জামাল মোস্তফা
জামাল মোস্তফা (জন্ম ৩১ ডিসেম্ব ১৯৫৯) একজন বাংলাদেশি ব্যবসায়ী ও রাজনীতিবিদ। তিনি ২০২০ সলের ৯ ফেব্রুয়ারি থেকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত মেয়র হিসেবে দায়িত্ব পালন করছেন।[1] তিনি ২২ সেপ্টেম্বর ২০১৮ তারিখ থেকে ৬ মার্চ ২০১৯ পর্যন্তও ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত মেয়র হিসেবে দায়িত্ব পালন করেন।[2]
জামাল মোস্তফা | |
---|---|
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত মেয়র | |
কাজের মেয়াদ ৯ ফেব্রুয়ারি ২০২০ – ১৩ মে ২০২০ | |
পূর্বসূরী | আতিকুল ইসলাম |
উত্তরসূরী | আতিকুল ইসলাম |
কাজের মেয়াদ ২২ সেপ্টেম্বর ২০১৮ – ৬ মার্চ ২০১৯ | |
পূর্বসূরী | ওসমান গণি |
উত্তরসূরী | আতিকুল ইসলাম |
ব্যক্তিগত বিবরণ | |
জন্ম | মিরপুর, ঢাকা | ৩১ ডিসেম্বর ১৯৫৯
জাতীয়তা | বাংলাদেশি |
রাজনৈতিক দল | বাংলাদেশ আওয়ামী লীগ |
প্রাথমিক জীবন
জামাল মোস্তফা ১৯৫৯ সালের ৩১ ডিসেম্বর ঢাকার মিরপুরে জন্মগ্রহণ করেন।[2] মিরপুর মডেল উচ্চ বিদ্যালয়ে পড়ার সময় রাজনীতির সাথে জড়িত হন। পড়াশুনার শেষ করার তিনি পেশা হিসেবে ব্যবসা শুরু করেন। পাশাপাশি তিনি রাজনীতিতে জড়িত হন।
রাজনৈতিক জীবন
তিনি ১৯৮৬ সাল থেকে ১৯৯৪ সাল পর্যন্ত ঢাকা সিটি কর্পোরেশনের ১ নং ওয়ার্ড (যা বর্তমানে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ৪ নং ও ১৫ নং ওয়ার্ড) আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৯৪ সালে তিনি আওয়ামী লীগের প্রার্থী হিসেবে ৪ নং ওয়ার্ডের কাউন্সিলর নির্বাচিত হন। ১৯৯৭ থেকে ২০০৪ সাল পর্যন্ত তিনি ৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। ২০০৫ সাল থেকে তিনি কাফরুল থানা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করছেন।[3]
তিনি ২০১৫ সালে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের নির্বাচনে ৪নং ওয়ার্ডের কাউন্সিলর নির্বাচিত হন।[3] পরে তিনি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র-২ হিসেবেও মনোনয়ন পান। ২২ সেপ্টেম্বর ২০১৮ সালে প্যানেল মেয়র-১ মো. ওসমান গণির (যিনি আনিসুল হকের মৃত্যুর পর ভারপ্রাপ্ত মেয়র হন) মৃত্যুর পর তিনি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত মেয়র হিসেবে দায়িত্ব পান।[4][5]
তথ্যসূত্র
- "উত্তর সিটিতে প্যানেল মেয়র জামাল মোস্তফা"। একুশে টিভি। সংগ্রহের তারিখ ২ এপ্রিল ২০২০।
- "ভারপ্রাপ্ত মেয়র আলহাজ্ব মো. জামাল মোস্তফার সংক্ষিপ্ত জীবন-বৃত্তান্ত"। dncc.gov.bd। সংগ্রহের তারিখ ৭ মার্চ ২০১৯।
- "সরষের মধ্যে ভূত থাকলে তাড়াবে কে"। প্রথম আলো। ১৬ জানুয়ারি ২০১৭।
- "নগরবাসীর মনের মতো নগর চান জামাল মোস্তফা"। banglanews24.com। অক্টোবর ২৪, ২০১৮।
- "আনিসুল হকের স্বপ্ন বাস্তবায়নে কাজ করে যাচ্ছি"। দৈনিক আমার সংবাদ। ৩১ অক্টোবর ২০১৮। ৩ নভেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ ফেব্রুয়ারি ২০১৯।