জিতেন্দ্র কুমার
জিতেন্দ্র কুমার হচ্ছেন একজন ভারতীয় অভিনেতা, তিনি ওয়েব সিরিজে অভিনয় করেছেন। এছাড়াও তিনি চলচ্চিত্রেও অভিনয় করেছেন। ইউটিউব চ্যানেল 'দ্য ভাইরাল ফিভার' এ ২০১০ সালে জিতেন্দ্র কাজ শুরু করেন অভিনয়ের।[1] তিনি বিভিন্ন চরিত্র ফুটিয়ে তোলার জন্য দর্শকপ্রিয়তা অর্জন করতে পেরেছেন যেমনঃ জিতু ভাইয়া, মুন্না জাজবাতি এবং অর্জুন কেজরিওয়াল (এই চরিত্রটি অরবিন্দ কেজরিওয়ালকে ব্যঙ্গ করে বানানো)।[2][3]
জিতেন্দ্র কুমার | |
---|---|
জন্ম | সেপ্টেম্বর ১৯৯০ (বয়স ৩২) খ্যারথাল, রাজস্থান, ভারত |
জাতীয়তা | ভারতীয় |
শিক্ষা | ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি, খড়গপুর |
শিক্ষা এবং অভিনয় জগতে আসার আগে
জিতেন্দ্র ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি, খড়গপুরে সিভিল ইঞ্জিনিয়ারিং পড়তেন এবং তখন থেকেই তিনি ওখানকার মঞ্চ নাটকে অভিনয় করতেন; ওখানকারই ঊর্ধ্বতন বিদ্যার্থী বিশ্বপতি সরকার তাকে ইউটিউবে অভিনয়ের ব্যাপারে প্রস্তাব দিয়েছিলেন।[1][4]
অভিনয় জগতে আগমন
২০১৩ সালে জিতেন্দ্রের অভিনয় করা 'মুন্না জাজবাতিঃ দ্যা কিউ-টিয়া ইনটার্ন' ৩০ লাখ মানুষ রাতারাতি দেখে। এরপর থেকে জিতেন্দ্র আরো টিভিএফ (দ্য ভাইরাল ফিভার চ্যানেল) তে আরো অনেক অভিনয় করে আসছেন যেটা দর্শকদের হৃদয় ছুঁয়ে যায়। অনেক গুরুত্বপূর্ণ ভিডিওতে জিতেন্দ্র অভিনয় করেন যেমনঃ 'টেক কনভার্সেশন্স উইথ ড্যাড', এ ডে উইথ' উল্লেখযোগ্য। এরপর জিতেন্দ্র 'কোটা ফ্যাক্টরি' নামের একটি ওয়েব সিরিজে অভিনয় করেন। 'পার্মানেন্ট রুমমেটস' নামের ওয়েব সিরিজে জিতেন্দ্র 'গিট্টু' (একজন দ্বিধাগ্রস্ত বর) চরিত্রে অভিনয় করে প্রশংসা কুড়ান, এছাড়াও 'টিভিএফ পিচার্স' ওয়েব সিরিজে তিনি 'জিতেন্দ্র মহেশ্বরী' নামের এক হতাশাগ্রস্ত চাকরিজীবী চরিত্রে অভিনয় করেন।[5]
বলিউডে তিনি শুভ মঙ্গল জিয়াদা সাবধান (২০২০) চলচ্চিত্রের মাধ্যমে পদচারণা রাখেন।[6][7]
ফিল্মগ্রাফি
চলচ্চিত্র
বছর | শিরোনাম | ভূমিকা | রেফ. |
---|---|---|---|
২০১৪ | শুরুআত কা ইনটার্ভেল | লক্ষ্মণ | |
২০১৯ | গন কেশ | শ্রীজয় রায় | |
২০২০ | শুভ মঙ্গল জ্যাদা সাবধান | আমান ত্রিপাঠী | |
চমন বাহার | প্রেম কুমার "বিল্লু" যাদব | ||
২০২২ | যাদুকর | মীনু নারাং |
ওয়েব সিরিজ
বছর | শিরোনাম | ভূমিকা | মন্তব্য | রেফ. |
---|---|---|---|---|
২০১৪ | পার্মানেন্ট রুমমেট | প্রতীক | ||
২০১৫ | টিভিএফ পিচার্স | জিতেন্দ্র "জীতু" মহেশ্বরী | ||
২০১৭ | টিভিএফ ব্যাচেলর | জিতু | মৌসুম ২ | |
বিষ্ট, প্লিজ! | গিরিশ গয়াল | |||
পিতারা | জিতু | |||
২০১৮ | জনাব জনাবা. | বীরেন | মৌসুম ১ | |
২০১৯ | অপরিপক্ক | নাটকের শিক্ষক | ||
টিভিএফ ট্রিপলিং | নিজেই | মৌসুম ২ | ||
হাস্যকরভাবে আপনার | আরজে মাস্তিখোর মিশ্র | |||
চিজকেক | নীল | |||
২০১৯-বর্তমান | কোটা ফ্যাক্টরি | জিতু ভাইয়া | [8] | |
২০২০-বর্তমান | পঞ্চায়েত | অভিষেক ত্রিপাঠী | [9] |
পুরস্কার এবং মনোনয়ন
বছর | পুরস্কার | শ্রেণী | কাজ | ফলাফল | Ref. |
---|---|---|---|---|---|
২০২০ | ফিল্মফেয়ার ওটিটি পুরস্কার | সেরা অভিনেতা (কমেডি সিরিজ) | পঞ্চায়েত | বিজয়ী | [10] |
২০২২ | ২২তম ভারতীয় টেলিভিশন একাডেমি পুরস্কার | জনপ্রিয় অভিনেতা - OTT | মনোনীত | [11] | |
কোটা ফ্যাক্টরি | মনোনীত | [11] | |||
ঘোষিত হবে | ফিল্মফেয়ার ওটিটি পুরস্কার | সিরিজ সেরা অভিনেতা (পুরুষ): কমেডি | পঞ্চায়েত | মনোনীত | [12] |
তথ্যসূত্র
- Ram, Sharmila Ganesan (১৬ ফেব্রুয়ারি ২০১৪)। "Age of parody"। Times of India। TNN। সংগ্রহের তারিখ ৫ মে ২০১৫।
- Permanent Roommates (TV Series 2014– ), সংগ্রহের তারিখ ২০১৮-০৬-১৫
- "Meet Jitendra Kumar, the actor who faced off with Kejriwal, dressed as Kejriwal"। Hindustan Times (ইংরেজি ভাষায়)। ২০১৬-১০-২৮। সংগ্রহের তারিখ ২০১৮-০৬-১৫।
- "Global Entrepreneurship Summit 16th- 18th January'15" (পিডিএফ)। IIT Kharagpur। ২৭ মে ২০১৫ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১০ মে ২০১৫।
- Kumar, Jitendra। "Jitendra Kumar"। IMDb। Internet Movie Database।
- "Shubh Mangal Zyada Saavdhan pushed to March 13 next year; film to clash with Gunjan Saxena: The Kargil Girl"। Times Now News। ১০ সেপ্টেম্বর ২০১৯। সংগ্রহের তারিখ ১০ সেপ্টেম্বর ২০১৯।
- "Shubh Mangal Zyada Saavdhan makers looking for the right man to cast as Ayushmann Khurrana's love interest"। Hindustan Times। ৭ জুন ২০১৯।
- "Kota Factory director Raghav Subbu confirms Season 3 in works: 'We know who gets into IIT and who doesn't'"। The Indian Express (ইংরেজি ভাষায়)। ২০২১-০৯-২৬। সংগ্রহের তারিখ ২০২২-১২-২১।
- "Panchayat review: Jitendra Kumar takes over from Shah Rukh Khan in this quirky desi drama"। Hindustan Times (ইংরেজি ভাষায়)। ২০২০-০৪-০৩। সংগ্রহের তারিখ ২০২২-১২-২১।
- "Filmfare OTT Awards 2020: Big Night For Paatal Lok And The Family Man. Complete List Of Winners"। NDTV.com। সংগ্রহের তারিখ ২০২০-১২-২০।
- "The 22nd ITA Awards"। Indian Television Academy (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২২-০৯-২৭।
- "Filmfare OTT Awards 2022"। filmfare.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২২-১২-০৪।