জাতীয় সড়ক ২ (ভারত)

জাতীয় সড়ক ২ হল ভারতের একটি জাতীয় সড়ক। এই জাতীয় সড়কটি আসামের ডিব্রুগড়-এ শুরু হয়ে মিজোরামের তুইপাং-এ গিয়ে শেষ হয়েছে।

জাতীয় সড়ক ২
লাল রঙে সড়কের মানচিত্র
পথের তথ্য
এএইচ1এএইচ2-এর অংশ
দৈর্ঘ্য১,২১৪ কিমি (৭৫৪ মা)
প্রধান সংযোগস্থল
পশ্চিম প্রান্ত:ডিব্রুগড়-এর কাছে এনএইচ ১৫
পূর্ব প্রান্ত:তুইপাং
অবস্থান
রাজ্যআসাম, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম
প্রাথমিক
গন্তব্যস্থল
শিবসাগর, আমগুরি, মোককচাঙ, ভোখা, কোহিমা, ইম্ফাল, চুরচাঁদপুর, শাশারাম, সেলিং, সেরচিপ, লংটলাই
মহাসড়ক ব্যবস্থা
এনএইচ ১ এনএইচ ১০২

সংযোজিত স্থানসমূহ

  • বখা
  • মোককচাঙ

তথ্যসূত্র

    This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.