জামিয়া আরাবিয়া ইমদাদুল উলুম ফরিদাবাদ

জামিয়া আরাবিয়া ইমদাদুল উলূম ফরিদাবাদ মাদ্রাসা (ইংরেজি: Jamia Arabia Imdadul Uloom Faridabad Madrasah) ঢাকা শহরের প্রাচীন ও বৃহৎ ইসলামি বিদ্যাপীঠ। বাংলাদেশের শীর্ষস্থানীয় ইসলামী শিক্ষা-প্রতিষ্ঠানসমূহের মধ্যে অন্যতম।[1][2][3][4] মাদ্রাসার বর্তমান মুহতামিম আব্দুল কুদ্দুস

জামিয়া আরাবিয়া ইমদাদুল উলূম ফরিদাবাদ মাদ্রাসা
জামিয়া ফরিদাবাদ
মসজিদুল বেলাল
গঠিতজানুয়ারি ১৯৫৬ (1956-01)
প্রতিষ্ঠাতাশামসুল হক ফরিদপুরী
ধরনকওমি মাদ্রাসা
পেশাগত উপাধি
জামিয়া আরাবিয়া
অবস্থান
স্থানাঙ্ক২৩.৬৯৮২৭৪° উত্তর ৯০.৪২২০৬৬° পূর্ব / 23.698274; 90.422066
দাপ্তরিক ভাষা
বাংলা, আরবি, ইংরেজি, উর্দু
স্টাফ
৭৫
স্বেচ্ছাকর্মী
৩৫
ওয়েবসাইটfaridabadmadrasa.com
প্রাক্তন নাম
জামিয়া আরাবিয়া ইমদাদুল উলূম মাদ্রাসা

ইতিহাস

১৩৭৫ হিজরী মোতাবেক ১৯৫৬ সালে শামসুল হক ফরিদপুরী মাদ্রাসাটি প্রতিষ্ঠা করেন। নামকরণ করেন হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কীর নামে। এ প্রতিষ্ঠানটির প্রথম মুরুব্বী ও মুতাওয়াল্লী ছিলেন নিজেই এবং মুহতামিম ছিলেন সহপাঠী মুহাম্মাদুল্লাহ হাফেজ্জী হুজুরবেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ ১৯৭৮ সালে প্রতিষ্ঠালাভ করে এ মাদ্রাসায় এবং প্রতিষ্ঠাকাল থেকে প্রায় একযুগ বেফাকের প্রধান কার্যালয়ও ছিল এ মাদরাসাতে।

অবস্থান ও আয়তন

বাংলাদেশের ঢাকার বুড়িগঙ্গা নদীর তীরে পুরনো ঢাকার গেন্ডারিয়া এলাকায় মাদ্রাসার অবস্থান। মাদ্রাসার সর্বমোট আয়তন: ৪.৬ একর। চারপাশে রয়েছে চারটি ভবন পশ্চিম পাশে বেলাল মসজিদ। আটটি বহুতল ছাত্রাবাস ও শিক্ষাভবন। দুটি উন্মুক্ত পাঠাগার ছাড়াও ফতোয়া বিভাগ ও মাসিক নেয়ামতের জন্য রয়েছে পৃথক পাঠাগার।

শিক্ষা ব্যবস্থা

মকতব, হেফজখানা, কিতাব বিভাগ ও ফতোয়া বিভাগে আড়াই হাজারেরও বেশি ছাত্র এখানে আবাসিক থেকে পড়ালেখা করছে। পড়ালেখার পাশাপাশি ছাত্রদের আমল-আখলাক ও আত্মশুদ্ধির প্রতিও সমান গুরুত্ব প্রদান করা হয়।

প্রকাশনা

মাসিক নেয়ামত, শায়খুল ইসলাম সংখ্যার প্রচ্ছদ
মাসিক নেয়ামত

এই মাদ্রাসার মুখপত্র হিসেবে নেয়ামত নামের একটি মাসিক ম্যাগাজিন প্রকাশিত হয়। শামসুল হক ফরিদপুরী ১৯৩৭ সালে এটি প্রতিষ্ঠা করেন; কিন্তু ১৯৯১ সালে এর প্রকাশনা বন্ধ হয়ে যায়। ২১ বছর পর ২০১৩ সাল থেকে এটি আবার প্রকাশিত হচ্ছে। পত্রিকার নির্বাহী সম্পাদক মুতিউর রহমান।[5]

চিত্রশালা

আরও দেখুন

তথ্যসূত্র

  1. Tamim, Saifullah (২০১৯-০৫-১৬)। "পুরনো ঢাকার সকল কওমী মাদরাসা (ঢাকা জেলা, পর্ব-৩)"qawmimadrasah.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২০-০১-১৯
  2. "কওমি শিক্ষকদের বেতন বৈষম্য, শীর্ষে হাটহাজারী মাদ্রাসা | banglatribune.com"Bangla Tribune। সংগ্রহের তারিখ ২০২০-০১-১৯
  3. "সন্ধ্যায় রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করবেন ৫৮ আলেম"Jugantor। সংগ্রহের তারিখ ২০২০-০১-১৯
  4. newsdesk (২০১৯-১১-১৬)। "আগামী ১৭ জানুয়ারী ফরিদাবাদ মাদ্রাসা ও এতিমখানার ইসলামী মহা সম্মেলন ॥"Voice Of Faridpur (ইংরেজি ভাষায়)। ২০১৯-১১-১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-০১-১৯
  5. হুসাইন, বেলায়েত (২৪ জুন ২০২১)। "মনীষীদের স্মৃতিধন্য দ্বিনি শিক্ষাপ্রতিষ্ঠান"কালের কণ্ঠ

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.