জিএফ ৪৬ মিনিস্টার কেবিন ক্রুজার

জিএফ ৪৬ মিনিস্টার কেবিন ক্রুজার হচ্ছে বাংলাদেশে নির্মিত ফাস্ট প্যাট্রোল বোটের শ্রেণী যা বাংলাদেশ নৌবাহিনী কর্তৃক ব্যবহৃত হয়। এই বোটগুলো দেশীয় প্রযুক্তিতে স্পিড বোট বিডি- গোল্ডেন ফাইবার গ্লাস কোম্পানির লাইসেন্সের অধীনে ডকইয়ার্ড অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস লিমিটেড দ্বারা নির্মিত হয়।[1][2][3]

শ্রেণি'র সারাংশ
নাম: জিএফ ৪৬ মিনিস্টার কেবিন ক্রুজার
নির্মাতা:

ডকইয়ার্ড অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস লিমিটেড

স্পিড বোট বিডি- গোল্ডেন ফাইবার গ্লাস
ব্যবহারকারী:  বাংলাদেশ নৌবাহিনী
নির্মিত: ২০২০-বর্তমান
অনুমোদন লাভ: ২০২০-বর্তমান
সাধারণ বৈশিষ্ট্য
প্রকার: ফাস্ট প্যাট্রোল বোট
ওজন: ১৬ টন
দৈর্ঘ্য: ১৪ মিটার (৪৬ ফু)
প্রস্থ: ৩.৮১ মিটার (১২.৫ ফু)
গভীরতা: ১.০৬ মিটার (৩.৫ ফু)
প্রচালনশক্তি:
  • ২ × সুজুকি ৩০০ অশ্বশক্তি (২২০ কিওয়াট) ৪ স্ট্রোক ডিজেল ইঞ্জিন, (জাপান)
  • ৫.৫ কিলোওয়াট হোন্ডা জেনারেটর
গতিবেগ: ৩৫ নট (৬৫ কিমি/ঘ; ৪০ মা/ঘ) (সর্বোচ্চ)
ধারণক্ষমতা: ৩০ জন

ইতিহাস

সশস্ত্র বাহিনীর জন্য গৃহীত দীর্ঘমেয়াদী আধুনিকায়ন পরিকল্পনার অংশ হিসেবে বাংলাদেশ সরকার দেশীয় উৎস থেকে সমরাস্ত্র সংগ্রহ বৃদ্ধির সিদ্ধান্ত গ্রহণ করে। সে অনুযায়ী বাংলাদেশ নৌবাহিনীর জন্য ডকইয়ার্ড অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস লিমিটেডে এসব জাহাজ নির্মানের পদক্ষেপ নেয়া হয়। এরই ধারাবাহিকতায় ১৩ জানুয়ারি, ২০২০ সালে এই জাহাজগুলো বাংলাদেশ নৌবাহিনীতে কমিশন লাভ করে।

বৈশিষ্ট্য ও যান্ত্রিক কাঠামো

দেশীয় প্রযুক্তিতে জাহাজ নির্মাণ কার্যক্রম গ্রহণের ফলে বাংলাদেশ নৌবাহিনীর নিজস্ব প্রয়োজন অনুযায়ী জাহাজের নকশা করার সুযোগ সৃষ্টি হয়। নিজস্ব প্রযুক্তিতে জাহাজ নির্মাণ সক্ষমতায় আরোও একটি মাইলফলক অর্জন হয় ডকইয়ার্ড অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস লিমিটেড কর্তৃক এসব ফাস্ট প্যাট্রোল বোট নির্মাণের ফলে। জিএফ ৪৬ মিনিস্টার কেবিন ক্রুজার ফাস্ট প্যাট্রোল বোটের দৈর্ঘ্য ১৪ মিটার (৪৬ ফু), প্রস্থ ৩.৮১ মিটার (১২.৫ ফু) এবং গভীরতা ১.০৬ মিটার (৩.৫ ফু)। প্রতিটি জাহাজে রয়েছে ২টি সুজুকি ৩০০ অশ্বশক্তি (২২০ কিওয়াট) ডিজেল ইঞ্জিন (৪ স্ট্রোক), জাপান। তার ফলে জাহাজগুলো সর্বোচ্চ ৩৫ নট (৬৫ কিমি/ঘ; ৪০ মা/ঘ) গতিতে চলছে সক্ষম। এছাড়াও জাহাজগুলো ২৫-৩০ জন সৈন্য বহন করতে সক্ষম।[4]

তথ্যসূত্র

  1. "Golden Fiber Glass"Speedboat BD (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২২-০৭-০৬
  2. "Category Ways Product"www.dewbn.gov.bd। Archived from the original on ২০২২-০৪-০৮। সংগ্রহের তারিখ ২০২১-১২-৩১
  3. "Speed Boat, GF 46 Cabin Cruiser #Made In Bangladesh"
  4. "GF 46 Minister Cabin Cruiser, Bangladesh Navy"Speedboat BD (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২২-০৭-০৬
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.