জামাত রেজা-এ-মোস্তফা

জামা'আত রেজা-এ-মোস্তফা (উর্দু: جماعت رضائے مصطفی, হিন্দি: जमात-रज़ा-ए-मुस्तफ़ा) জামাত রেজা-এ-মোস্তফা নামে পরিচিত, সুফিবাদের সাথে যুক্ত ভারতীয় সুন্নি বেরলভী মুসলমানদের অন্যতম ঐতিহাসিক সংগঠন। আহলে সুন্নাত ওয়াল জামা'আত অনুসারে ইসলামী শিক্ষার প্রচারের জন্য ১৯২০ সালের ১৭ ডিসেম্বর বেরেলিতে মুজাদ্দিদ ও পণ্ডিত আহমদ রেজা খান বেরলভী এটি প্রতিষ্ঠা করেছিলেন। জেআরএম-এর অন্যতম লক্ষ্য হল ওহাবী, দেওবন্দী ও শিয়া সম্প্রদায়ের খণ্ডন করা এবং সুফিবাদ অনুসরণকারী সুন্নি মুসলমানদের বিশ্বাস (আকা'ইদ) রক্ষা করা।[1][2]

জামা'ত রেজা-এ-মোস্তফা
جماعت رضا مصطفیٰ
Jama'at Raza-e-Mustafa
সংক্ষেপেJRM
গঠিতরবিউস সানি ১৩৩৯
১৭ ডিসেম্বর ১৯২০ (1920-12-17)
প্রতিষ্ঠাতাআহমদ রেজা খান বেরলভী
ধরনধর্মীয় সংগঠন
আইনি অবস্থাএনজিও
উদ্দেশ্যইসলামের প্রচার এবং ভারতে সুন্নি-বেরলভী মুসলমানদের অধিকার সংরক্ষণ এবং অন্যান্য বিভিন্ন আন্দোলন থেকে ঈমান ও আকীদার সুরক্ষা করা
সদরদপ্তর৮২, সওদাগরা মহল্লা, দরগাহ এ হুজুর তাজুশ শরিয়াহ, উত্তর প্রদেশ, ভারত পিন কোড - ২৪৩০০১
অবস্থান
যে অঞ্চলে কাজ করে
বৈশ্বিক
সদস্যপদ
১০০ - ১১৪ শাখা এবং লক্ষ লক্ষ সুন্নি বেরলভী অনুসরণকারী
দাপ্তরিক ভাষা
উর্দু, হিন্দি এবং ইংরেজি, ভারতের রাজ্য এবং অন্যান্য দেশে: স্ব স্ব আঞ্চলিক ভাষা।
সভাপতি (উর্দু ভাষায় সদর)
মুফতি আসজাদ রেজা খান কাদেরী, সুন্নি বেরলভী আন্দোলনের প্রধান মুফতি এবং পণ্ডিত
ওয়েবসাইটwww.jamatrazaemustafa.org

তথ্যসূত্র

  1. "AlaHazrat"www.aalaahazrat.com
  2. Jackson, William Kesler (2013), page 189
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.