জালালাবাদ ইউনিয়ন, গোপালগঞ্জ সদর

জালালাবাদ ইউনিয়ন বাংলাদেশের ঢাকা বিভাগ-এর গোপালগঞ্জ জেলার গোপালগঞ্জ সদর উপজেলার একটি ইউনিয়ন[1]

জালালাবাদ
ইউনিয়ন
দেশবাংলাদেশ
বিভাগঢাকা বিভাগ
জেলাগোপালগঞ্জ জেলা
উপজেলাগোপালগঞ্জ সদর উপজেলা 
সরকার
  চেয়ারম্যানএম. সুপারুল আলম টিকে (আওয়ামী লীগ)
জনসংখ্যা
  মোট১৫,৬৩২
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
পোস্ট কোড৮১০২
ওয়েবসাইটপ্রাতিষ্ঠানিক ওয়েবসাইট

ইতিহাস ও নামকরণ

শুকতাইল ইউনিয়ন থেকে বিভক্ত হয়ে স্বাধীনতা পরবর্তী সরকারের মাননীয় তার ও টেলিযোগাযোগ মন্ত্রী মরহুম মোল্লা জালাল উদ্দিনের স্মৃতি বিজড়িত এলাকায় তার নাম অনুসারে জালালাবাদ ইউনিয়ন এর নাম করণ করা হয়।

ভৌগোলিক অবস্থান

প্রশাসনিক অবকাঠামো

  • ৯ টি ওয়ার্ড এবং ১৪ টি গ্রাম নিয়ে এ জালালাবাদ ইউনিয়ন গঠিত।
  • ১ জন চেয়ারম্যান ৯টি ওয়ার্ডে ৯ জন ওয়ার্ড সদস্য এবং ৩ জন সংরক্ষিত মহিলা সদস্য নির্বাচিত হন।
  • চেয়ারম্যান ও সদস্যগন জনগনের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়ে থাকেন।

পূর্বতন চেয়ারম্যানদের তালিকা

  1. ইছাহাক মিনা
  2. মোল্লা নজির আহম্মেদ
  3. শেখ বেলায়েত হোসেন
  4. মোল্লা মোসলেম উদ্দিন
  5. মিনা মজিবুর রহমান
  6. মোল্লা হেমায়েত উদ্দিন

তথ্যসূত্র

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.