জিয়াউর রহমান খান
জিয়াউর রহমান খান (আনু. ১৯৪৬–২৪ এপ্রিল ২০২১) বাংলাদেশী রাজনীতিবিদ ও আইনজীবী যিনি তৎকালীন ঢাকা-১৩ আসনের সংসদ সদস্য ছিলেন। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতা ও বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ছিলেন।
ব্যারিস্টার জিয়াউর রহমান খান | |
---|---|
ঢাকা-১৩ আসনের সংসদ সদস্য | |
কাজের মেয়াদ ২৭ ফেব্রুয়ারি ১৯৯১ – ২৯ অক্টোবর ২০০৬ | |
পূর্বসূরী | খান মোহাম্মদ ইসরাফিল |
উত্তরসূরী | জাহাঙ্গীর কবির নানক |
ব্যক্তিগত বিবরণ | |
জন্ম | আনু. ১৯৪৬ বালিয়া, ধামরাই, ঢাকা, বেঙ্গল প্রেসিডেন্সি, ব্রিটিশ ভারত। (বর্তমান বাংলাদেশ) |
মৃত্যু | ২৪ এপ্রিল ২০২১ ঢাকা |
মৃত্যুর কারণ | কোভিড-১৯ |
জাতীয়তা | ব্রিটিশ ভারত (১৯৪৭ সাল পর্যন্ত) পাকিস্তান (১৯৭১ সালের পূর্বে) বাংলাদেশ |
রাজনৈতিক দল | বাংলাদেশ জাতীয়তাবাদী দল |
সন্তান | এক ছেলে, এক মেয়ে |
পিতামাতা | আতাউর রহমান খান (পিতা) |
প্রাথমিক ও পারিবারিক জীবন
জিয়াউর রহমান খান ঢাকা জেলার ধামরাই উপজেলার বালিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতা আতাউর রহমান খান ১৯৫৬ সালে পূর্ব পাকিস্তানের মূখ্যমন্ত্রী এবং ৩০ মার্চ ১৯৮৪ সাল থেকে ১ জানুয়ারি ১৯৮৫ সাল পর্যন্ত বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন।
কর্মজীবন
জিয়াউর রহমান খান বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ছিলেন।
রাজনৈতিক জীবন
জিয়াউর রহমান খান ১৯৯১ সালের পঞ্চম, ১৫ ফেব্রুয়ারি ১৯৯৬ সালের ষষ্ঠ, ১২ জুন ১৯৯৬ সালের সপ্তম ও ২০০১ সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থী হিসাবে তৎকালীন ঢাকা-১৩ (বর্তমান ঢাকা-২০) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।[1][2][3][4]
২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থী হিসাবে ঢাকা-২০ আসন থেকে পরাজিত হয়েছিলেন।[5]
মৃত্যু
জিয়াউর রহমান খান ২৪ এপ্রিল ২০২১ সালে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ঢাকার তেজগাঁওয়ের ইমপালস হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।[6]
তথ্যসূত্র
- "৫ম জাতীয় সংসদে নির্বাচিত মাননীয় সংসদ-সদস্যদের নামের তালিকা" (পিডিএফ)। জাতীয় সংসদ। বাংলাদেশ সরকার। ১৭ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা।
- "৬ষ্ঠ জাতীয় সংসদে নির্বাচিত মাননীয় সংসদ-সদস্যদের নামের তালিকা" (পিডিএফ)। জাতীয় সংসদ। বাংলাদেশ সরকার। ১৫ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা।
- "৭ম জাতীয় সংসদে নির্বাচিত মাননীয় সংসদ-সদস্যদের নামের তালিকা" (পিডিএফ)। জাতীয় সংসদ। বাংলাদেশ সরকার। ২৪ সেপ্টেম্বর ২০১৫ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা।
- "৮ম জাতীয় সংসদে নির্বাচিত মাননীয় সংসদ-সদস্যদের নামের তালিকা" (পিডিএফ)। জাতীয় সংসদ। বাংলাদেশ সরকার। ১৮ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা।
- "জিয়াউর রহমান খান, আসন নং: ১৯৩, ঢাকা-২০, দল: বিএনপি (ধানের শীষ)"। দৈনিক প্রথম আলো। সংগ্রহের তারিখ ২৫ এপ্রিল ২০২১।
- "করোনায় মারা গেলেন বিএনপির সাবেক এমপি জিয়াউর রহমান খান"। জাগোনিউজ২৪.কম। ২৫ এপ্রিল ২০২১। সংগ্রহের তারিখ ২৫ এপ্রিল ২০২১।