রে দুর্দান্ত জনপ্রিয় কিছু গান নির্মাণ করেন।

সংগীত পরিচালিত চলচ্চিত্র

সমালোচনা

বাংলার অন্যতম সেরা সঙ্গীত পরিচালক জিৎ গাঙ্গুলী সম্পর্কে অনেকেই বলে থাকেন, তিনি নিজের সেরা গানগুলো নিজেই গেয়ে থাকেন।[5] তবে তিনি নিজে তা অস্বীকার করেন।[5]

পুরস্কার

বাংলা চলচ্চিত্রের জন্য

নম্বরবছরচলচ্চিত্রপুরস্কারবিভাগ
০১২০০৬যুদ্ধলাক্স ইটিভি বেঙ্গলি ফিল্ম অ্যাওয়ার্ডসেরা সঙ্গীত পরিচালক
০২২০০৬শুভদৃষ্টিআনন্দলোক অ্যাওয়ার্ডসেরা সঙ্গীত পরিচালক
০৩২০০৭এমএলএ ফাটাকেষ্টটেলিসিনে অ্যাওয়ার্ডসেরা সঙ্গীত পরিচালক
০৪২০০৮মিনিস্টার ফাটাকেষ্টটেলিসিনে অ্যাওয়ার্ডসেরা সঙ্গীত পরিচালক
০৫২০০৯চিরদিনই তুমি যে আমারআনন্দলোক অ্যাওয়ার্ডসেরা সঙ্গীত পরিচালক
০৬২০১০চ্যালেঞ্জআনন্দলোক অ্যাওয়ার্ডসেরা সঙ্গীত পরিচালক
০৭২০১০পরাণ যায় জ্বলিয়া রেস্টার জলসা এন্টারটেইনমেন্ট অ্যাওয়ার্ডসেরা সঙ্গীত পরিচালক
০৮২০১৩বাপি বাড়ি যাটেলিসিনে অ্যাওয়ার্ড সেরা সঙ্গীত পরিচালক
০৯২০১৪বস কলাকার অ্যাওয়ার্ডসেরা সঙ্গীত পরিচালক
১০২০১৪বসরেডিও মির্চি বেঙ্গলি অ্যাওয়ার্ডসেরা সঙ্গীত পরিচালক
১১২০১৪রংবাজজি বাংলার গৌরব সম্মানসেরা সঙ্গীত পরিচালক
১২২০১৪' ফিল্মফেয়ার ইস্ট অ্যাওয়ার্ডসেরা সঙ্গীত পরিচালক

হিন্দি চলচ্চিত্রের জন্য

নম্বরবছরচলচ্চিত্রপুরস্কারবিভাগ
০১২০০৯মর্নিং ওয়ার্করেডিও মির্‌চি মিউজিক অ্যাওয়ার্ডসেরা আপকামিং সঙ্গীত পরিচালক
০২২০১৪আশিকি ২ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডসেরা সঙ্গীত পরিচালক
০৩২০১৪আশিকি ২জিআইএমএ অ্যাওয়ার্ডসেরা সঙ্গীত পরিচালক
০৪২০১৪আশিকি ২জি সিনে অ্যাওয়ার্ডসেরা সঙ্গীত পরিচালক
০৫২০১৪আশিকি ২আইফা অ্যাওয়ার্ডসেরা সঙ্গীত পরিচালক

তথ্যসূত্র

  1. "Jeet Ganguly Wiki and Biography"http://www.filmyfolks.com/। filmyfolks.com। ২৫ জুন ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ জুলাই ২০১৫ |ওয়েবসাইট= এ বহিঃসংযোগ দেয়া (সাহায্য)
  2. http://www.imdb.com/name/nm1188199/
  3. http://www.bollywoodhungama.com/movies/features/type/view/id/5053
  4. "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ১১ সেপ্টেম্বর ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১২ অক্টোবর ২০১৩
  5. "যতই ঘুড়ি ওড়াও লাটাই তো আমার হাতে"আনন্দবাজার পত্রিকা। সংগ্রহের তারিখ ২৯ জানুয়ারি ২০১৪

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.