জাভাই ভাষা

জাভাই ভাষা একটি অস্ট্রোনেশীয় ভাষা। এটি মূলত ইন্দোনেশিয়ার জাভা দ্বীপ ও এর আশেপাশের দ্বীপগুলিতে প্রায় ৮ থেকে ১০ কোটি লোকের মুখের ভাষা। মালয়েশিয়াতেও এর প্রচলন আছে। এটি সর্বাধিক সংখ্যক বক্তাবিশিষ্ট অস্ট্রোনেশীয় ভাষা।

জাভাই
Basa Jawa বাসা জাউয়া
অঞ্চলজাভা (ইন্দোনেশিয়া), সুরিনাম, নুভেল কালেদোনি
মাতৃভাষী
৮-১০ কোটি (দ্বিতীয় ভাষাভাষীদের গণনায় ধরে)
অস্ট্রোনেশীয়
  • মালয়-পলিনেশীয়
    • কেন্দ্রীয় মালয়-পলিনেশীয়
      • সুন্দা-সুলাওয়েসি
        • জাভাই
ভাষা কোডসমূহ
আইএসও ৬৩৯-১jv
আইএসও ৬৩৯-২jav
আইএসও ৬৩৯-৩বিভিন্ন প্রকার:
jav  জাভাই
jvn  ক্যারিবীয় জাভাই
jas  নুভেল কালেদোনীয় জাভাই
osi  ওসিং
tes  তেঙ্গার
কালো সবুজ হচ্ছে অধিক ভাষাভাষী এবং উজ্জ্বল সবুজ হচ্ছে অল্প ভাষাভাষী অঞ্চল

ভাষাটি ঐতিহ্যবাহী জাভাই লিপিতে লেখা হয়। লিপিটি দক্ষিণ ভারতে ভাষাটির উৎপত্তি। বর্তমানে অবশ্য ভাষাটি লিখতে রোমান লিপির প্রচলন বেড়েছে। ভাষাটি এক সময় জাউই-ভিত্তিক পেগোন লিপিতেও লিখা হতো। জাভাই ভাষার সাহিত্য অত্যন্ত সমৃদ্ধ। ৮ম শতক থেকে এর প্রাচীন সাহিত্যের নিদর্শন পাওয়া গেছে।

বর্তমানে ইন্দোনেশিয়ার মালয়-ভিত্তিক বাহাসা ইন্দোনেশিয়া ভাষার কারণে ভাষাটির গুরুত্ব হ্রাস পেয়েছে।

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.