জাঙ্গল ফিভার

জাঙ্গল ফিভার (ইংরেজি: Jungle Fever) হল ১৯৯১ সালে মুক্তিপ্রাপ্ত মার্কিন রোমান্স-নাট্যধর্মী চলচ্চিত্র। ছবিটি রচনা, প্রযোজনা, ও পরিচালনা করেছেন স্পাইক লি। এই চলচ্চিত্রটি নানা জাতির মধ্যে প্রেম এবং মাদকের প্রবণতা দেখানো হয়েছে। এতে অভিনয় করেছেন ওয়েসলি স্নাইপস, অ্যানাবেলা স্কিয়োরা,[2] স্পাইক লি, অজি ডেভিস, রুবি ডি, স্যামুয়েল এল. জ্যাকসন[3] প্রমুখ।

জাঙ্গল ফিভার
পরিচালকস্পাইক লি
প্রযোজকস্পাইক লি
রচয়িতাস্পাইক লি
উৎসকর্তৃক 
শ্রেষ্ঠাংশে
  • ওয়েসলি স্নাইপস
  • অ্যানাবেলা স্কিয়োরা
  • স্পাইক লি
  • অজি ডেভিস
  • রুবি ডি
সুরকারটেরেন্স ব্ল্যাঞ্চার্ড
চিত্রগ্রাহকআর্নেস্ট ডিকারসন
সম্পাদকস্যাম পোলার্ড
পরিবেশকইউনিভার্সাল পিকচার্স
মুক্তি৭ জুন, ১৯৯১
দৈর্ঘ্য১৩২ মিনিট
দেশযুক্তরাষ্ট্র
ভাষাইংরেজি
নির্মাণব্যয়$১৪ মিলিয়ন[1]
আয়$৪৩,৮৮২,৬৮২[1]

কুশীলব

  • ওয়েসলি স্নাইপস - ফ্লিপার পিউরিফাই
  • অ্যানাবেলা স্কিয়োরা - অ্যাঞ্জি টুচ্চি
  • স্পাইক লি - সাইরাস
  • অজি ডেভিস - ডঃ পিউরিফাই
  • রুবি ডি - মিসেস পিউরিফাই
  • স্যামুয়েল এল. জ্যাকসন - গ্যাটর পিউরিফাই
  • লনেট ম্যাকি - ড্রিউ পিউরিফাই
  • জন টুরটুরু - পউলি কার্বন
  • ফ্রাঙ্ক ভিনসেন্ট - মাইক টুচ্চি
  • অ্যান্থনি কুইন - লূ কার্বন

তথ্যসূত্র

  1. "Jungle Fever"বক্স অফিস মোজো। সংগ্রহের তারিখ ১৯ ফেব্রুয়ারি ২০১৭
  2. "Jungle Fever"Orlando Sentinel। ২০১২-০৬-১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৯ ফেব্রুয়ারি ২০১৭
  3. Williams, Lena (১৯৯১-০৬-০৯)। "UP AND COMING; Samuel L. Jackson: Out of Lee's 'Jungle,' Into the Limelight"The New York Times। সংগ্রহের তারিখ ১৯ ফেব্রুয়ারি ২০১৭

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.