জাপান জাতীয় অনূর্ধ্ব-২৩ ফুটবল দল

জাপান জাতীয় অনূর্ধ্ব-২৩ ফুটবল দল (ইংরেজি: Japan national under-23 football team; যা জাপান অলিম্পিক ফুটবল দল অথবা জাপান অনূর্ধ্ব-২৩ নামেও পরিচিত) হচ্ছে আন্তর্জাতিক ফুটবলে জাপানের প্রতিনিধিত্বকারী পুরুষদের অনূর্ধ্ব-২৩ দল, যার সকল কার্যক্রম জাপানের ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা জাপান ফুটবল অ্যাসোসিয়েশন দ্বারা নিয়ন্ত্রিত হয়।[2] ১৯৯০ সালের ডিসেম্বর মাসে, জাপান অনূর্ধ্ব-২৩ প্রথমবারের মতো আন্তর্জাতিক খেলায় অংশগ্রহণ করেছে; মালয়েশিয়ার কুয়ালালামপুরে অনুষ্ঠিত জাপান এবং মালয়েশিয়া অনূর্ধ্ব-২৩ দলের মধ্যকার ১–১ গোলে ড্র হয়েছে।

জাপান অনূর্ধ্ব-২৩
ডাকনামサムライ・ブルー (নীল সামুরাই)
অ্যাসোসিয়েশনজাপান ফুটবল অ্যাসোসিয়েশন
কনফেডারেশনএএফসি (এশিয়া)
প্রধান কোচহাজিমে মোরিয়াসু
অধিনায়কইয়ুতা নাকায়ামা
সর্বাধিক ম্যাচকেনসাই নাগাই (৩১)
শীর্ষ গোলদাতাশোয়া নাকাজিমা (১৯)
মাঠবিভিন্ন
ফিফা কোডJPN
ওয়েবসাইটwww.jfa.jp
প্রথম জার্সি
দ্বিতীয় জার্সি
প্রথম আন্তর্জাতিক খেলা
 মালয়েশিয়া ১–১ জাপান 
(কুয়ালালামপুর, মালয়েশিয়া; ডিসেম্বর ১৯৯০)[1]
বৃহত্তম জয়
 জাপান ১৩–০ ফিলিপাইন 
(হংকং; ১২ জুন ১৯৯৯)
বৃহত্তম পরাজয়
 ডেনমার্ক ৬–১ জাপান 
(কুয়ালালামপুর, মালয়েশিয়া; ৬ ফেব্রুয়ারি ১৯৯৪)
গ্রীষ্মকালীন অলিম্পিক
অংশগ্রহণ৭ (১৯৯৬-এ প্রথম)
সেরা সাফল্যচতুর্থ স্থান (২০১২)
এএফসি অনূর্ধ্ব-২৩ চ্যাম্পিয়নশিপ
অংশগ্রহণ৪ (২০১৩-এ প্রথম)
সেরা সাফল্যচ্যাম্পিয়ন (২০১৬)
এশিয়ান গেমস
অংশগ্রহণ৫ (২০০২-এ প্রথম)
সেরা সাফল্য স্বর্ণ পদক (২০১০)

নীল সামুরাই নামে পরিচিত এই দলটি বেশ কয়েকটি স্টেডিয়ামে তাদের হোম ম্যাচগুলো আয়োজন করে থাকে। এই দলের প্রধান কার্যালয় জাপানের রাজধানী টোকিওতে অবস্থিত। বর্তমানে এই দলের ম্যানেজারের দায়িত্ব পালন করছেন হাজিমে মোরিয়াসু এবং অধিনায়কের দায়িত্ব পালন করছেন জুয়লের রক্ষণভাগের খেলোয়াড় ইয়ুতা নাকায়ামা। জাপান অনূর্ধ্ব-২৩ এপর্যন্ত ৭ বার গ্রীষ্মকালীন অলিম্পিকে অংশগ্রহণ করেছে, যার মধ্যে সেরা সাফল্য হচ্ছে ২০১২ গ্রীষ্মকালীন অলিম্পিকে চতুর্থ স্থান অর্জন করা।

দাইসুকে মাৎসুই, শুনসুকে নাকামুরা, কেইসুকে হোন্দা, ইয়ুতা ইওয়াসাকি এবং কেনসুকে নাগাইয়ের মতো খেলোয়াড়গণ জাপানের অনূর্ধ্ব-২৩ দলের জার্সি গায়ে মাঠ কাঁপিয়েছেন।

প্রতিযোগিতামূলক তথ্য

গ্রীষ্মকালীন অলিম্পিক

গ্রীষ্মকালীন অলিম্পিক
সালপর্বঅবস্থানম্যাচজয়ড্রহারস্বগোবিগো
১৯০০অংশগ্রহণ করেনি
১৯০৪
১৯০৮
১৯১২
১৯২০
১৯২৪
১৯২৮
১৯৩৬কোয়ার্টার-ফাইনাল৮ম১০
১৯৪৮অংশগ্রহণ করেনি
১৯৫২
১৯৫৬প্রথম পর্ব১০ম
১৯৬০উত্তীর্ণ হয়নি
১৯৬৪কোয়ার্টার-ফাইনাল৮ম
১৯৬৮৩য় স্থান নির্ধারণী৩য়
১৯৭২অংশগ্রহণ করেনি
১৯৭৬উত্তীর্ণ হয়নি
১৯৮০অংশগ্রহণ করেনি
১৯৮৪উত্তীর্ণ হয়নি
১৯৮৮
১৯৯২উত্তীর্ণ হয়নি
১৯৯৬গ্রুপ পর্ব৯ম
২০০০কোয়ার্টার-ফাইনাল৫ম
২০০৪গ্রুপ পর্ব১৩তম
২০০৮গ্রুপ পর্ব১৫তম
২০১২৩য় স্থান নির্ধারণী৪র্থ
২০১৬গ্রুপ পর্ব১০ম
২০২০অনির্ধারিত
মোটব্রোঞ্জ পদক১১/২৬৩৪১৪১৫৪৭৬২

এএফসি অনূর্ধ্ব ২৩

এশিয়ান গেমস

তথ্যসূত্র

  1. Hyung-Jin Yoon (৬ মে ২০০৬)। "Japan - International Results U-23 (Olympic) Team [Malaysia (1) – Japan (1)]"। RDFC। ২৯ মার্চ ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৯ মার্চ ২০১৬
  2. "Japan U23 - Club profile"Transfermarkt। সংগ্রহের তারিখ ২০২১-০৭-১৯

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.