জালালাবাদ গ্যাসক্ষেত্র

জালালাবাদ গ্যাসক্ষেত্র বাংলাদেশের সিলেটে অবস্থিত একটি প্রাকৃতিক গ্যাসক্ষেত্র।[1] এটি তেল-গ্যাস খাতের অন্যতম প্রধান মার্কিন বহুজাতিক কোম্পানি শেভরন (বাংলাদেশ)-এর নিয়ন্ত্রণাধীন একটি প্রতিষ্ঠান।[2]

অবস্থান

জালালাবাদ গ্যাসক্ষেত্রের অবস্থান সিলেট বিভাগের সিলেট শহরতলির লাক্কারতুরা চা বাগান এলাকায়।[3]

আবিষ্কার

১৯৮৯ সালে আন্তর্জাতিক তেল কোম্পানি সিমিটার এই গ্যাসক্ষেত্রটি আবিষ্কার করে।[4]

খনন ও কূপ

জালালাবাদ গ্যাসক্ষেত্রে ব্লক-১৩ এবং ব্লক-১৪-এ জেবি-৬, জেবি-৭ এবং জেবি-৯ নামে তিনটি কূপের মাধ্যমে গ্যাস উত্তোলন করা হয়।[1]

আরও দেখুন

তথ্যসূত্র

  1. "জালালাবাদ গ্যাসক্ষেত্রে তিনটি নতুন কূপ উদ্বোধন"প্রিয়.কম - অনলাইন। ৬ ডিসেম্বর ২০১৫। সংগ্রহের তারিখ ৩ আগস্ট ২০১৯
  2. "চার দিনের জন্য বন্ধ থাকবে জালালাবাদ গ্যাসক্ষেত্রের উৎপাদন"। এনার্জিনিউজবিডি ডটকম। ১৩ সেপ্টেম্বর ২০১৬। সংগ্রহের তারিখ ৩ আগস্ট ২০১৯
  3. "জালালাবাদে সম্প্রসারিত কূপ থেকে গ্যাস উত্তোলন শুরু"জাগোনিউজ২৪.কম - অনলাইন। ১ নভেম্বর ২০১৫। সংগ্রহের তারিখ ৩ আগস্ট ২০১৯
  4. বদরুল ইমাম (জানুয়ারি ২০০৩)। "প্রাকৃতিক গ্যাস : গ্যাসক্ষেত্র"। সিরাজুল ইসলাম[[বাংলাপিডিয়া]]ঢাকা: এশিয়াটিক সোসাইটি বাংলাদেশআইএসবিএন 984-32-0576-6। সংগ্রহের তারিখ ৩ আগস্ট ২০১৯ ইউআরএল–উইকিসংযোগ দ্বন্দ্ব (সাহায্য)

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.