জালশুকা রেলওয়ে স্টেশন

জালশুকা রেলওয়ে স্টেশন[1] বাংলাদেশের ময়মনসিংহ বিভাগের নেত্রকোণা জেলার পূর্বধলা উপজেলার খলিশাপুর ইউনিয়নে অবস্থিত একটি রেলওয়ে স্টেশন

জালশুকা রেলওয়ে স্টেশন
বাংলাদেশের রেলওয়ে স্টেশন
জালসুকা রেলক্রসিংয়ে শামগঞ্জ জারিয়া রেলপথ
অবস্থানপূর্বধলা উপজেলা, নেত্রকোণা জেলা, ময়মনসিংহ বিভাগ
 বাংলাদেশ
মালিকানাধীনবাংলাদেশ রেলওয়ে
পরিচালিতবাংলাদেশ রেলওয়ে
লাইন
ট্রেন পরিচালকপূর্বাঞ্চল রেলওয়ে
নির্মাণ
গঠনের ধরনমানক
পার্কিংআছে
সাইকেলের সুবিধাআছে
প্রতিবন্ধী প্রবেশাধিকারআছে
ইতিহাস
চালু১৯১৮
অবস্থান

ইতিহাস

১৯১২-১৯১৮ সালের মধ্যে ময়মনসিংহ-ভৈরববাজার রেলওয়ে কোম্পানি ময়মনসিংহ-গৌরীপুর, গৌরীপুর-নেত্রকোণা-মোহনগঞ্জ, শ্যামগঞ্জ-জারিয়া ঝাঞ্চাইল, গৌরীপুর-ভৈরববাজার রেললাইন স্থাপন করে। এসময় জালশুকা রেলওয়ে স্টেশন তৈরি করা হয়। এই শাখাগুলি ১৯৪৮-৪৯ সালের মধ্যে সরকার অধিগ্রহণ করে।[2]

পরিষেবা

জালশুকা রেলওয়ে স্টেশন দিয়ে বলাকা কমিউটার[3] ও লোকাল ট্রেন চলাচল করে।

তথ্যসূত্র

  1. Tiru, Somanko। "Jalsuka Railway Station Map/Atlas BR/Bangladesh Zone - Railway Enquiry"indiarailinfo.com। সংগ্রহের তারিখ ২০২০-০৩-০৪
  2. "রেলওয়ে - বাংলাপিডিয়া"bn.banglapedia.org। সংগ্রহের তারিখ ২০২০-০৩-০৪
  3. "বলাকা কমিউটার ট্রেন জালশুকা স্টেশনে দুই মিনিট যাত্রা বিরতি"পূর্বকন্ঠ। ২০২০-০১-০৯। ২০২০-১১-২৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-০৩-০৪
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.