জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ
জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ হলো বাংলাদেশে প্রিমিয়ার আধা পেশাদারী ফুটবল লীগ। ২০০৭ সালে এটি বাংলাদেশের ফুটবল লীগ হিসেবে প্রতিষ্ঠিত হয়। এটি নিটল-টাটা জাতীয় ফুটবল লীগ নামেও পরিচিত [1]
বিজ্ঞাপনী উদ্যোক্তা
২০০১-২০০৫ [2] পর্যন্ত এই প্রতিযোগিতার বিজ্ঞাপনী উদ্যোক্তা ছিলো নিটোল-টাটা গ্রুপ ছিল। তাদের সহায়তার কারণে, প্রতিযোগিতাটি নিটল-টাটা জাতীয় ফুটবল লীগ নামে পরিচিত ছিল।
বিজয়ী
যেসব খেলায় বিজয়ী- [1]
ঋতু | বিজয়ী |
---|---|
২০০০ | আবাহনী লিমিটেড (ঢাকা) |
২০০১-০২ | মোহামেডান স্পোর্টিং ক্লাব (ঢাকা) |
২০০৩ | মুক্তিযোদ্ধা সংসদ কেসি |
২০০৪ | ভাইদের ইউনিয়ন |
২০০৫-০৬ | মোহামেডান স্পোর্টিং ক্লাব (ঢাকা) |
ক্লাবভিত্তিক পরিসংখ্যান
টীম | বিজয়ী |
---|---|
মোহামেডান স্পোর্টিং ক্লাব (ঢাকা) | ২ |
আবাহনী লিমিটেড (ঢাকা) | ১ |
মুক্তিযোদ্ধা এসকেসি | ১ |
ভাইদের ইউনিয়ন | ১ |
তথ্যসূত্র
- "Bangladesh - List of Champions"। RSSSF। সংগ্রহের তারিখ ২০ আগস্ট ২০১১।
- "Nitol-Tata steps up again"। Dhaka Tribune। ২০১৪-০২-০৩। সংগ্রহের তারিখ ২০১৯-০৫-২৭।
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.