জাতীয় শিশুকন্যা দিবস
প্রতি বছর ২৪শে জানুয়ারী ভারতে জাতীয় শিশুকন্যা দিবস পালিত হয়। ভারতীয় সমাজে যাতে মহিলারা ভেদাভেদ বা বৈষম্যের শিকার না হন, সেদিকে জনসচেতনতা বৃদ্ধির উদ্দেশ্য নিয়ে ২০০৮ খ্রিস্টাব্দে সর্বপ্রথম ভারত সরকারের মহিলা ও শিশু উন্নয়ন মন্ত্রক দিনটি উদযাপনের সূচনা করে। [1]বেটি বাঁচাও বেটি পড়াও, শিশু লিঙ্গ অনুপাত এবং মহিলাদের জন্য এক স্বাস্থ্যকর ও নিরাপদ আবহ তৈরির জন্য সচেতনতামূলক প্রচারাভিযান সহ বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিনটি উদযাপিত হয়। [2] [3] [4] [5] দেশজুড়ে মৃলত সচেতনতা শিবির ও সেমিনারের আয়োজন করা হয়, যেখানে তুলে ধরা হয় শিশু কন্যাদের স্বাস্থ্যকর ও নিরাপদ পরিবেশ দেওয়ার কথা এবং সরকার যে যে পদক্ষেপ গ্রহণ করেছে তা সমক্ষে উপস্থাপন করা। উজ্জ্বল ভবিষ্যতের জন্য মহিলাদের ক্ষমতায়ন শীর্ষক প্রতিপাদ্য বিষয় নিয়ে ২০১৯ খ্রিস্টাব্দে দিনটি পালিত হয়।[6] [3]
জাতীয় শিশু কন্যা দিবস | |
---|---|
আনুষ্ঠানিক নাম | জাতীয় শিশুকন্যা দিবস |
পালনকারী | ভারত |
ধরন | জাতীয় |
তাৎপর্য | শিশুকন্যাদের শিক্ষা, পুষ্টি, বাল্য বিবাহ, আইনি অধিকার এবং চিকিৎসা যত্ন সুরক্ষা সম্মান ইত্যাদি বিষয়ে সচেতনতামূলক প্রচারাভিযান। |
তারিখ | ২৪ শে জানুয়ারি |
সংঘটন | বার্ষিক |
উদ্দেশ্য
আরো দেখুন
তথ্যসূত্র
- Goyal, Sikha (জানুয়ারি ২৪, ২০১৯)। "National Girl Child Day 2019: History, Theme, Objectives and Significance"। Jagranjosh। Dainik Jagran।
- Nair, Arun (জানুয়ারি ২৪, ২০১৯)। "National Girl Child Day 2019: All You Need To Know"। NDTV।
- ""Empowering Girls for a Brighter Tomorrow" – National Girl Child Day 2019"। The Economic Times। জানুয়ারি ২৪, ২০১৯।
- "Significance of National Girl Child Day"। The Morung Express। জানুয়ারি ২৪, ২০১৮।
- Carvalho, Nirmala (জানুয়ারি ২৪, ২০১০)। "'National Girl Child Day' against selective abortions and female infanticide"। AsiaNews।
- "National girl child day being observed with theme 'Empowering Girls for a Brighter Tomorrow'"। DD News। জানুয়ারি ২৪, ২০১৯।
- "National Girl Child Day (NGCD) 2022: How the World Can Be Made Better for Girls?"। SA News Channel (ইংরেজি ভাষায়)। ২০২২-০১-২১। সংগ্রহের তারিখ ২০২২-০১-২১।
- "National Girl Child Day: Theme, importance, significance"। Hindustan Times (ইংরেজি ভাষায়)। ২০২১-০১-২৪। সংগ্রহের তারিখ ২০২২-০১-২৩।