জাভা সাগর

জাভা সাগর (ইংরেজি: Java Sea, ইন্দোনেশীয়: Laut Jawa) হলো ইন্দোনেশিয়ার সুন্ডা বালুচরের উপর অবস্থিত বিস্তীর্ণ এক অগভীর সাগর। এটি ইন্দোনেশিয়ার দ্বীপমালার মধ্যে অবস্থিত। এর উত্তরদিকে রয়েছে বোর্নিও দ্বীপ; দক্ষিণে রয়েছে জাভা দ্বীপসুমাত্রা দ্বীপ এর পশ্চিমদিকে অবস্থিত এবং পূর্বদিকে রয়েছে সুলাওয়েসি দ্বীপ। এর উত্তর-পশ্চিম অংশে অবস্থিত কারিমাতা প্রণালীর মাধ্যমে এটি দক্ষিণ চীন সাগরের সাথে যুক্ত হয়েছে।

জাভা সাগর
জাভা সাগরের অবস্থান
অবস্থানসুন্ডা বালুচর
স্থানাঙ্ক৫° দক্ষিণ ১১০° পূর্ব
ধরনসাগর
অববাহিকার দেশসমূহইন্দোনেশিয়া
সর্বাধিক দৈর্ঘ্য১,৬০০ কিমি (৯৯০ মা)
সর্বাধিক প্রস্থ৩৮০ কিমি (২৪০ মা)
পৃষ্ঠতল অঞ্চল৩,২০,০০০ কিমি (১,২০,০০০ মা)
গড় গভীরতা৪৬ মি (১৫১ ফু)

তথ্যসূত্র

    This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.