জিয়ারকান্দি ইউনিয়ন

জিয়ারকান্দি বাংলাদেশের কুমিল্লা জেলার অন্তর্গত তিতাস উপজেলার একটি ইউনিয়ন

জিয়ারকান্দি
ইউনিয়ন
৮নং জিয়ারকান্দি ইউনিয়ন পরিষদ
জিয়ারকান্দি
জিয়ারকান্দি
বাংলাদেশে জিয়ারকান্দি ইউনিয়নের অবস্থান
স্থানাঙ্ক: ২৩°৩১′ উত্তর ৯০°৫০′ পূর্ব
দেশবাংলাদেশ
বিভাগচট্টগ্রাম বিভাগ
জেলাকুমিল্লা জেলা
উপজেলাতিতাস উপজেলা 
সরকার
  চেয়ারম্যানমোহাম্মদ আলী আশরাফ
আয়তন
  মোট১৪ বর্গকিমি (৫ বর্গমাইল)
জনসংখ্যা (২০১১)
  মোট২৯,৫০০
  জনঘনত্ব২,১০০/বর্গকিমি (৫,৫০০/বর্গমাইল)
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
পোস্ট কোড৩৫১৬
ওয়েবসাইটপ্রাতিষ্ঠানিক ওয়েবসাইট

আয়তন

জিয়ারকান্দি ইউনিয়নের আয়তন ১৪ বর্গ কিলোমিটার।

জনসংখ্যা

জিয়ারকান্দি ইউনিয়নের জনসংখ্যা ২৯,৫০০ জন।

অবস্থান ও সীমানা

তিতাস উপজেলার দক্ষিণাংশে জিয়ারকান্দি ইউনিয়নের অবস্থান। এ ইউনিয়নের উত্তরে মজিদপুর ইউনিয়নকড়িকান্দি ইউনিয়ন, পূর্বে নারান্দিয়া ইউনিয়ন, দক্ষিণে দাউদকান্দি উপজেলার জিংলাতলী ইউনিয়নগৌরীপুর ইউনিয়ন এবং পশ্চিমে দাউদকান্দি পৌরসভা অবস্থিত।

প্রশাসনিক কাঠামো

জিয়ারকান্দি ইউনিয়ন তিতাস উপজেলার আওতাধীন ৮নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম তিতাস থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ২৫০নং নির্বাচনী এলাকা কুমিল্লা-২ এর অংশ। গোমতি নদীর তীরে ৭টি গ্রাম নিয়ে এ ইউনিয়ন গঠিত।[1] গ্রামগুলো হল:

  • জিয়ারকান্দি
  • নোওয়াগাঁও
  • শোলাকান্দি
  • দড়িকান্দি
  • গোপালপুর
  • বাঘাইরামপুর
  • চেংগাতুলী

জনপ্রতিনিধি

  • বর্তমান চেয়ারম্যান: মোহাম্মদ আলী আশরাফ

আরও দেখুন

তথ্যসূত্র

  1. "এক নজরে - ৮নং জিয়ারকান্দি ইউনিয়ন - ৮নং জিয়ারকান্দি ইউনিয়ন"zearkandiup.comilla.gov.bd। ২০ মে ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২১ জুলাই ২০১৭

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.