জামিয়া
জামিয়া (جامعة) (বা জামেয়া ) হল একটি আরবি শব্দ যার অর্থ সমাবেশ। শব্দটি দ্বারা একটি মসজিদ, বা আরও সাধারণভাবে একটি বিশ্ববিদ্যালয়কেও বোঝানো হয়। উল্লেখিত দ্বিতীয় অর্থে এটি মধ্যযুগীয় মাদ্রাসার বিপরীতে পাশ্চাত্য কাঠামোর অনুকরণে একটি আধুনিক বিশ্ববিদ্যালয়কে বোঝাতে প্রাতিষ্ঠানিকভাবে শব্দটির ব্যবহার হয়।[1] পরিভাষাটিকে ইংরেজি "ইউনিভার্সিটি" বা ফরাসি "ইউনিভার্সিটাট" এর একটি আরবি অনুবাদ বলে মনে করা হয় এবং ১৯ শতকের মাঝামাঝি সময়ে শব্দটির ব্যবহার প্রসার লাভ করে; শব্দটি ১৯০৬ সালের মাঝামাঝি সময়ে মিশরে সর্বপ্রথম সুনির্দিষ্টভাবে এ অর্থে ব্যবহৃত হতে দেখা যায়।[1]
তথ্যসূত্র
- "Djamia", in Encyclopaedia of Islam, 2nd edition, Brill, 2012
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.