জাতীয় সড়ক ৩১২ (ভারত)

জাতীয় সড়ক ৩১২ (সাধারণভাবে এনএইচ, ৩১২ নামে উল্লেখিত) ভারতের একটি জাতীয় সড়ক।[1][2] এটি জাতীয় সড়ক ১২-এর একটি দ্বিতীয় স্তরের পথ। [3] ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মুর্শিদাবাদ জেলা, নদীয়া জেলাউত্তর চব্বিশ পরগণা জেলার মধ্য দিয়ে এনএইচ -৩১২ অগ্রসর হয়েছে।[2]

জাতীয় সড়ক ৩১২
লাল রঙে ৩১২ নং জাতীয় সড়কের মানচিত্র
পথের তথ্য
Auxiliary route of [[টেমপ্লেট:Infobox road/link/|]]
দৈর্ঘ্য৩২৯ কিমি (২০৪ মা)
প্রধান সংযোগস্থল
উত্তর প্রান্ত:জঙ্গীপুর
প্রধান সংযোগস্থলকৃষ্ণনগর, বনগাঁ
দক্ষিণ প্রান্ত:বসিরহাট
অবস্থান
রাজ্যপশ্চিমবঙ্গ
প্রাথমিক
গন্তব্যস্থল
জঙ্গীপুর, কৃষ্ণনগর, বনগাঁ, বসিরহাট
মহাসড়ক ব্যবস্থা
এনএইচ ২১২ এনএইচ ৫১২

যাত্রাপথ

জাতীয় সড়কটি মুর্শিদাবাদ জেলার ওমরপুর এলাকায় শুরু হয়ে রঘুনাথগঞ্জের কাছে "ভাগীরথী নদী" অতিক্রম করে জঙ্গিপুরে পৌঁছায়। এরপর সড়কটি লালগোলা ও মুর্শিদাবাদ শহর হয়ে ভারত-বাংলাদেশ সীমান্তের কাছে জলঙ্গিতে পৌঁছায়। জলঙ্গি থেকে জাতীয় সড়কটি দক্ষিণ দিকে অগ্রসর হয় এবং করিমপুর, বেতাই, তেহট্ট ও চাপড়া হয়ে নদীয়া জেলার সদর শহর কৃষ্ণনগরে পৌঁছায়। জাতীয় সড়কটি কৃষ্ণনগর শহরের পরে চিত্রসালি হয়ে হাঁসখালি, বগুলা ও দত্তফুলিয়া এলাকা অতিক্রম করে উত্তর চব্বিশ পরগণা জেলায় প্রবেশ করে। এরপর সড়কটি হেলেঞ্চা হয়ে বনগাঁ শহরে পৌঁছায় এবং জাতীয় সড়ক ১১২-এর সঙ্গে যুক্ত হয়। বনগাঁ শহর অতিক্রম করে সড়কটি স্বরূপনগর হয়ে বসিরহাট (ঘোজাডাঙা) শহরে পৌঁছায়।[1][2] জাতীয় সড়কটির মোট দৈর্ঘ্য ৩২৯ কিলোমিটার।

জাংশন

  1. জঙ্গিপুরের কাছে জাতীয় সড়ক ১২-এর সঙ্গে যুক্ত হয়েছে।[1]
  2. জাতীয় সড়ক ১১২-এর সঙ্গে মিলিত হয়েছে বনগাঁ শহরে।

আরো দেখুন

  • ভারতের জাতীয় সড়কসমূহের তালিকা
  • রাজ্য অনুযায়ী ভারতের জাতীয় সড়কসমূহের তালিকা

তথ্যসূত্র

  1. "New national highways declaration notification" (পিডিএফ)ভারতের গেজেট - সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রণালয়। ১৭ এপ্রিল ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২২ মার্চ ২০১৯
  2. "State-wise length of National Highways (NH) in India"সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রণালয়। সংগ্রহের তারিখ ২২ মার্চ ২০১৯
  3. "New Numbering of National Highways notification - Government of India" (পিডিএফ)ভারতের গেজেট। ৪ মে ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২২ মার্চ ২০১৯

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.