জান্নাতুল ফেরদৌস পিয়া

জান্নাতুল ফেরদৌস পিয়া (জন্ম ১৪ অক্টোবর ১৯৯১) একজন বাংলাদেশি মডেল এবং অভিনেত্রী। তিনি ২০০৭ সালে মিস বাংলাদেশ খেতাব অর্জন করেন। অভিনয় জগতে পদার্পণের পূর্বে তিনি মডেল হিসেবে কর্মজীবন শুরু করেছিলেন। তার পেশা জীবন প্রায় সময়ই সমালোচিত হয়েছে এবং গণমাধ্যমে ব্যাপক প্রচার লাভ করেছে।[1][2] ২০১২ সালে চোরাবালি চলচ্চিত্রে অভিনয়ের মধ্য দিয়ে চলচ্চিত্রে তার অভিষেক ঘটে। পাশাপাশি বিভিন্ন আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার তার তারকাখ্যাতি আরও বাড়িয়ে দেয়।

জান্নাতুল ফেরদৌস পিয়া
২০১২ সালে ট্রাই-নেশন মেগা ফেস্টিভালে পিয়া
জন্ম (1991-10-14) ১৪ অক্টোবর ১৯৯১
খুলনা, বাংলাদেশ
জাতীয়তাবাংলাদেশী
মাতৃশিক্ষায়তনলন্ডন বিশ্ববিদ্যালয়
পেশা
কর্মজীবন২০০৭বর্তমান
পরিচিতির কারণমিস বাংলাদেশ শিরোপাধারী (২০০৭ বিজয়ী)
মডেলিং তথ্য
উচ্চতা ফু ১০ ইঞ্চি (১.৭৮ মি)
চোখের রঙকালো
ওয়েবসাইটwww.peyajannatul.com

প্রাথমিক জীবন

পিয়া ১৯৯১ সালে বাংলাদেশের খুলনায় জন্মগ্রহণ করেন। পরিবারের মানুষ তাকে পিউ বলে ডাকেন। তিনি লন্ডন কলেজ অব লিগ্যাল স্টাডিস থেকে আইন বিভাগ থেকে স্নাতক শেষ করেছেন।[3]

কর্মজীবন

২০০৭ সালে মিস বাংলাদেশ প্রতিযোগিতায় বিজয়ী হন পিয়া। এরপর কর্মজীবন শুরু করেন র‌্যাম্প মডেলিংয়ের মাধ্যমে ২০০৮ সালে। ফ্যাশন মডেল হিসেবে পাশাপাশি একাধিক ব্র্যান্ডের টেলিভিশন বিজ্ঞাপনে কাজ করেছেন। তিনি বিভিন্ন আন্তর্জাতিক অনুষ্ঠানসমূহে অংশ নিয়েছেন বাংলাদেশের প্রতিনিধি হয়ে।

২০১১ সালে দক্ষিণ কোরিয়ায় আয়োজিত ওয়ার্ল্ড মিস ইউনিভার্সিটি শিরোপা অর্জন করেন। এছাড়া মিশরে অনুষ্ঠিত ওয়ার্ল্ড টপ মডেল প্রতিযোগিতায় শীর্ষ মডেল হওয়ার সাফল্য অর্জন করেন পিয়া। ২০১২ সালে চোরাবালি চলচ্চিত্রে সুজানা চরিত্রে অভিনয় করেন। ২০১৩ সালে বাহরাইনে আয়োজিত ‘ইন্টারন্যাশনাল প্রিন্সেস’ প্রতিযোগিতায় অংশ নেন। একইবছর বাংলাদেশী সংগীতদল শিরোনামহীনের শিরোনামহীন শিরোনামহীন অ্যালবামের আবার হাসিমুখ গানের মিউজিক ভিডিওতে তাকে দেখতে পাওয়া যায়। পরবর্তীতে ২০১৪ সালে তিনি একই সাথে বেশ কটি চলচ্চিত্রে কাজ করছেন। এর মধ্যে রয়েছে, গ্যাংস্টার রিটার্নস, দ্য স্টোরি অফ সামারা এবং প্রবাসীর প্রেম

সমালোচনা

২০১৩ সালের মার্চে, মিশরের রেড সী, এলগোয়ানাতে অনুষ্ঠিত "টপ মডেল অব দ্য ওয়ার্ল্ড ২০১৩" প্রতিযোগিতায় বিভিন্ন দেশের মোট ৪৭ জন মডেলের সঙ্গে অংশগ্রহণ করেন পিয়া। এই প্রতিযোগিতায় বিভিন্ন প্রতিযোগীর সঙ্গে বিকিনি পরিহিত আলোকচিত্র নিয়ে আলোচনা-সমালোচনার কেন্দ্রবিন্দুতে আসেন তিনি। সম্প্রতি একাধিক আন্তর্জাতিক সংবাদমাধ্যমে আলোকচিত্রসমূহ ছড়িয়ে পড়ে।[4]

চলচ্চিত্র তালিকা

বছর চলচ্চিত্র চরিত্রের নাম টীকা
২০১২ চোরাবালি সুজানা মেরিল-প্রথম আলো পুরস্কার ২০১২-এ সমালোচকদের পছন্দে শ্রেষ্ঠ অভিনেত্রীর জন্য মনোনীত
২০১৫ গ্যাংস্টার রিটার্নস শীনা চিত্রগ্রহণ
দ্য স্টোরি অফ সামারা পিয়া চিত্রগ্রহণ
প্রবাসীর প্রেম মম চিত্রগ্রহণ
২০১৭ প্রেম কি বুঝিনি মিরা

টেলিভিশন নাটক তালিকা

নাটক কৃতিত্ব তালিকা
বছর শিরোনাম চরিত্র টীকা
টু বি অর নট টু বি
প্রজাপতির সুখ দুঃখ

সঙ্গীত ভিডিও

গান বছর পরিবেশনকারী সূত্র
"আবার হাসিমুখ" ২০১০ শিরোনামহীন [5]

পুরস্কার ও স্বীকৃতি

বছরঅনুষ্ঠানবিভাগচলচ্চিত্রফলসূত্র
২০১২ মেরিল-প্রথম আলো পুরস্কার শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনেত্রীর জন্য সমালোচক পুরস্কার চোরাবালি মনোনীত
২৭ ডিসেম্বর ২০১৪ বাচসাস পুরস্কার শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী চোরাবালি বিজয়ী [6]
  • মিস বাংলাদেশ (২০০৭)
  • ওয়ার্ল্ড মিস ইউনিভার্সিটি (দক্ষিণ কোরিয়া, ২০১১)
  • জেএওয়াই ফেইস ইন্টারন্যাশনাল - দ্বিতীয়স্থান (২০১২)
  • মিস ইন্ডিয়ান প্রিন্সেস ইন্টারন্যাশনাল (২০১৩)
  • টপ মডেল অব দ্যা ওয়ার্ল্ড (মিশর)

আরো দেখুন

তথ্যসূত্র

  1. পিয়ার প্রিয় গ্রীষ্মকাল, মায়ের বসন্তকালProthom Alo। ৯ মার্চ ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৪ সেপ্টেম্বর ২০২০
  2. Islam, Zia Nazmul (২২ মার্চ ২০১৪)। "PEYA More than just a pretty face"The Daily Star
  3. "ABOUT PEYA"www.peyajannatul.com। ২০২০-০৫-০৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-০১-১৭
  4. "বিকিনিতে বাংলাদেশি মডেল জান্নাতুল ফেরদৌস পিয়া!"। priyo.com। ২০১৩-১১-১২। ১৪ ফেব্রুয়ারি ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৪-০৪-০৭
  5. "নামহীন ব্যান্ডদলটির নাম 'শিরোনামহীন'"বাংলানিউজটোয়েন্টিফোর.কম। ২৮ মে ২০১৩। সংগ্রহের তারিখ ৭ জুলাই ২০২০
  6. "বাচসাস পুরস্কার প্রদান"sylhettoday24.com। ২৭ ডিসেম্বর ২০১৪। ২ ফেব্রুয়ারি ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১২ আগস্ট ২০১৭

বহিঃসংযোগ

পুরস্কার ও স্বীকৃতি
পূর্বসূরী
তাবাস্সুম ফেরদৌস শাওন
(২০০১)
মিস বাংলাদেশ
২০০৭
উত্তরসূরী
জেসিয়া ইসলাম
(২০১৭)
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.