জাফরগঞ্জ ইউনিয়ন
জাফরগঞ্জ বাংলাদেশের কুমিল্লা জেলার অন্তর্গত দেবিদ্বার উপজেলার একটি ইউনিয়ন।
জাফরগঞ্জ | |
---|---|
ইউনিয়ন | |
৮নং জাফরগঞ্জ ইউনিয়ন পরিষদ | |
জাফরগঞ্জ জাফরগঞ্জ | |
স্থানাঙ্ক: ২৩°৩৪′১৫″ উত্তর ৯১°৩′৩৪″ পূর্ব | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | চট্টগ্রাম বিভাগ |
জেলা | কুমিল্লা জেলা |
উপজেলা | দেবিদ্বার উপজেলা |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
পোস্ট কোড | ৩৫৩০ |
ইতিহাস
জাফরগঞ্জ ইউনিয়ন পূর্বে ৮নং জাফরগঞ্জ উত্তর ইউনিয়ন নামে পরিচিত ছিল।
অবস্থান ও সীমানা
দেবিদ্বার উপজেলার পূর্বাংশে জাফরগঞ্জ ইউনিয়নের অবস্থান। এ ইউনিয়নের উত্তরে ফতেহাবাদ ইউনিয়ন, পশ্চিমে দেবিদ্বার পৌরসভা, দক্ষিণে এলাহাবাদ ইউনিয়ন এবং পূর্বে ব্রাহ্মণপাড়া উপজেলার মালাপাড়া ইউনিয়ন অবস্থিত।
প্রশাসনিক কাঠামো
জাফরগঞ্জ ইউনিয়ন দেবিদ্বার উপজেলার আওতাধীন ৮নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম দেবিদ্বার থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ২৫২নং নির্বাচনী এলাকা কুমিল্লা-৪ এর অংশ।
শিক্ষা প্রতিষ্ঠান
কলেজঃ জাফরগঞ্জ মীর আব্দুল গফুর কলেজ।
বিদ্যালয়ঃ জাফরগঞ্জ বি এম এ এম বালিকা উচ্চ বিদ্যালয়।
গংগামনডল রাজ ইনস্টিটিউশান। খয়রাবাদ আদর্শ উচচ বিদ্যালয়। এছাড়াও অনেক প্রাথমিক বিদ্যালয় ও অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে।
যোগাযোগ ব্যবস্থা
যোগাযোগ ব্যবস্থা খুবই উন্নত। এটি চট্টগ্রাম - সিলেট মহাসড়কের পাশে অবস্থিত।
খাল ও নদী
গোমতী নদী এ ইউনিয়নের পাশ দিয়ে প্রবাহিত হয়েছে। এছারা অগণিত খাল দিঘি পুকুর ডোবা ও নালা রয়েছে।
জনপ্রতিনিধি
৮নং জাফরগঞ্জ ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান মোঃ জাহিদুল আলম। ৭ই ফেব্রুয়ারি,২০২২ তারিখে এই ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয়।