জাঙ্গালিয়া ইউনিয়ন, কালীগঞ্জ
জাঙ্গালিয়া ইউনিয়ন বাংলাদেশের গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলার অন্তর্গত একটি ইউনিয়ন।[1]
জাঙ্গালিয়া | |
---|---|
ইউনিয়ন | |
জাঙ্গালিয়া ইউনিয়ন পরিষদ | |
ডাকনাম: জাঙ্গালিয়া | |
জাঙ্গালিয়া জাঙ্গালিয়া | |
স্থানাঙ্ক: ২৩°৫৮′০″ উত্তর ৯০°৩৪′৪″ পূর্ব | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | ঢাকা বিভাগ |
জেলা | গাজীপুর জেলা |
উপজেলা | কালীগঞ্জ উপজেলা, গাজীপুর |
আয়তন | |
• মোট | ২৩.১০ বর্গকিমি (৮.৯২ বর্গমাইল) |
জনসংখ্যা | |
• মোট | ১৯.১৮৩৫ |
• জনঘনত্ব | ০.৮৩/বর্গকিমি (২.২/বর্গমাইল) |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
ওয়েবসাইট | প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট |
ইতিহাস
শীতলক্ষার নদছ তীরে গড়ে উঠা কালীগঞ্জ উপজেলার একটি অঞ্চল হলো জাঙ্গালীয়া ইউনিয়ন। কালপরিক্রমায় আজ জাঙ্গালীয়া ইউনিয়ন শিক্ষা, সংস্কৃতি, ধর্মীয় অনুষ্ঠান, খেলাধুলা সহ বিভিন্ন ক্ষেত্রে তারনিজস্ব স্বকীয়তা আজও সমুজ্জ্বল।
অর্থনীতি
কৃষি
আরও
গ্রাম সমূহ
- জাঙ্গালিয়া,
- বাঙ্গালগাও,
- দুবরিয়া,
- মৌশুন্ডি,
- বৌন্না,
- রয়েন,
- ছাতিয়ানী,
- কাউলিতা,
- মরাশ,
- লোনাব,
- পুনসহি,
- সালদিয়া,
- কুলথুন,
- আজমতপুর,
- বরাইয়া,
- শরিষার চালা,
- বাড়িয়াদী,
- দেওতলা,
- নরম্নন,
- বাইশার আটি।
শিক্ষা প্রতিষ্ঠান
শিক্ষার হার65%
- সরকারী প্রাথমিক বিদ্যালয়- ১২টি,
- বে-সরকারী রেজিঃ প্রাঃ বিদ্যালয় ০৩- টি,
- উচ্চ বিদ্যালয়ঃ ৪টি,
- মাদ্রাসা- ৫টি।ঝ)
- উচ্চ বিদ্যালয়ঃ ৪টি,
- বে-সরকারী রেজিঃ প্রাঃ বিদ্যালয় ০৩- টি,
যোগাযোগ ব্যবস্থা
উপজেলা সদর থেকে যোগাযোগ মাধ্যম – সিএনজি/টেম্পূ।) চলাচল করে।
হাট-বাজার
মোট ০৭ টি বাজার রয়েছে - ১.জাংগালিয়া বাজার ২.আওড়াখালি বাজার ৩.পুনসহি বাজার ৪.আজমতপুর বিশ্বরোড চৌরাস্তা বাজার ৫.দুবুরিয়া বাজার ৬.নরুন বাজার ৭.নরুন সোম-বাজার
জনপ্রতিনিধি
- দায়িত্বরত চেয়ারম্যান –জানাব গাজী সরওয়ার হোসেন
তথ্যসূত্র
- "জাঙ্গালিয়া ইউনিয়ন"। বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন। সংগ্রহের তারিখ ৭ মার্চ ২০২০।
বহিঃসংযোগ
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.