জামিয়া ইসলামিয়া ইব্রাহিমিয়া উজানি মাদ্রাসা
আল জামিয়া ইসলামিয়া ইব্রাহীমিয়া উজানী মাদ্রাসা, কচুয়া, চাঁদপুর, বাংলাদেশের একটি ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান। এর প্রতিষ্ঠাতা উপমহাদেশের বিখ্যাত বুযূর্গ রশিদ আহমদ গাঙ্গুহীর রহ. এর অন্যতম খলিফা সুলতানুল আউলিয়া ক্বারী ইব্রাহিম সাহেব রহ.।
আল জামিয়া ইসলামিয়া ইব্রাহীমিয়া উজানী | |
---|---|
অবস্থান | |
তথ্য | |
ধরন | বেসরকারি |
প্রতিষ্ঠাকাল | ১৯০১ |
প্রতিষ্ঠাতা | ক্বারী ইব্রাহীম (র.) |
কর্তৃপক্ষ | কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ড |
অধ্যক্ষ | মাওলানা মাহবুবে এলাহী |
কর্মকর্তা | ৭০+ |
অনুষদ | ১৫ |
শিক্ষার্থী সংখ্যা | ২০০০+ |
ভাষা | বাংলা, আরবি, উর্দু, ফার্সি, ইংরেজি ও হিন্দি |
ডাকনাম | উজানী মাদরাসা |
অন্তর্ভুক্তি |
দেওবন্দি আন্দোলন |
---|
সিরিজের অংশ |
|
অবস্থান
চাঁদপুর জেলার অন্তর্গত কচুয়া থানার উত্তর-পূর্ব প্রান্ত ঘেঁষে অবস্থিত উজানি গ্রামে জ্ঞান ও প্রজ্ঞার আলোক বিস্তৃত এক ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান।
যাতায়াত
ঢাকা থেকে কুমিল্লার মাধাইয়া নেমে সি এন জি করে উজানী মাদ্রাসায় যাওয়া সহজ।এছাড়াও গুলিস্তান সায়েদাবাদ থেকে অনির্বান বাসে করে উজানী মাদ্রাসা যাওয়া যায় আরও সহজ।
চট্টগ্রাম থেকে চাঁদপুর কচুয়া থানার সামনে থেকে সি এন জি করে উজানী মাদ্রাসায় যাওয়া সহজ।
ইতিহাস
১৯০১ সালে ভারত উপমহাদেশের কুরআন শিক্ষার প্রাণ পুরুষ অলিয়ে কামেল হযরত মাওলানা ক্বারী ইব্রাহীম (র.) এর হাতে এই প্রতিষ্ঠানের ভিত্তিপ্রস্তর স্থাপন হয়।
ব্যবস্থাপনা
প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত, মাদরে ইলম দারুল উলুম দেওবন্দ এর অনুকরণে সম্পূর্ণ জনগণের সাহায্য ও সহযোগীতায় আল্লাহ তায়ালার উপর ভরসা করে প্রতিষ্ঠানটি যুগযুগ ধরে দ্বীনের খিদমত করে আসছে। একটি মজলিশে শূরা এবং একটি মজলিশে আমেলার মাধ্যমে মুহতামিম তথা প্রিন্সিপালের নেতৃত্বে কার্য সম্পাদন হয়।
শিক্ষা কার্যক্রম
প্রতিষ্ঠানটিতে কওমি মাদ্রাসা শিক্ষাবোর্ড বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ এর অধিনে শিক্ষা কার্যক্রম পরিচালিত হয়। নূরানী, নাযেরা, হিফজ ও কেরাত বিভাগসহ কিতাব বিভাগ (তাকমিল ফিল হাদিস) এবং ফতোয়া বিভাগ রয়েছে। অত্র প্রতিষ্ঠানটি কেরাত বিভাগের জন্য সারাদেশে বিশেষ খ্যাতি লাভ করেছে।[1]
উল্লেখযোগ্য প্রাক্তন শিক্ষার্থী
শায়খুত তাফসির আল্লামা খুরশিদ আলম কাসেমী
তথ্যসূত্র
- "কচুয়ার উজানীর বার্ষিক মাহফিল শুরু"। DailyInqilabOnline (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০১৯-০৭-৩০।