জাতীয় সড়ক ৫৪ (ভারত)
জাতীয় সড়ক ৫৪[1] (এনএইচ ৫৪) ভারতের জাতীয় সড়ক। এটি ভারতের পাঞ্জাব, হরিয়ানা ও রাজস্থান রাজ্যের মধ্যে বিস্তৃত। সড়কটি পাঠানকোটের কাছে শুরু হয় এবং রাজস্থানের কেনচিয়া হনুমানগড় জেলায় এনএইচ ৬২ এর কাছে শেষ হয়।
![]() | ||||
---|---|---|---|---|
![]() | ||||
পথের তথ্য | ||||
দৈর্ঘ্য | ৫৪৬ কিমি (৩৩৯ মা) | |||
প্রধান সংযোগস্থল | ||||
থেকে: | পাঠানকোট, পাঞ্জাব | |||
পর্যন্ত: | কেনচিয়া, হনুমানগড় রাজস্থান | |||
অবস্থান | ||||
রাজ্য | পাঞ্জাব হরিয়ানা রাজস্থান | |||
প্রাথমিক গন্তব্যস্থল | পাঠানকোট, গুরুদাসপুর, অমৃতসর, ফরিদকোট, বাথিন্দা, হনুমানগড় | |||
মহাসড়ক ব্যবস্থা | ||||
| ||||
|
আরো দেখুন
- ভারতের জাতীয় সড়কের তালিকা (মহাসড়কের সংখ্যা অনুযায়ী)
- ভারতের জাতীয় মহাসড়কের তালিকা
- জাতীয় মহাসড়ক উন্নয়ন প্রকল্প
তথ্যসূত্র
- "NATIONAL HIGHWAY 54 (NH54)"। ৫ অক্টোবর ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৫ অক্টোবর ২০২১।
বহিঃসংযোগ
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.