জিতেন্দ্র চৌধুরী
জিতেন্দ্র চৌধুরী ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী)-র একজন সদস্য এবং তিনি পূর্ব ত্রিপুরা (লোকসভা কেন্দ্র) থেকে ভারতের সাধারণ নির্বাচন, ২০১৪ -এ জয় লাভ করেন । [1]
জিতেন্দ্র চৌধুরী | |
---|---|
ভারতীয় সংসদ সদস্য | |
কাজের মেয়াদ ২০১৪ – ২০১৯ | |
পূর্বসূরী | বাজুবন রিয়াং |
উত্তরসূরী | রেবতী ত্রিপুরা |
সংসদীয় এলাকা | পূর্ব ত্রিপুরা |
বিধায়ক | |
কাজের মেয়াদ ১৯৯৩ – ২০১৪ | |
সংসদীয় এলাকা | মনু (বিধান সভা নির্বাচনক্ষেত্র) |
বন ও শিল্প, বাণিজ্য, ক্রীড়া মন্ত্রী | |
কাজের মেয়াদ ১৯৯৩ – ২০১৪ | |
ব্যক্তিগত বিবরণ | |
জন্ম | ২৭ জুন ১৯৫৮ |
রাজনৈতিক দল | ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী) |
দাম্পত্য সঙ্গী | শ্রীমতি মনীষা দেববর্মা |
২০১৮ সালে ২২ তম কমিউনিস্ট পার্টি কংগ্রেসে তিনি কেন্দ্রীয় কমিটির সদস্য হিসাবে নির্বাচিত হয়েছিলেন। তিনি দলের আদিবাসী শাখা জিএমপির বর্তমান সভাপতি। তিনি দলের কৃষক শাখা সর্বভারতীয় কৃষক সভা-এর যুগ্ম-সচিবও রয়েছেন। তিনি ত্রিপুরা ও ভারতের উপজাতি সম্প্রদায়ের বিষয়ে বিভিন্ন বিষয় উত্থাপন করছেন।
আরো দেখুন
তথ্যসূত্র
- "Constituencywise-All Candidates"। Eciresults.nic.in। ২০১৪-০৫-১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৪-০৫-১৭।
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.