জামালপুর টাউন জংশন রেলওয়ে স্টেশন

জামালপুর টাউন জংশন রেলওয়ে স্টেশন বাংলাদেশের ময়মনসিংহ বিভাগের জামালপুর জেলার একটি জংশন রেলওয়ে স্টেশন[2] এটি জামালপুর জেলা শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত।

জামালপুর টাউন জংশন রেলওয়ে স্টেশন
বাংলাদেশের জংশন রেলওয়ে স্টেশন
অবস্থানজামালপুর জেলা ময়মনসিংহ বিভাগ
 বাংলাদেশ
মালিকানাধীনবাংলাদেশ রেলওয়ে
পরিচালিতবাংলাদেশ রেলওয়ে
লাইন
ট্রেন পরিচালকপূর্বাঞ্চল রেলওয়ে
নির্মাণ
গঠনের ধরনমানক
পার্কিংআছে
সাইকেলের সুবিধাআছে
প্রতিবন্ধী প্রবেশাধিকারআছে
ইতিহাস
চালু১৮৯৪
পরিষেবা
চালু
অবস্থান
মানচিত্র
নারায়ণগঞ্জ–
বাহাদুরাবাদ ঘাট রেলপথ
বাহাদুরাবাদ ঘাট
দেওয়ানগঞ্জ বাজার
মোশারফগঞ্জ
ইসলামপুর বাজার
দুরমুঠ
মেলান্দহ বাজার
জামালপুর কোর্ট
জামালপুর
নান্দিনা
নরুন্দি
পিয়ারপুর
মশিউরনগর
নিমতলী বাজার
বিদ্যাগঞ্জ
বাইগনবাড়ী
ময়মনসিংহ রোড
ময়মনসিংহ জংশন
কৃষি বিশ্ববিদ্যালয়
সুতিয়াখালী
ফাতেমানগর
আহমদবাড়ী
আউলিয়ানগর
ধলা
গফরগাঁও
মশাখালী
কাওরাইদ
সাত খামাইর
শ্রীপুর
ইজ্জতপুর
রাজেন্দ্রপুর
ভাওয়াল গাজীপুর
জয়দেবপুর জংশন
ধীরাশ্রম
টঙ্গী জংশন
Left arrow টঙ্গী–পাটুরিয়া রেলপথ
ঢাকা বিমানবন্দর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর
ঢাকা ক্যান্টনমেন্ট
বনানী
তেজগাঁও
ঢাকেশ্বরী
ফুলবাড়িয়া
কমলাপুর
গেন্ডারিয়া
শ্যামপুর বড়ইতলা
পাগলা
ফতুল্লা
চাষাঢ়া
নারায়ণগঞ্জ ferry/water interchange
সূত্র[1]

ইতিহাস

১৮৮৫ সালে ময়মনসিংহের সঙ্গে ঢাকার সংযোগ স্থাপন করে রেলপথ স্থাপিত হয়। এই রেলপথ ১৮৯৪ সালে জামালপুর পর্যন্ত, ১৮৯৯ সালে সরিষাবাড়ী উপজেলার জগন্নাথগঞ্জ পর্যন্ত সম্প্রসারিত হয়।[3] ১৯১২ সালে জামালপুর থেকে বাহাদুরাবাদ রেললাইন তৈরি হলে জামালপুর জংশন স্টেশনে পরিণত হয়।

পরিষেবা

জামালপুর রেলওয়ে স্টেশন দিয়ে যেসকল ট্রেন চলাচল করে নিম্নে তা উল্লেখ করা হলো:[4]

চিত্রশালা

তথ্যসূত্র

  1. বাংলাদেশ রেলওয়ে
  2. "২১৯ কোটি টাকা ব্যয়ে নির্মিত হচ্ছে জামালপুর রেলওয়ে ওভারপাস || শেষের পাতা"জনকন্ঠ। সংগ্রহের তারিখ ২০২০-০২-১৮
  3. বাংলাদেশ জেলা গেজেটীয়ার বৃহত্তর ময়মনসিংহ। সংস্থাপন মন্ত্রণালয়, গণপ্রতন্ত্রী বাংলাদেশ সরকার। ১৯৯২। পৃষ্ঠা ২৩৭।
  4. রিপোর্টার, স্টাফ (২০১৯-০২-২৫)। "জামালপুর ট্রেনের সময়সূচী, কখন, কোথায়, কোন ট্রেন যাবে"। সংগ্রহের তারিখ ২০২০-০২-১৮
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.