জিয়াউল রোশান

জিয়াউল রোশান একজন বাংলাদেশী চলচ্চিত্র অভিনেতা ও মডেল যিনি বাংলাদেশী এবং ভারতীয় বাংলা ছায়াছবিতে অভিনয় করেন। তার প্রথম চলচ্চিত্র রক্ত ২০১৬ সালের ১৩ সেপ্টেম্বর মুক্তি পায়। [1] জিয়াউলের ডাক নাম রিক্ত।[2]

জিয়াউল রোশান
জিয়াউল রোশান
জন্ম
জাতীয়তাবাংলাদেশী
পেশাঅভিনেতা, মডেল
পরিচিতির কারণরক্ত, ধ্যাততেরিকি, ককপিট, বেপরোয়া

কর্মজীবন

রোশান মডেলিং এর মাধ্যমে কর্মজীবন শুরু করেন। ২০১৬ সালে রক্ত চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্রজীবন শুরু করেন। রক্তে তার বিপরীতে অভিনয় করেন পরীমনি[3] চলচ্চিত্রটি ২০১৬ সালের ঈদুল আযহায় বাংলাদেশ এবং ভারতে মুক্তি পায়।[4] বাংলাদেশ ভারত যৌথ প্রযোজনায় নির্মিত ধ্যাততেরিকি তার দ্বিতীয় চলচ্চিত্র। শামিম আহমেদ রনি পরিচালিত ছবিটিতে আরো আছেন ফারিন খান, আরিফিন শুভ এবং নুসরাত ফারিয়া মাজহার। ২০১৭ সালে মুক্তি পায় তার অভিনীত ভারতীয় বাংলা চলচ্চিত্র ককপিট। অভিনেতা দেব প্রযোজিত এই ছবিতে তিনি দেবের সাথে পার্শ্ব ভূমিকায় অভিনয় করেন।[5]

বর্তমানে তিনি পরিচালক জুটি ইস্পাহানী-আরিফ জাহানের সুন্দরীতমা চলচ্চিত্রে কাজ করছেন।[6]

চলচ্চিত্রের তালিকা

বছর চলচ্চিত্র চরিত্র সহ-শিল্পী পরিচালক টীকা সুত্র
২০১৬ রক্ত[7] রোশান পরিমণি ওয়াজেদ আলী সুমন অভিষেক চলচ্চিত্র, ভারত-বাংলাদেশ যৌথ প্রযোজনার চলচ্চিত্র
২০১৭ ধ্যাততেরিকি সালমান ফারিন খান, আরিফিন শুভ, নুসরাত ফারিয়া শামীম আহমেদ রনি বাংলাদেশী চলচ্চিত্র
ককপিট নীল রুক্মিণী মৈত্র, দেব, কোয়েল মল্লিক কমলেশ্বর মুখোপাধ্যায় ভারতীয় চলচ্চিত্র
২০১৯ বেপরোয়া রুবেল ববি রাজা চন্দ ইন্দো-বাংলা চলচ্চিত্র
২০২১ মেকআপ পাভেল নিপা আহমেদ রিয়েলি, তারিক আনাম খান অনন্য মামুন [8][9]
চোখ জয় শবনম বুবলি, নিরব আসিফ ইকবাল জুয়েল
২০২২ মুখোশ সায়ন পরিমণি ইফতেখার শুভ
সাইকো পূজা চেরি রায় অনন্য মামুন
কার্নিশ ভিকি জাহেদ
শুক্লপক্ষ হুমায়ুন সুনেরাহ বিনতে কামাল, খাইরুল বাসার ভিকি জাহেদ
আনন্দী তমা মির্জা মাহমুদ হাসান শিকদারমাসুদ মহিউদ্দিন
আশির্বাদ মাহিয়া মাহি মোস্তাফিজুর রহমান মানিক
অপারেশন সুন্দরবন রিশান দর্শনা বণিক, রিয়াজ, সিয়াম আহমেদ, নুসরাত ফারিয়া দীপংকর সেনগুপ্ত দীপন
২০২৩ জ্বীন পূজা চেরি নাদের চৌধুরী [10]
পাপ: (প্রথম চাল) জিসান ববি, জাকিয়া কামাল মুন মাহা, আরিয়ানা জামান সৈকত নাসির [11]
নির্মাণাধীন ওস্তাদdouble-dagger উষ্ণ হক, তাসকিন রহমান সাইফ চন্দন
উন্মাদdouble-dagger অধরা খান অপূর্ব-রানা
ফাইটারdouble-dagger শিরিন শিলা মোহাম্মদ ইকবাল
রিভেঞ্জdouble-dagger শবনম বুবলি মোহাম্মদ ইকবাল
গুলশানের চামেলিdouble-dagger মোহাম্মদ ইকবাল
জামদানিdouble-dagger শিবা আলী খান অনিরুদ্ধ রাসেল
মায়া: দ্য লাভdouble-dagger শবনম বুবলি, সায়মন সাদিক, আনিসুর রহমান মিলন জসিম উদ্দিন জাকির
কর্পোরেটdouble-dagger রায়ান আঁচল ফরিদুল ইসলাম ওয়েব চলচ্চিত্র
নাকফুলdouble-dagger পূজা চেরি রায় অলক হাসান
বিট্রেdouble-dagger শবনম বুবলি, ডিপজল মোহাম্মদ ইকবাল
প্রেম পুরাণdouble-dagger শবনম বুবলি মাসুদ মহিউদ্দিনমাহমুদ হাসান শিকদার
লন্ডন লাভdouble-dagger শবনম বুবলি সৈকত নাসির
এবার তোরা মানুষ হোdouble-dagger ববি শামীম আহমেদ রনি
মীরজাফর: চ্যাপ্টার টুdouble-dagger ফেরদৌস আহমেদ, শ্রাবন্তী চ্যাটার্জি, প্রিয়াঙ্কা সরকারসৌরভ দাস সৃজিত মুখোপাধ্যায়
এক্সকিউজ মিdouble-dagger আশনা হাবিব ভাবনা রায়হান খান
অপলাপdouble-dagger প্রিয়ন্তী উর্বি মোহাম্মদ আলী মুন্না ওয়েব ফিল্ম
তুমি যেখানে আমি সেখানেdouble-dagger শবনম বুবলি দেবাশীষ বিশ্বাস

তথ্যসূত্র

  1. "'রক্ত' গরম পরীমনির!"। বাংলানিউজটুয়েন্টিফোর.কম।
  2. "কে এই বার্বিডল"ভোরের কাগজ। ১৪ ফেব্রুয়ারি ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৩ সেপ্টেম্বর ২০১৭
  3. "নতুন নায়ক রোশান"দৈনিক প্রথম আলো। ১ মে ২০১৬। সংগ্রহের তারিখ ২৩ সেপ্টেম্বর ২০১৭
  4. "আবার রোশান"দৈনিক প্রথম আলো। ২১ জানুয়ারি ২০১৭। সংগ্রহের তারিখ ২৩ সেপ্টেম্বর ২০১৭
  5. "কলকাতার ছবি ককপিটে দেবের সঙ্গে রোশান"দৈনিক কালের কণ্ঠ। ১৫ জুন ২০১৭। সংগ্রহের তারিখ ২৩ সেপ্টেম্বর ২০১৭
  6. "'সুন্দরীতমা'য় চুক্তিবদ্ধ রোশান"দৈনিক প্রথম আলো। ২৩ জানুয়ারি ২০১৯। সংগ্রহের তারিখ ২৬ মার্চ ২০১৯
  7. "I want to be a serious actor:Ziaul Roshan"নিউ এজ (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৩ জুন ২০১৬
  8. "ঘুরে দাঁড়ানোর বছর ২০২০!"চ্যানেল আই অনলাইন। ২০২০-০১-০১। সংগ্রহের তারিখ ২০২০-০১-০২
  9. "সাইফ চন্দনের 'ওস্তাদ' রোশান"NTV Online। ২০১৯-১১-২৬। সংগ্রহের তারিখ ২০১৯-১২-০১
  10. পূজা চেরি, মানবজমিন কর্ম=দৈনিক মানবজমিন। "ঈদে মুক্তি পেল ৮ সিনেমা"
  11. "২ ঘণ্টা সিনেমা দেখে এন্ড ক্লাইম্যাক্স বলতে পারলেই মিলবে ২০ হাজার টাকা"চ্যানেল টোয়েন্টিফোর

বহিঃসংযোগ

বাংলা মুভি ডেটাবেজে জিয়াউল রোশান

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.