জিম্মি (ওয়েব ধারাবাহিক)
জিম্মি একটি বাংলাদেশী ওয়েব ধারাবাহিক।[1] লিখেছেন আব্দুল্লাহ জহির বাবু।[2] এটি নির্মাণ করেছেন মনতাজুর রহমান আকবর।[3] প্রধান চরিত্রে এবং প্রযোজনায় আছেন ডিপজল।[4] আরও অভিনয় করছেন শহীদুজ্জামান সেলিম, মাহামুদুল ইসলাম মিঠু শিরিন শিলা, তারেক, মিম মানতাসা, ফখরুল বাশার মাসুম, মিলি বাশার, দিপু রায়হান।[4][5][6]
জিম্মি | |
---|---|
নির্মাতা | মনতাজুর রহমান আকবর |
লেখক | আব্দুল্লাহ জহির বাবু |
অভিনয়ে | ডিপজল শহীদুজ্জামান সেলিম মাহামুদুল ইসলাম মিঠু শিরিন শিলা তারেক মিম মানতাসা ফখরুল বাশার মাসুম মিলি বাশার দিপু রায়হান |
সুরকার | অমিত চ্যাটার্জী |
মূল দেশ | বাংলাদেশ |
মূল ভাষা | বাংলা |
মৌসুমের সংখ্যা | ১ |
পর্বের সংখ্যা | ৭ (পর্বের তালিকা) |
নির্মাণ | |
প্রযোজক | ডিপজল |
নির্মাণের স্থান | সাভার |
চিত্রগ্রাহক | সবুজ |
অভিনয়
- ডিপজল - বারুদ/ অবসরপ্রাপ্ত দারোগা
- শহিদুজ্জামান সেলিম - বান্নাহ/ ঋজুর বাবা
- শিরিন শিলা - সিন্থিয়া
- তারেক - ঋজু
- মিম মানতাসা - পুস্প
- ফখরুল বাশার মাসুম - মুসা আহমেদ
- মাহামুদুল ইসলাম মিঠু - হান্নান
- মিলি বাশার - পুস্প'র মা
- দিপু রায়হান - গিট্টূ
নির্মাণ
২০২২ সালের জানুয়ারি ১ তারিখ থেকেই সাভারে ডিপজলের শুটিং হাউজে মহরতের মাধ্যমে শুটিং শুরু হয়, ১৫ জানুয়ারি পরজুন্ত চলে।[7]
তথ্যসূত্র
- agaminews.com (1640770549)। "'জিম্মি' নিয়ে এবার ওয়েব সিরিজে ডিপজল"। agaminews.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ 2021-12-31। এখানে তারিখের মান পরীক্ষা করুন:
|তারিখ=
(সাহায্য) - "এবার ওয়েব সিরিজে ডিপজল"। jagonews24.com। সংগ্রহের তারিখ ২০২১-১২-৩১।
- Pratidin, Bangladesh (২০২১-১২-২৯)। "এবার ওয়েব সিরিজে ডিপজল"। বাংলাদেশ প্রতিদিন। সংগ্রহের তারিখ ২০২১-১২-৩১।
- "এবার ওয়েব সিরিজে ডিপজল"। দৈনিক ইত্তেফাক। সংগ্রহের তারিখ ২০২১-১২-৩১।
- রিপোর্ট, বিনোদন। "প্রথমবারের মতো ওয়েব সিরিজে ডিপজল"। DailyInqilabOnline (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২১-১২-৩১।
- "প্রথমবার ওয়েব সিরিজে শিরীন শিলা"। Jugantor (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২১-১২-৩১।
- "নিজ বাড়িতে 'জিম্মি' শুরু করলেন ডিপজল" (ইংরেজি ভাষায়)। ২০২২-০১-০২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২২-০১-০২।
বহিঃসংযোগ
- ইন্টারনেট মুভি ডেটাবেজে জিম্মি (ইংরেজি)
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.