জিবুতীয় ফুটবল ফেডারেশন
জিবুতীয় ফুটবল ফেডারেশন (ফরাসি: Fédération Djiboutienne de Football, ইংরেজি: Djiboutian Football Federation; এছাড়াও সংক্ষেপে এফডিএফ নামে পরিচিত) হচ্ছে জিবুতির ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। এই সংস্থাটি ১৯৭৯ সালে প্রতিষ্ঠিত হয়েছে। এটি প্রতিষ্ঠার ১৫ বছর পর ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফার সদস্যপদ লাভ করে, এর পাশাপাশি একই বছরে সংস্থাটি তাদের আঞ্চলিক সংস্থা ক্যাফের সদস্যপদ লাভ করে। এই সংস্থার সদর দপ্তর জিবুতির রাজধানী জিবুতিতে অবস্থিত।
ক্যাফ | |
---|---|
প্রতিষ্ঠিত | ১৯৭৯[1] |
সদর দপ্তর | জিবুতি, জিবুতি |
ফিফা অধিভুক্তি | ১৯৯৪[1] |
ক্যাফ অধিভুক্তি | ১৯৯৪ |
সভাপতি | সুলাইমান হাসান ওয়াবেরি |
সহ-সভাপতি | মুহাম্মদ ইউনিস |
ওয়েবসাইট | www |
এই সংস্থাটি জিবুতির পুরুষ, নারী এবং অনূর্ধ্ব-২৩ দলের পাশাপাশি ঘরোয়া ফুটবলে জিবুতি প্রিমিয়ার লীগ, জিবুতি কাপ এবং জিবুতি সুপার কাপের মতো প্রতিযোগিতার সকল কার্যক্রম পরিচালনা করে। বর্তমানে জিবুতীয় ফুটবল ফেডারেশনের সভাপতির দায়িত্ব পালন করছেন সুলাইমান হাসান ওয়াবেরি এবং সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন ইউসুফ আহমেদ।
কর্মকর্তা
- ২২ সেপ্টেম্বর ২০২০ পর্যন্ত হালনাগাদকৃত।[1]
অবস্থান | নাম |
---|---|
সভাপতি | সুলাইমান হাসান ওয়াবেরি |
সহ-সভাপতি | মুহাম্মদ ইউনিস |
সাধারণ সম্পাদক | ইউসুফ আহমেদ |
কোষাধ্যক্ষ | হাররিদ মুহাম্মদ আলি |
গণমাধ্যম এবং যোগাযোগ পরিচালক | |
প্রযুক্তিগত পরিচালক | ইয়ান দানিয়েলু |
ফুটসাল সমন্বয়কারী | |
জাতীয় দলের কোচ (পুরুষ) | জুলিয়েন মেত্তে |
জাতীয় দলের কোচ (নারী) | সারাহ এমবারেক |
রেফারি সমন্বয়কারী | আদে রবলেহ |
তথ্যসূত্র
- "অ্যাসোসিয়েশনের তথ্য"। fifa.com (ইংরেজি ভাষায়)। ফিফা। ৪ জুলাই ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২২ সেপ্টেম্বর ২০২০।
বহিঃসংযোগ
- প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট (ফরাসি)
- ফিফা-এ জিবুতীয় ফুটবল ফেডারেশন ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২২ জুন ২০১৮ তারিখে (ইংরেজি)
- ক্যাফ-এ জিবুতীয় ফুটবল ফেডারেশন (ইংরেজি)