জিন্দগি না মিলেগি দোবারা

জিন্দেগী না মিলেগী দোবারা (হিন্দি: ज़िन्दगी न मिलेगी दोबारा; বাংলায়: জীবন দ্বিতীয়বার পাওয়া যাবে না) জয়া আখতার পরিচালিত ২০১১ সালের ভারতীয় কমেডি-নাট্য চলচ্চিত্র। ফারহান আখতার ও এক্সেল এন্টারটেইনমেন্টের রিতেশ সিদ্ধানি চলচ্চিত্রটি প্রযোজনা করেছেন। ছবির কাহিনী ও চিত্রনাট্য লিখেছেন জয়া আখতার ও রিমা কাগতি। এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন হৃতিক রোশন, অভয় দেওল, ফারহান আখতার, ক্যাটরিনা কাইফ, ও কাল্কি কেকল্যাঁ

জিন্দেগী না মিলেগী দোবারা
ज़िन्दगी न मिलेगी दोबारा
পরিচালকজয়া আখতার
প্রযোজক
চিত্রনাট্যকার
কাহিনিকার
  • জয়া আখতার
  • রিমা কাগতি
শ্রেষ্ঠাংশে
সুরকারশঙ্কর-এহসান-লয়
চিত্রগ্রাহককার্লোস কাতালান
সম্পাদকরিতেশ সোনি
আনন্দ সুবায়া
প্রযোজনা
কোম্পানি
এক্সেল এন্টারটেইনমেন্ট প্রাইভেট লিমিটেড
পরিবেশকইরোস এন্টারটেইনমেন্ট
মুক্তি
  • ১৫ জুলাই ২০১১ (2011-07-15)
দৈর্ঘ্য১৫৭ মিনিট[1]
দেশভারত
ভাষাহিন্দি
নির্মাণব্যয়₹৫৫ কোটি[2]
আয়₹১৫৩ কোটি

চলচ্চিত্রটি ২০১১ সালের ২৭ মে প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়ার কথা থাকলেও তারিখ পিছিয়ে ২৪ জুন নিয়ে যাওয়া হয় এবং পোস্ট-প্রডাকশনে কিছু ত্রুটি থাকায় আবার তারিখ পরিবর্তন করে ১৫ জুলাই বিশ্বব্যাপী ১৮০০ প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়া হয়। ছবিটি ব্যবসাসফল হয় পাশাপাশি সমালোচকদের প্রশংসা লাভ করে।[3] ছবিটি ৫৯তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শ্রেষ্ঠ নৃত্য পরিচালনা ও শব্দগ্রহণের পুরস্কার,[4] শ্রেষ্ঠ চলচ্চিত্রচলচ্চিত্র সমালোচক পুরস্কার সহ সাতটি ফিল্মফেয়ার পুরস্কার, সেরা চলচ্চিত্র বিভাগে স্ক্রিন পুরস্কার, স্টার গিল্ড পুরস্কার, ও জি সিনে পুরস্কার লাভ করে।

কাহিনী সংক্ষেপ

কবির ও নাতাশার সাক্ষাতের ছয় মাস পর তাদের বাগদান হয়। কবির বিয়ের আগে তার দুই ছোটবেলার বন্ধু অর্জুন ও ইমরানকে নিয়ে ব্যাচেলর পার্টি দিতে চায়। পার্টি হবে তিন সপ্তাহের রোড ট্রিপ যা তারা তাদের কলেজ জীবন থেকেই ভেবে আসছে কিন্তু করতে পারছিল না। তারা বার্সেলোনায় একে অপরের সাথে দেখা করে এবং ভ্রমণে বেড়িয়ে পরে।

কুশীলব

সঙ্গীত

জিন্দেগী না মিলেগী দোবারা চলচ্চিত্রের সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন শঙ্কর-এহসান-লয়। গানের কথা লিখেছেন জাভেদ আখতার। এই চলচ্চিত্রে একটি ফ্লামেঙ্কো সঙ্গীত "সেনোরিতা" গানটিতে কণ্ঠ দেন স্পেনীয় ফ্লামেঙ্কো গায়িকা মারিয়া দেল মার ফার্নান্দেজ। এটি তার চলচ্চিত্রের নেপথ্য গানে অভিষেক ছিল।[5] পাশাপাশি এটি অভয় দেওলেরও চলচ্চিত্রের নেপথ্য গানে অভিষেক ছিল।[6] ২০১১ সালের ৩ জুন টি-সিরিজ এই চলচ্চিত্রের গান প্রকাশ করে।[7]

গানের তালিকা

নং.শিরোনামকণ্ঠশিল্পীদৈর্ঘ্য
১."দিল দড়কনে দো"শঙ্কর মহাদেবন, সুরজ জগন, জয় বড়ুয়া৩:৫১
২."ইক জুনুন"শঙ্কর মহাদেবন, বিশাল দাদলানি, এহসান নুরানি, আলিসা মেন্ডনসা, গুলরাজ সিং৫:০০
৩."খাবো কি পরিন্দে"আলিসা মেন্ডনসা, মোহিত চৌহান৪:১৩
৪."সেনোরিতা"ফারহান আখতার, হৃতিক রোশন, অভয় দেওল, মারিয়া দেল মার ফার্নান্দেজ৩:৫১
৫."দের লাগি লেকিন"শঙ্কর মহাদেবন৫:৫৭
৬."সুরজ কি বাহু মে"লয় মেন্ডনসা, ডমিনিক সিরেজো, ক্লিন্টন সিরেজো৩:২৫

মুক্তি

জিন্দেগী না মিলেগী দোবারা ছবিটি মুক্তি দেওয়ার তারিখ ধার্য করা হয় ২৭ মে, ২০১১,[8] কিন্তু পরে পিছিয়ে ২৪ জুন নেওয়া হয়।[9] পরে পোস্ট-প্রডাকশনে ত্রুটির কারণে আবার পিছিয়ে ১৫ জুলাই মুক্তি দেওয়া হয়। ছবিটি বিশ্বব্যাপী ১৮০০ প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়া হয়। ১৬ জুলাই ক্যাটরিনা কাইফের জন্মদিন উপলক্ষ্যে শাহরুখ খানের বাড়িতে ছবিটির একটি বিশেষ প্রদর্শনী হয়। প্রদর্শনীতে ছবির অভিনয়শিল্পী ও কলাকুশলীসহ আরও কয়েকজন সেলিব্রেটি অংশ নেয়।[10]

হোম মিডিয়া

২০১১ সালের ৩০ আগস্ট এই চলচ্চিত্রের ডিভিডি প্রকাশ করা হয়।[11] এটি ডলবি ডিজিটাল ৫.১ এবং স্টেরিও ফরম্যাটে ইংরেজি ও আরবী সাবটাইটেলে পাওয়া যায়। পাশাপাশি ছবিটির ব্লু-রে ডিস্কও প্রকাশিত হয়েছে।[12]

তথ্যসূত্র

  1. "Zindagi Na Milegi Dobara"ব্রিটিশ বোর্ড অফ ফিল্ম ক্ল্যাসিফিকেশন। সংগ্রহের তারিখ ১৭ এপ্রিল ২০১৭
  2. "Zindagi Na Milegi Dobara breaks even"হিন্দুস্তান টাইমস। ১৯ জুলাই ২০১১। সংগ্রহের তারিখ ১৭ এপ্রিল ২০১৭
  3. "Editor Milega Kya Dobara?"দ্য টাইমস অফ ইন্ডিয়া। ২৩ এপ্রিল ২০১১। সংগ্রহের তারিখ ১৭ এপ্রিল ২০১৭
  4. Bhushan, Nyay (৩ জুলাই ২০১২)। "India's 59th National Film Awards"দ্য হলিউড রিপোর্টার। সংগ্রহের তারিখ ১৭ এপ্রিল ২০১৭
  5. Verma, Sukanya (১০ জুন ২০১১)। "Review: Zindagi Na Milegi... music is delightful"রেডিফ। সংগ্রহের তারিখ ১৭ এপ্রিল ২০১৭
  6. "Abhay Deol sings again!"সিফি মুভিজ। ৬ অক্টোবর ২০১১। ১১ অক্টোবর ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৭ এপ্রিল ২০১৭
  7. "Zindagi Na Milegi Dobara music launch"রেডিও মিউজিক। ১৩ জুন ২০১১। সংগ্রহের তারিখ ১৭ এপ্রিল ২০১৭
  8. "Hrithik v/s Salman face-off is inevitable"বলিউড হাঙ্গামা। ১১ জানুয়ারি ২০১১। সংগ্রহের তারিখ ১৭ এপ্রিল ২০১৭
  9. "Zindagi Na Milegi Dobara' to shift ahead?"বলিউড হাঙ্গামা। ১২ এপ্রিল ২০১১। সংগ্রহের তারিখ ১৭ এপ্রিল ২০১৭
  10. "Shah Rukh Khan arranges screening of ZNMD at his house"ইন্ডিয়া টুডে। ১২ এপ্রিল ২০১১। সংগ্রহের তারিখ ১৭ এপ্রিল ২০১৭
  11. "Zindagi Na Milegi Dobara (2011) (Hindi Movie / Bollywood Film / Indian Cinema DVD) - English Subtitles"আমাজন.কম। সংগ্রহের তারিখ ১৭ এপ্রিল ২০১৭
  12. "Zindagi Na Milegi Dobara (2011)"বলিউড হাঙ্গামা। সংগ্রহের তারিখ ১৭ এপ্রিল ২০১৭

বহিঃসংযোগ

টেমপ্লেট:জয়া আখতার

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.