জাতীয় সড়ক ৪৯ (ভারত)

জাতীয় সড়ক ৪৯[1] (পুরাতোন এনএইচ ৬ ও এনএইচ ২০০ মিলিত ভাবে) হল ভারতের একটি জাতীয় সড়ক। এই জাতীয় সড়কটি ছত্তিশগড় থেকে শুরু হয় পশ্চিমবঙ্গের খড়গপুর পর্যন্ত বিস্তৃত । এটি বিলাসপুরে জাতীয় সড়ক ৩০ থেকে উৎপন্ন হয়ে খড়গপুর-এ জাতীয় সড়ক ১৬-এ মিলিত হয়েছে।ছত্তিশগড়, ওড়িশা, ঝাড়খন্ড ও পশ্চিমবঙ্গ-এই চার রাজ্যের উপর দিয়ে জাতীয় সড়কটি বিস্তৃত।এর মোট দৈর্ঘ্য ৮১৭ কিলোমিটার (৫০৮ মা)

জাতীয় সড়ক ৪৯
পথের তথ্য
এএইচ46-এর অংশ
দৈর্ঘ্য৮১৭ কিমি (৫০৮ মা)
প্রধান সংযোগস্থল
পশ্চিম প্রান্ত:বিলাসপুর, ছত্তিশগড়
পূর্ব প্রান্ত:খড়গপুর, পশ্চিমবঙ্গ
অবস্থান
রাজ্যছত্তিশগড়, ওড়িশা, ঝাড়খন্ড, পশ্চিমবঙ্গ
মহাসড়ক ব্যবস্থা
এনএইচ ১৩০ এনএইচ ১৯

তথ্যসূত্র

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.