জামতাড়া

জামতাড়া হল ভারতের ঝাড়খন্ড রাজ্যের জামতাড়া জেলার একটি শহর ও সদরদপ্তর।এই শহরটি পশ্চিমবঙ্গ সীমান্ত থেকে স্বল্প দূরত্বে অবস্থিত।শহরটি মোট ১৮ বর্গকিলোমিটার বিস্তৃত।[1] এই শহরের অধিবাসীরা হিন্দি ও বাংলা ভাষায় কথা বলে। এই শহরটি ঝাড়খন্ডের রাজধানী শহর রাঁচি থেকে ২৫০ কিমি দূরে অবস্থিত।

জামতাড়া
শহর
জামতাড়া ঝাড়খণ্ড-এ অবস্থিত
জামতাড়া
জামতাড়া
জামতাড়া ভারত-এ অবস্থিত
জামতাড়া
জামতাড়া
অবস্থান ঝাড়খন্ড , ভারত
স্থানাঙ্ক: ২৩.৯৬৩৩° উত্তর ৮৬.৮০১৪° পূর্ব / 23.9633; 86.8014
দেশ ভারত
রাজ্যঝাড়খন্ড
জেলাজামতাড়া জেলা
সরকার
  শাসকনগর পঞ্চায়েত
আয়তন
  মোট১৮ বর্গকিমি (৭ বর্গমাইল)
উচ্চতা১৫৫ মিটার (৫০৯ ফুট)
জনসংখ্যা (২০১১)
  মোট২৯,৪১৫
  জনঘনত্ব১,৬০০/বর্গকিমি (৪,২০০/বর্গমাইল)
ভাষা
  সরকারি ভাষাহিন্দি, বাংলা
সময় অঞ্চলIST (ইউটিসি+5:30)
PIN৮১৫৩৫১
Telephone code০৬৪৩৩
যানবাহন নিবন্ধনজেএইচ-২১
Sex ratio959 /

ভূগোল

জামতারা শহরটি ২৩.৯৫ ডিগ্রি উত্তর ও ৮৬.৪ ডিগ্রি পূর্বে অবস্থিত।শহরটি সমুদ্রতল থেকে ১৫৫ মিটার (৫০৯ ফু) উচ্চতায় অবস্থিত।

জনসংখ্যা

২০১১ সালের জন গননায় জামতারা শহরের মোট জনসংখ্যা হল ২৯,৪১৫ জন। মোট জনসংখ্যার মধ্যে ৫২ শতাংশ পুরুষ ও ৪৮ শতাংশ নারী।এই শহরে সাক্ষরতার হার ৬৬.৪১ শতাংশ যা জাতীয় সাক্ষরতার হার ৭৪.৪ শতাংশ থেকে কম।এই শহরের মোট জনসংখ্যার ১৫.১৭ শতাংশর বয়স ০-৬ বছর।[2]

শিক্ষাব্যবস্থা

এখানে অনেক গুলি বিদ্যালয় , উচ্চ বিদ্যালয় এবং মহাবিদ্যালয় রয়েছে।যেমন

জেবিসি+২ হাই স্কুল, জামতারা বালিকা বিদ্যালয়, এডোয়াট হাইস্কুল প্রভৃতি।এখানকার দুটি প্রধান মহাবিদ্যালয় বা কলেজ হল- জামতারা কলেজ ও জামতারা মহিলা কলেজ।

জলবায়ু

এই শহরে গ্রীষ্মকাল হল - মার্চ থেকে মে,বর্ষাকাল হল -জুন থেকে সেপ্টেম্বর,শীতকাল হল- অক্টবর থেকে ফ্রেবব্রুয়ারী।জামতারা শহরের সর্বনিন্ম উষ্ণতা ২° সেন্টিগ্রেট (শীতকাল) এবং সর্বোচ্চ উষ্ণতা ৪৫° সেন্টিগ্রেট (গ্রীষ্ম কাল)।এই শহরে বায়ু প্রবাহ হয় দক্ষিণ-পশ্চিম থেকে উত্তর-পূর্বে।

তথ্যসূত্র

  1. "JAMTARA (Jamtara) Nagar Panchayat The population development of Jamtara." line feed character in |শিরোনাম= at position 18 (সাহায্য)
  2. "Jamtara Population Census 2011"
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.