জাহাঙ্গীরনগর ইউনিয়ন, সুনামগঞ্জ সদর
জাহাঙ্গীরনগর ইউনিয়ন বাংলাদেশের সুনামগঞ্জ জেলার সদর উপজেলার একটি ইউনিয়ন।[1][2]
জাহাঙ্গীরনগর | |
---|---|
ইউনিয়ন | |
জাহাঙ্গীরনগর ইউনিয়ন পরিষদ। | |
জাহাঙ্গীরনগর জাহাঙ্গীরনগর | |
স্থানাঙ্ক: ২৫°৮′২৩.০৭৮০৮″ উত্তর ৯১°২৪′৫৮.৩৫৯৮৯″ পূর্ব | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | সিলেট বিভাগ |
জেলা | সুনামগঞ্জ জেলা |
উপজেলা | সুনামগঞ্জ সদর উপজেলা |
আয়তন | |
• মোট | ২,৩৩৩ হেক্টর (৫,৭৬৫ একর) |
জনসংখ্যা (২০১১ আদমশুমারী অনুযায়ী) | |
• মোট | ২৭,৩৯৫ |
• জনঘনত্ব | ১,২০০/বর্গকিমি (৩,০০০/বর্গমাইল) |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
প্রশাসনিক বিভাগের কোড | ৬০ ৯০ ৮৯ ৩৩ |
ওয়েবসাইট | প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট |
অবস্থান ও সীমানা
পূর্বে সদর উপজেলার রঙ্গারচর ইউনিয়ন, দক্ষিণে একই উপজেলার সুরমা ইউনিয়ন, পশ্চিমে বিশ্বম্ভপুর উপজেলা ও উত্তরে ভারতের মেঘালয় রাজ্য।
এক নজরে জাহাঙ্গীরনগর ইউনিয়ন
ইউনিয়ন পরিষদ পরিচিতি
ক) ইউনিয়ন সীমানাঃ পূর্বে রঙ্গারচর ইউনিয়ন, সলুকাবাদ ইউনিয়ন, বর্ডার হাট, দক্ষিণে সুরমা ইউনিয়ন।
খ) আয়তনঃ ২৫.০০বর্গ কিলোমটার
গ) ভূমিঃ আবাদী জমি-৩,২০০একর অনাবাদি জমি-৮০০ একর খাস জমি-৭৭ একর
ঘ) জলাশয়ঃ হাওর-০টি, বিল-০২টি, নদী-০৫টি পুকুর-১০০টি, ডোবা-১৪০টি, নালা-১০টি খাল- ৫টি
ঙ) গ্রামের সংখ্যাঃ ৩৩টি
চ) মৌজার সংখ্যাঃ ৭ টি
ছ) জনসংখ্যাঃ মোট-৫০,০০০ পুরুষ-২৩,৬৮৫ মহিলা-২৬,৩১৫
জ) ভোটার সংখ্যাঃ ১৭৩৮২ জন, পুরুষ-৮০২০জন, মহিলা-৯৩৭৩
ঝ) খানার সংখ্যাঃ ৫২০৬ টি
আয়তন ও জনসংখ্যা
২,৩৩৩ হেক্টর (৫,৭৬৫ একর) | |
জনসংখ্যা (২০১১ আদমশুমারী অনুযায়ী) | |
---|---|
• মোট | ২৭,৩৯৫ |
শিক্ষার হার ও শিক্ষা প্রতিষ্ঠান
শিক্ষার হারঃ
শিক্ষা প্রতিষ্ঠানঃ
- ১. ইয়াকুবিয়া দাখিল মাদরাসা মীরেরচর
- ২. নারায়নতলা মিশন উচ্চ বিদ্যালয়
- ৩. মঙ্গলকাটা উচ্চ বিদ্যালয়
- ৪. জালালাবাদ শিশু শিক্ষা নিকেতন
- ৫.ঝরঝরিয়া লালমিয়া স্মৃতি উচ্চ বিদ্যালয়
- ৬. এন এ আদর্শ উচ্চ বিদ্যালয়
- ৭. লুমিনাসনিকেতন একাডেমি
দর্শনীয় স্থান
১. ডলুরা শহীদ সমাধি
ভারতের মেঘালয় রাজ্যের পাদদেশে অবস্থিত প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর স্বাধীনতা যুদ্ধের ৪৮ শহীদের স্মৃতিবিজড়িত ডলুরা শহীদ সমাধি। যার পশ্চিমে অবস্থিত ভারত থেকে আসা চলতি (ধোপাজান ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২৭ সেপ্টেম্বর ২০২০ তারিখে) নদী। পূর্বে বর্ডার (সীমান্ত) বাজার ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ৪ সেপ্টেম্বর ২০১৯ তারিখে।
২. ডলুরা সীমান্ত হাট
ভারতের মেঘালয় রাজ্যের পাদদেশে অবস্থিত প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর স্বাধীনতা যুদ্ধের ৪৮ শহীদের স্মৃতিবিজড়িত ডলুরা শহীদ সমাধি ও ভারত থেকে বয়ে আসা চলতি নদীর পাশে ভারত ও বাংলাদেশ সীমান্ত ঘেষে এক মনোরম পরিবেশে দুই দেশের বানিজ্যিক সম্পর্ক আরও দৃঢ় হওয়ার মাধ্যমে ২০১৩ সাল থেকে প্রতি মঙ্গলবার হাট বসে আসছে। যা অনেক দুর দুরান্ত থেকে আসা পর্যটকদের মন কেড়ে নেয়।
৩. ডাবা মসজিদ
৪. নারায়ণতলা মিশন ও মিশনারি গীর্জা
৫. চলতি নদী
৬. বাচ্ছুনগর পিকনিক সেন্টার
জনপ্রতিনিধি
বর্তমান চেয়ারম্যান- রসিদ আহাম্মেদ
চেয়ারম্যানগণের তালিকা
১. মোঃ উসমান গনি
২. মোঃ আব্দুল কাদির
৩. মোঃ মোকশেদ আলী
৪. রসিদ আহাম্মেদ
স্থানীয় পত্রিকা
অনলাইন পত্রিকাঃ আঙিনা২৪.কম
প্রিন্ট মিডিয়া:
- ১. মাসিক আমাদের আঙিনা
- ২. মাসিক উত্তর সুরমা
- ৩. কিশোর জাগরন
- ৪. প্রাভাতিক (শিল্পের ছোট কাগজ)
তথ্যসূত্র
- "জাহাঙ্গীরনগর ইউনিয়ন"। বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন। ৩০ জানুয়ারি ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১২ ফেব্রুয়ারি ২০২০।
- "সুনামগঞ্জ সদর উপজেলা"। বাংলাপিডিয়া। সংগ্রহের তারিখ ১২ ফেব্রুয়ারি ২০২০।