জাফর আহমদ নিজামি

জাফর আহমদ নিজামি (২৫ নভেম্বর ১৯৩৯ - ২৩ এপ্রিল ২০০৯) ছিলেন একজন ভারতীয় ইসলামি পণ্ডিত, কবিলেখক। তিনি জামিয়া মিলিয়া ইসলামিয়ায় প্রায় ৩০ বছর যাবৎ রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করেন এবং মেমারান-ই-জামিয়া, হিন্দুস্তান কে চাঁদ সিয়াসি রাহনুমা, মাওলানা আজাদ কি কাহানি এবং তারিখ-ই-হিন্দ: আহদ-ই-জাদীদের মত বই রচনা করেন।[1]

অধ্যাপক

জাফর আহমদ নিজামি
জন্ম২৫ নভেম্বর ১৯৩৯
মৃত্যু২৩ এপ্রিল ২০০৯(2009-04-23) (বয়স ৬৯)
জাতীয়তাভারতীয়
পেশাঅধ্যাপক
উচ্চশিক্ষায়তনিক পটভূমি
মাতৃ-শিক্ষাপ্রতিষ্ঠানবিক্রম বিশ্ববিদ্যালয়
উচ্চশিক্ষায়তনিক কর্ম
প্রধান আগ্রহরাষ্ট্রবিজ্ঞান, ইতিহাস
উল্লেখযোগ্য কাজ
  • হিন্দুস্তান কে চাঁদ সিয়াসি রাহনুমা
  • মেমারান-ই-জামিয়া
  • মাওলানা আজাদ কি কাহানি

জীবনী

জাফর আহমদ নিজামি ১৯৩৩ সালের ২৫ নভেম্বর রাজস্থানের প্রতাপগড়ে জন্মগ্রহণ করেন। তিনি উজ্জৈনের বিক্রম বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি (১৯৫৯) এবং রাষ্ট্রবিজ্ঞানে (১৯৬১) এম.এ ডিগ্রী লাভ করেন।[2] তিনি জাওরা, রৎলাম, সেহোরেদাতিয়া কলেজে প্রভাষক হিসেবে শিক্ষকতা করেন এবং এরপর জামিয়া মিলিয়া ইসলামিয়ায় চলে যান যেখানে তিনি রাষ্ট্রবিজ্ঞান বিভাগে অধ্যাপক হিসেবে শিক্ষকতা করেন। পরবর্তিতে তিনি এর প্রধান অধ্যাপকের দায়িত্ব পালন করেন। তিনি নয়া দিল্লির "ইনস্টিটিউট অফ অবজেক্টিভ স্টাডিজ"-এর পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেন। তিনি ২০০১ সালে জামিয়া মিলিয়া ইসলামিয়া থেকে অবসর গ্রহণ করেন।[2] তিনি ২৩ এপ্রিল ২০০৯ সালে দিল্লির এসকর্টস হাসপাতালে মারা যান।[1]

রচনাবলী

তার রচনাবলীর মধ্যে অন্তর্ভুক্ত:[3][4]

  • মেমারান-ই-জামিয়া
  • হিন্দুস্তান কে চাঁদ সিয়াসি রাহনুমা
  • মাওলানা আজাদ কি কাহানি
  • তারিখ-ই-হিন্দ: আহদ-ই-জাদীদ
  • আধুনিক ভারতের নির্মাতা: হাকিম আজমল খান
  • ড. জাকির হোসেন: একটি শৈল্পিক জীবনী
  • কালমি খাকে
  • আজাদী-ই-হিন্দ কি জাদ্দ ও জাহ্দ মে মুসলিমোঁ কা কিরদার (খণ্ড ১)
  • জামায়াতে ইসলামী: বিচ্ছিন্নতাবাদের নেতা

গ্রন্থপঞ্জি

নিম্নলিখিত গবেষণা অধ্যয়নগুলি জাফর আহমদ নিজামির দ্বারা পরিচালিত কয়েকটি:

  • মদনমোহন বর্মা রচিত গণআন্দোলনের গান্ধী কৌশল[5]
  • মোহাম্মদ আলী নাসির হোমোদ রচিত ইসলামের কূটনীতি[6]
  • সুমন চৌধুরী রচিত আসিয়ান গণনার সাথে ভারতের রাজনৈতিক ও অর্থনৈতিক সহযোগিতানিয়ে একটি গবেষণা[7]

তথ্যসূত্র

  1. "The Milli Gazette"www.milligazette.com। সংগ্রহের তারিখ ২০২১-০১-০৬
  2. Azadi-e-Hind Ki Jaddojahd Mai Musalmano Ka Kirdar (vol 1)
  3. Congress, The Library of। "LC Linked Data Service: Authorities and Vocabularies (Library of Congress)"id.loc.gov। সংগ্রহের তারিখ ২০২১-০১-০৬
  4. "নিজামি, জাফর আহমদ"worldcat.org। সংগ্রহের তারিখ ৬ জানুয়ারি ২০২০
  5. Verma, Madan Mohan (১৯৮৭)। "Gandhis technique of mass mobilization"INFLIBNET (English ভাষায়)।
  6. Homoud, Mohammad Ali Nasir (১৯৯২)। "Diplomacy in Islam"INFLIBNET (English ভাষায়)।
  7. Chaudhary, Suman (২০০২)। "A study of Indias political and economic co operation with Asean count"INFLIBNET (English ভাষায়)।
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.