জামিয়া আরাবিয়া ইমদাদুল উলুম ফরিদাবাদ
জামিয়া আরাবিয়া ইমদাদুল উলূম ফরিদাবাদ মাদ্রাসা (ইংরেজি: Jamia Arabia Imdadul Uloom Faridabad Madrasah) ঢাকা শহরের প্রাচীন ও বৃহৎ ইসলামি বিদ্যাপীঠ। বাংলাদেশের শীর্ষস্থানীয় ইসলামী শিক্ষা-প্রতিষ্ঠানসমূহের মধ্যে অন্যতম।[1][2][3][4] মাদ্রাসার বর্তমান মুহতামিম আব্দুল কুদ্দুস।
জামিয়া ফরিদাবাদ | |
গঠিত | জানুয়ারি ১৯৫৬ |
---|---|
প্রতিষ্ঠাতা | শামসুল হক ফরিদপুরী |
ধরন | কওমি মাদ্রাসা |
পেশাগত উপাধি | জামিয়া আরাবিয়া |
অবস্থান | |
স্থানাঙ্ক | ২৩.৬৯৮২৭৪° উত্তর ৯০.৪২২০৬৬° পূর্ব |
দাপ্তরিক ভাষা | বাংলা, আরবি, ইংরেজি, উর্দু |
স্টাফ | ৭৫ |
স্বেচ্ছাকর্মী | ৩৫ |
ওয়েবসাইট | faridabadmadrasa |
প্রাক্তন নাম | জামিয়া আরাবিয়া ইমদাদুল উলূম মাদ্রাসা |
ইতিহাস
১৩৭৫ হিজরী মোতাবেক ১৯৫৬ সালে শামসুল হক ফরিদপুরী মাদ্রাসাটি প্রতিষ্ঠা করেন। নামকরণ করেন হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কীর নামে। এ প্রতিষ্ঠানটির প্রথম মুরুব্বী ও মুতাওয়াল্লী ছিলেন নিজেই এবং মুহতামিম ছিলেন সহপাঠী মুহাম্মাদুল্লাহ হাফেজ্জী হুজুর। বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ ১৯৭৮ সালে প্রতিষ্ঠালাভ করে এ মাদ্রাসায় এবং প্রতিষ্ঠাকাল থেকে প্রায় একযুগ বেফাকের প্রধান কার্যালয়ও ছিল এ মাদরাসাতে।
অবস্থান ও আয়তন
বাংলাদেশের ঢাকার বুড়িগঙ্গা নদীর তীরে পুরনো ঢাকার গেন্ডারিয়া এলাকায় মাদ্রাসার অবস্থান। মাদ্রাসার সর্বমোট আয়তন: ৪.৬ একর। চারপাশে রয়েছে চারটি ভবন পশ্চিম পাশে বেলাল মসজিদ। আটটি বহুতল ছাত্রাবাস ও শিক্ষাভবন। দুটি উন্মুক্ত পাঠাগার ছাড়াও ফতোয়া বিভাগ ও মাসিক নেয়ামতের জন্য রয়েছে পৃথক পাঠাগার।
শিক্ষা ব্যবস্থা
মকতব, হেফজখানা, কিতাব বিভাগ ও ফতোয়া বিভাগে আড়াই হাজারেরও বেশি ছাত্র এখানে আবাসিক থেকে পড়ালেখা করছে। পড়ালেখার পাশাপাশি ছাত্রদের আমল-আখলাক ও আত্মশুদ্ধির প্রতিও সমান গুরুত্ব প্রদান করা হয়।
প্রকাশনা
- মাসিক নেয়ামত
এই মাদ্রাসার মুখপত্র হিসেবে নেয়ামত নামের একটি মাসিক ম্যাগাজিন প্রকাশিত হয়। শামসুল হক ফরিদপুরী ১৯৩৭ সালে এটি প্রতিষ্ঠা করেন; কিন্তু ১৯৯১ সালে এর প্রকাশনা বন্ধ হয়ে যায়। ২১ বছর পর ২০১৩ সাল থেকে এটি আবার প্রকাশিত হচ্ছে। পত্রিকার নির্বাহী সম্পাদক মুতিউর রহমান।[5]
চিত্রশালা
- উত্তুর পশ্চিম পুরনো ফতোয়া বিভাগ।
- মাদ্রাসার দক্ষিণ পূর্ব পাশ থেকে তোলা ছবি।
তথ্যসূত্র
- Tamim, Saifullah (২০১৯-০৫-১৬)। "পুরনো ঢাকার সকল কওমী মাদরাসা (ঢাকা জেলা, পর্ব-৩)"। qawmimadrasah.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২০-০১-১৯।
- "কওমি শিক্ষকদের বেতন বৈষম্য, শীর্ষে হাটহাজারী মাদ্রাসা | banglatribune.com"। Bangla Tribune। সংগ্রহের তারিখ ২০২০-০১-১৯।
- "সন্ধ্যায় রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করবেন ৫৮ আলেম"। Jugantor। সংগ্রহের তারিখ ২০২০-০১-১৯।
- newsdesk (২০১৯-১১-১৬)। "আগামী ১৭ জানুয়ারী ফরিদাবাদ মাদ্রাসা ও এতিমখানার ইসলামী মহা সম্মেলন ॥"। Voice Of Faridpur (ইংরেজি ভাষায়)। ২০১৯-১১-১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-০১-১৯।
- হুসাইন, বেলায়েত (২৪ জুন ২০২১)। "মনীষীদের স্মৃতিধন্য দ্বিনি শিক্ষাপ্রতিষ্ঠান"। কালের কণ্ঠ।